দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 21/01/2022, 22/01/2022, 23/01/2022, 24/01/2022 ও 25/01/2022

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 21/01/2022, 22/01/2022, 23/01/2022, 24/01/2022 ও 25/01/2022


****************************


21/01/2022
✦ 1. 2023 অর্থবর্ষের জন্য ইন্ডিয়া রেটিংস এন্ড রিসার্চ সংস্থা (Ind-Ra) ভারতের জিডিপি বৃদ্ধি 7.6% নির্ধারণ করলো 
✦ 2. Universal Acceptance Steering Group (UASG) এর ইন্টারনেট প্যানেলের আম্বাসাডর পদে বিজয় শেখর শর্মা কে নিযুক্ত করা হলো 
✦ 3. অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস 'Anxiety' শব্দ টি কে চিলড্রেন'স ওয়ার্ড অফ দি ইয়ার 2021 এর তকমা দিলো
✦ 4. ইন্ডিয়ান ফার্মারস ফার্টিলাইজার কো-অপারেটিভ (IFFCO) এর চেয়ারম্যান পদে দিলীপ সাংহানি কে নিযুক্ত করা হলো
✦ 5. আইসিসি পুরুষ টি-20 টিম অফ দি ইয়ার, 2021 এর অধিনায়ক হলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, মহিলা টি-20 টিম অফ দি ইয়ার, 2021 এর অধিনায়ক হলেন ইংল্যান্ডের Nat Sciver
✦ 6. $ 68.7 বিলিয়ন অর্থের বিনিময়ে ভিডিও গেমিং কোম্পানি Activision Blizzard Inc এর মালিকানা কিনে নিলো মাইক্রোসফট
✦ 7. কোভিড-19 ভ্যাকসিনের জন্য $1 মিলিয়ন অর্থমূল্যের Genesis পুরস্কার জিতলেন Pfizer CEO Albert Bourla
✦ 8. এয়ার ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে বিক্রম দেব দত্ত কে নিযুক্ত করা হলো 
✦ 9. 'মিশন নেতাজী' - র প্রতিষ্ঠাতা চন্দ্রচূড় ঘোষ নেতাজীর উপর নতুন একটি জীবনী লিখলেন যার শিরোনাম 'Bose: The Untold Story of An Inconvenient Nationalist'
✦ 10. বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তি স্পেনের Saturnino de la Fuente সম্প্রতি প্রয়াত হলেন, মৃত্যুকালীন বয়স হয়েছিল 112 বছর 341 দিন

22/01/2022
🎯 1. তেলেঙ্গানার হায়দ্রাবাদে আগামী 5 ই ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 216 ফুট উচ্চতার সাধু রামানুজাচার্য এর মূর্তির উদ্বোধন করতে চলেছেন, এটিকে ‘Statue of Equality’ বলা হবে 
🎯 2. দিল্লীর ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি এবং ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের শিখাদ্বয় কে একসাথে যুক্ত করলো কেন্দ্রীয় সরকার 
🎯 3. জম্মু কাশ্মীরের জেরি হ্যামলেট কে রাজ্যের প্রথম ‘Milk Village’ এর তকমা দেওয়া হলো 
🎯 4. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ‘Azadi Ke Amrit Mahotsav se Swarnim Bharat Ki Ore’ নামক প্রোগ্রাম লঞ্চ করলেন 
🎯 5. পূর্বতন রাজধানী জাকার্তার পরিবর্তে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী হলো নুসানতারা 
🎯 6. মহারাষ্ট্র রাজ্যপাল ভগত সিং কোশারী নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম ‘The Legend of Birsa Munda’, বইটি লিখেছেন তুহিন এ সিনহা এবং অঙ্কিতা ভার্মা 
🎯 7. বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন কে ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ ওয়ার্কিং ওমেন অ্যাওয়ার্ড এ সম্মানিত করা হলো 
🎯 8. NASA -র বিখ্যাত ইন্টারন্যাশনাল এয়ার এন্ড স্পেস প্রোগ্রাম (IASP) সম্পূর্ণ করা প্রথম ভারতীয় হলেন অন্ধ্রপ্রদেশের জাহ্নবী ডানগেটি 
🎯 9. ন্যাশনাল হাইওয়ে এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL) এর ম্যানেজিং ডিরেক্টর পদে চঞ্চল কুমার কে নিযুক্ত করা হলো 
🎯 10. জানুয়ারির 18 থেকে 19 তারিখ পর্যন্ত প্রথম BRICS শেরপা মিটিং 2022 চিনের সভাপতিত্বে ভার্চুয়ালি সম্পন্ন হলো


