দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 26/01/2022, 27/01/2022, 28/01/2022, 29/01/2022, 30/01/2022 ও 31/01/2022

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 26/01/2022, 27/01/2022, 28/01/2022, 29/01/2022, 30/01/2022 ও 31/01/2022


****************************


26/01/2022
▣ 1. কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মানসুখ মান্ডভিয়া নবরূপে গঠিত সেন্ট্রাল গভর্নমেন্ট হেল্থ স্কিম এবং MyCGHS নামক মোবাইল অ্যাপ লঞ্চ করলেন 
▣ 2. ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড 'Global Healthy Workplace' আওয়ার্ড জিতলো 
▣ 3. গুজরাট ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট সুভাষ চন্দ্র বোস আপদা প্রবন্ধন পুরস্কার 2022 জিতলো, একক বিভাগে এই পুরস্কার জিতলেন বিনোদ শর্মা 
▣ 4. মিনিস্ট্রি অফ নিউ এন্ড রিনিউএবেল মিনিস্ট্রি সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া (SECL) তে 1000 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে
▣ 5. এবছরের 26 শে জানুয়ারি তে 73 তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো, এই দিনের প্যারেডে প্রথম মহিলা রাফায়েল ফাইটার পাইলট হিসেবে শিভাঙ্গি সিং ভারতীয় বায়ুসেনার ট্যাবলো তে অংশগ্রহণ করলেন, এছাড়াও এই দিনটি আন্তর্জাতিক কাস্টমস দিবস হিসেবেও পালিত হয় 
▣ 6. অলিম্পিক গোল্ড মেডেলিস্ট নীরাজ চোপড়া কে পরম বিশিষ্ট সেবা মেডেলে সম্মানিত করা হলো 
▣ 7. পদ্ম আওয়ার্ড 2022 এ পদ্মভূষন সম্মান পেলেন প্রভা আত্রে, শ্রী রাধেশ্যাম খেমকা (মরণোত্তর), জেনারেল বিপিন রাওয়াত (মরণোত্তর) এবং শ্রী কল্যাণ সিং (মরণোত্তর)
▣ 8. CSIR-সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট দেশীয় পদ্ধতিতে ওমিক্রন শনাক্তকারী RT-PCR টেস্টিং কিট 'OM' তৈরি করলো 
▣ 9. ওড়িশার প্রসিদ্ধ সমাজকর্মী পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শান্তি দেবী সম্প্রতি প্রয়াত হলেন 
▣ 10. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত করাপশন ইনডেক্স অনুযায়ী ভারত 85 তম স্থান অধিকার করলো, শীর্ষস্থানে রয়েছে তিনটি দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড এবং নিউজিল্যান্ড

27/01/2022
★ 1. রাজস্থানের চতুর্থ ব্যাঘ্র প্রকল্পের তকমা পেলো রামগড় বন্যপ্রাণী অভয়ারন্য 
★ 2. ব্র্যান্ড ফাইন্যান্স 2022 গ্লোবাল 500 রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিশ্বের মূল্যবান কোম্পানিটি হলো Apple, যার মার্কেট মূল্য $ 355.1 বিলিয়ন  
★ 3. আন্তর্জাতিক মনেটারী ফান্ড 2022 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধি 9.5% থেকে কমিয়ে 9% নির্ধারণ করলো 
★ 4. ভারতীয় নেভির ওয়েস্টার্ন নাভাল কম্যান্ড যৌথ সামুদ্রিক অনুশীলন ‘Paschim Lehar (XPL – 2022)’ সম্পন্ন করলো 
★ 5. ওমান উপসাগরে রাশিয়া, চীন এবং ইরানের নৌবাহিনী ‘CHIRU 2Q22’ নামক নৌ-অনুশীলন সম্পন্ন করলো 
★ 6. প্রতিবছর 27 শে জানুয়ারী International Holocaust Remembrance দিবস পালন করা হয়, এবছরের থিম -  Memory, Dignity and Justice 
★ 7. হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হতে চলেছেন Pushp Kumar Joshi 
★ 8. প্রথমবার অনুষ্ঠিত ইন্ডিয়া-সেন্ট্রাল এশিয়া সামিট হোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
★ 9. স্বাস্থ্য সম্পর্কিত গবেষণায় একে অপরকে সাহায্য করতে ভারত এবং ফ্রান্স চুক্তি স্বাক্ষর করলো 
★ 10. এম আর শরণ নতুন একটি বই লিখলেন যেটির শিরোনাম ‘Last among Equals: Power, Caste and Politics in Bihar’s Villages’