23/01/2022
⧉ 1. প্রতিবছরের মতো এবছরও 23 শে জানুয়ারি সুভাষচন্দ্র বোসের 125 তম জন্ম বার্ষিকী উপলক্ষে পরাক্রম দিবস পালন করা হলো 
⧉ 2. শিল্পপতি রতন টাটা কে আসাম সরকার রাজ্যের সর্বোচ্চ সম্মান ‘Asom Baibhav’ সম্মানে সম্মানিত করতে চলেছে 
⧉ 3. Syed Modi আন্তর্জাতিক টুর্নামেন্টের মহিলা বিভাগের খেতাব জিতলেন ভারতের পি ভি সিন্ধু 
⧉ 4. ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের চেয়ারম্যান পদে বিনোদ রাই কে নিযুক্ত করা হলো 
⧉ 5. পঞ্চকুলা তে সরস্বতী নদী সম্পর্কিত চুক্তি স্বাক্ষর করলো হরিয়ানা এবং হিমাচল প্রদেশ 
⧉ 6. কয়লা সেক্রেটারি অনিল কুমার জেইন সম্প্রতি কয়লা সেক্টরের উপর কয়লা দর্পণ পোর্টাল লঞ্চ করলেন 
⧉ 7. গুজরাটে সোমনাথ মন্দিরের নিকটে নব নির্মিত সার্কিট হাউস বিল্ডিং এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
⧉ 8. ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষ চন্দ্র বোসের গ্রান্ড স্টাচুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
⧉ 9. ভারতের ‘জয় ভিম’ সিনেমাটি কে আগামী অস্কার অ্যাওয়ার্ড 2022 এ শ্রেষ্ঠ ভারতীয় সিনেমা হিসেবে মনোনিত করা হলো 
⧉ 10. Cadila Healthcare এর ম্যানেজিং ডিরেক্টর পদে Sharvil P Patel কে আগামী পাঁচ বছরের জন্য পুনরায় নিযুক্ত করা হলো

24/01/2022
➤ 1. ভারতীয় সশস্ত্র বাহিনী কে অ্যান্টি-আর্মার ওয়েপন সরবরাহ করবে সুইডিশ ডিফেন্স কোম্পানি Saab
➤ 2. 6G প্রযুক্তির উপর গবেষণার গতি বাড়াতে জিও সংস্থা ফিনল্যান্ডের University of Oulu এর সাথে জোটবদ্ধ হলো 
➤ 3. হিমাচল প্রদেশ মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর 'Apna Kangra' নামক অ্যাপ লঞ্চ করলেন 
➤ 4. দ্বিতীয়বারের জন্য বার্বাডোজের প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিলেন Mia Mottley
➤ 5. ইউটিউবার Prajakta Koli ভারতের প্রথম UNDP ইয়ুথ ক্লাইমেট চ্যাম্পিয়ন  হলেন
➤ 6. GoodDot সংস্থা অলিম্পিক গোল্ড মেডেলিস্ট নীরাজ চোপড়া কে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো 
➤ 7. ভারতের প্রথম রাজ্য হিসেবে কর্ণাটক এনিমেশন, ভিজুয়াল এফেক্ট, গেমিং এবং কমিক্স (AVGC) সেন্টার অফ এক্সেলেন্স লঞ্চ করলো 
➤ 8. দেশের প্রথম প্যারা-ব্যাডমিন্টন একাডেমি লখনৌ তে লঞ্চ করা হলো 
➤ 9. প্রাক্তন বিখ্যাত ভারতীয় ফুটবলার সুভাষ ভৌমিক সম্প্রতি প্রয়াত হলেন 
➤ 10. জম্মু কাশ্মীরের 20 টি জেলার উপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের প্রথম 'ডিস্ট্রিক্ট গুড গভারন্যান্স ইনডেক্স' প্রকাশ করলেন, এই তালিকার শীর্ষে রয়েছে জম্মু

25/01/2022
☯ 1. প্রতিবছরের 25 শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়, এ বছরের থিম - Making Elections Inclusive, Accessible and Participative, এছাড়া প্রতিবছর এই দিনটিতে জাতীয় পর্যটন দিবস পালিত হয়, এছাড়া গত 24 শে জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস পালিত হলো
☯ 2. প্রখ্যাত আর্কিওলজিস্ট Thiru R. Nagaswamy 91 বছর বয়সে প্রয়াত হলেন 
☯ 3. আইসিসি আওয়ার্ড 2021 এ Rachael Heyhoe ফ্লিন্ট ট্রফি মহিলা ক্রিকেটার অফ দি ইয়ার হলেন স্মৃতি মান্ধানা, স্যার গারফিল্ড সোবার্স ট্রফি পুরুষ ক্রিকেটার অফ দি ইয়ার হলেন শাহীন আফ্রিদি, পুরুষ ODI ক্রিকেটার অফ দি ইয়ার হলেন বাবর আজম, মহিলা ODI ক্রিকেটার অফ দি ইয়ার Lizelle Lee, পুরুষ টি-20 ক্রিকেটার অফ দি ইয়ার হলেন মহম্মদ রিজওয়ান, পুরুষ টেস্ট ক্রিকেটার অফ দি ইয়ার হলেন জো রুট
☯ 4. হিমাচল প্রদেশে অনুষ্ঠিত নবম মহিলা আইস হকি চ্যাম্পিয়নশিপ 2022 জিতলো লাদাখ
☯ 5. 29 জন শিশু ( 15 টি ছেলে এবং 14 টি মেয়ে ) কে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2022 সম্মানে সম্মানিত করা হলো 
☯ 6. প্রিভেনশন অফ মানি লন্ডারিং এক্ট (PMLA) এডজুডিকেটিং অর্থরিটি এর চেয়ারপার্সন পদে বিনোদানন্দ ঝা কে নিযুক্ত করা হলো 
☯ 7. ভূমধ্যসাগরে 12 দিন ব্যাপী সামুদ্রিক অনুশীলন 'Neptune Strike 22' এর আয়োজন করতে চলেছে NATO সদস্য দেশ সমূহ 
☯ 8. উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক 'প্লাটিনা ফিক্সড ডিপোজিট' স্কিম লঞ্চ করলো 
☯ 9. 20 তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম উৎসবে ভারতের Koozhangal 'শ্রেষ্ঠ সিনেমা' এর সম্মান পেলো 
☯ 10. জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী Shinzo Abe কে 'নেতাজি আওয়ার্ড 2022' সম্মানে সম্মানিত করা হলো