28/01/2022
❖ 1. প্রখ্যাত মারাঠি লেখক এবং সামাজিক কর্মী Anil Awachat প্রয়াত হলেন, এছাড়া ভারতের প্রাক্তন হকি অধিনায়ক চরণজিত সিং প্রয়াত হলেন 
❖ 2. ফিনটেক স্টার্টআপ Pencilton সম্প্রতি PencilCard নামক ডেবিট এবং ট্রাভেল কার্ড লঞ্চ করলো 
❖ 3. কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী মিনাক্ষী লেখী নতুন একটি কমিক বই প্রকাশ করলেন যার শিরোনাম 'India's Women Unsung Heroes'
❖ 4. ভারতের প্রথম গ্রাফিন ইনোভেশন সেন্টার কেরালায় গড়ে উঠতে চলেছে, এটি গড়ে তুলবে ডিজিটাল ইউনিভার্সিটি কেরালা
❖ 5. তামিলনাড়ুর Sathyamangalam ব্যাঘ্র প্রকল্প TX2 আওয়ার্ড জিতলো 
❖ 6. বীরত্ব প্রদর্শনের জন্য জম্মু-কাশ্মীর পুলিশ সর্বোচ্চ 115 টি পুলিশ মেডেল জিতলো
❖ 7. মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি (MeitY) '$300 bn Sustainable Electronics Manufacturing & Exports by 2026' বা 'The Vision Document 2.0' এর 5 বছরের রূপরেখা প্রকাশ করলো
❖ 8. ব্যাডমিন্টন এসোসিয়েশন অফ ইন্ডিয়া আয়োজিত কটকের জওহরলাল নেহেরু ইন্ডোর স্টেডিয়ামে ওড়িশা ওপেন 2022 এর প্রথম সংস্করণ শুরু হলো 
❖ 9. এয়ার ইন্ডিয়া অপারেশন এর অফিসিয়ালি সমস্ত দায়িত্বভার গ্রহণ করলো টাটা গ্রুপ 
❖ 10. ক্যাশলেস লেনদেন এর উপর আরো বেশি গুরুত্ব আরোপ করতে TerraPay সংস্থা, NPCI এর সাথে জোটবদ্ধ হলো

29/01/2022
■ 1. লোকসভা স্পিকার ওম বিড়লা পার্লামেন্টের অফিসিয়াল মোবাইল এপ্লিকেশন লঞ্চ করলেন যার নাম 'Digital Sansad App'
■ 2. মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা পদে Anantha Nageshwaran কে নিযুক্ত করলো কেন্দ্রীয় সরকার 
■ 3. প্রাক্তন ফাইন্যান্স সেক্রেটারি সুভাষ চন্দ্র গর্গ তাঁর প্রথম বই লিখলেন যেটির শিরোনাম 'The $10 Trillion Dream'
■ 4. ভারতের ডিজিটাল ইকোসিস্টেম কে ত্বরান্বিত করতে গুগল, ভারতী এয়ারটেলে $1 বিলিয়ন অর্থ বিনিয়োগ করতে চলেছে 
■ 5. ভারতের বৃহত্তম ইলেক্ট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন গুরুগ্রামে উদ্বোধন করা হলো
■ 6. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পন্ডিত যশরাজ কালচারাল ফাউন্ডেশন লঞ্চ করলেন 
■ 7. মহিলা একক বিভাগে অস্ট্রেলিয়ান ওপেন 2022 জিতলেন অস্ট্রেলিয়ান টেনিস তারকা Ashleigh Barty
■ 8. বিশ্বের বৃহত্তম Canal Lock নেদারল্যান্ড এ উদ্বোধন করা হলো 
■ 9. মিনিস্ট্রি অফ হাউসিং এন্ড আরবান আফফায়ার্স (MoHUA) এবং DPIIT মিলিতভাবে স্বচ্ছতা স্টার্ট-আপ চ্যালেঞ্জ লঞ্চ করলো
■ 10. কর্ণাটক সরকার রাজ্যের 12 টি জেলায় 'Grama One' নামক টেকনোলজি-চালিত প্রোগ্রাম লঞ্চ করলো


30/01/2022
⬕ 1. প্রতিবছরের 30 শে জানুয়ারী মহাত্মা গান্ধীর হত্যার স্মরণে Martyrs’ Day বা শহীদ দিবস পালন করা হয়, এবছর এটি 74 তম, এছাড়াও এই দিনটি বিশ্ব কুষ্ঠ দিবস হিসেবেও পালিত হয়, এবছরের থিম – United for Dignity  
⬕ 2. প্রখ্যাত লেখক রাস্কিন বন্ড নতুন একটি বই লিখলেন যার শিরোনাম ‘A Little Book of India: Celebrating 75 years of Independence’
⬕ 3. ভারতের 12 টি রাজ্যের 150 টি গ্রাম কে ‘Village of Excellence’ এ রূপান্তর করতে কারিগরী সহায়তা করতে চলেছে ইজরায়েল 
⬕ 4. Wipro সংস্থা দক্ষিন-পূর্ব এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর পদে বদ্রিনাথ শ্রীনিবাসন কে নিযুক্ত করল 
⬕ 5. চুক্তি অনুযায়ী ভারতকে 70,000 AK203 অ্যাসল্ট রাইফেলের সরবরাহ করল রাশিয়া 
⬕ 6. আর্মেনিয়ার রাষ্ট্রপতি Armen Sarkissian নিজের পদ থেকে পদত্যাগ করলেন 
⬕ 7. এশিয়ার ডেভেলপিং ডাটা সেন্টার গুলিতে $ 150 মিলিয়ন অর্থ বিনিয়োগ করতে চলেছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক (AIIB)
⬕ 8. ফার্মাসিউটিক্যাল সেক্টরে রিসার্চ এবং ইনোভেশনে সুবিধা দিতে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া NIPER রিসার্চ পোর্টাল লঞ্চ করলেন 
⬕ 9. রুফটপ সোলার পাওয়ার প্রজেক্টের জন্য IREDA এবং গোয়া শিপইয়ার্ড লিমিটেড চুক্তি স্বাক্ষর করল 
⬕ 10. মহিলা হকি এশিয়া কাপ 2022 ভারত চীন কে হারিয়ে ব্রোঞ্জ মেডেল জিতলো

31/01/2022
❖ 1. শিক্ষাবিদ এনং সামাজিক নেতা বাবা ইকবাল সিং জি প্রয়াত হলেন 
❖ 2. আইপিএস অফিসার কিরণ বেদী নতুন একটি বই লিখলেন যেটির শিরোনাম 'Fearless Governance'
❖ 3. সিকিউরিটি প্রিন্টিং এন্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (SPMCIL) নাসিক এবং দেবস এ নতুন ব্যাঙ্কনোট প্রিন্টিং লাইনস স্থাপন করলো
❖ 4. ফাইনালে রাশিয়ার Daniill Medvedev কে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন 2022 জিতলেন স্পেনের রাফায়েল নাদাল
❖ 5. অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রকাশিত ইকোনমিক সার্ভে অনুযায়ী 2023 অর্থবর্ষে ভারতের জিডিপি 8-8.5% এবং 2022 অর্থবর্ষে ভারতের জিডিপি 9.2% নির্ধারণ করা হলো 
❖ 6. Paytm Money সম্প্রতি ভারতের প্রথম ইন্টেলিজেন্ট ম্যাসেঞ্জার 'Pops' লঞ্চ করলো 
❖ 7. ভারতে মহিলা চালিত বিভিন্ন ক্ষুদ্র ব্যবসাকে সাহায্য করতে সোশ্যাল মিডিয়া সংস্থা Meta, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (FICCI) এর সাথে জোটবদ্ধ হলো 
❖ 8. LIC চেয়ারম্যান এম আর কুমার এর কার্যকালীন মেয়াদ আরো 1 বছর বাড়ানো হলো 
❖ 9. অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম এ গান্ধী মন্দিরাম এবং Smruthi Vanam এর নির্মাণ করা হলো 
❖ 10. ন্যাশনাল কমিশন ফর ওমেন (NCW) এর 30 তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের সম্ভাষণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই প্রোগ্রামের থিম - She The Change Maker