দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 06/01/2022, 07/01/2022, 08/01/2022, 09/01/2022 ও 10/01/2022

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 06/01/2022, 07/01/2022, 08/01/2022, 09/01/2022 ও 10/01/2022


****************************


06/01/2022
■ 1. ভারতীয় বংশোদ্ভূত ক্যাপ্টেন হারপ্রিত চন্ডি দক্ষিন মেরুতে সফল ভাবে পৌছে ইতিহাস গড়লেন 
■ 2. কেরালা হাইকোর্ট দেশের মধ্যে প্রথম কাগজবিহীন কোর্টে পরিনত হলো 
■ 3. পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সমাজ কর্মী Sindhutai Sapkal যিনি ‘Mother of Orphans’ নামে অধিক পরিচিত ছিলেন সম্প্রতি প্রয়াত হলেন  
■ 4. তেলেঙ্গানার হায়দ্রাবাদে আন্তর্জাতিক যোগা একাডেমির শিলান্যাস করলেন আয়ুষ মন্ত্রী সর্বনন্দ সনোয়াল 
■ 5. $500 মিলিয়ন অর্থের বিনিময়ে ইজরায়েলি সাইবার সিকিউরিটি স্টার্টআপ Siemplify এর মালিকানা কিনে নিল গুগল 
■ 6. ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট পদে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ডিপ্লোম্যাট অতুল কেশ্যপ কে নিযুক্ত করা হলো 
■ 7. ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার ডিরেক্টর-জেনারেল পদে জি অশোক কুমার কে নিযুক্ত করা হলো 
■ 8. নিউমেরোলজির উপর 2022 গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড জিতলেন জে সি চৌধুরী 
■ 9. সায়েন্স এন্ড টেকনোলজি মন্ত্রী জিতেন্দ্র সিং জাতীয় বিজ্ঞান দিবস 2022 এর থিম লঞ্চ করলেন যেটি হলো ‘Integrated Approach in Science and Technology for Sustainable Future’
■ 10. ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটি (NTCA) এর 19 তম মিটিং এর সভাপতিত্ব করলেন ভূপেন্দর যাদব

07/01/2022
★ 1. ব্যাংক অফ বরোদার ব্র্যান্ড এন্ডোরসার পদে শেফালী ভার্মা কে নিযুক্ত করা হলো
★ 2. গুজরাট মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল স্টুডেন্ট স্টার্ট-আপস এন্ড ইনোভেশন পলিসি 2.0 লঞ্চ করলেন 
★ 3. সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) এর সেক্রেটারি-জেনারেল পদের দায়িত্ব নিলেন চীনা ডিপ্লোম্যাট Zhang Ming
★ 4. আন্তর্জাতিক সোলার এলায়েন্স এর 102 তম সদস্য হিসেবে যুক্ত হলো এন্টিগুয়া এন্ড বার্বুডা
★ 5. পশ্চিম প্রশান্ত মহাসাগরে অনুষ্ঠিত বহুদেশীয় Sea Dragon 2022 অনুশীলনে ভারত অংশগ্রহণ করলো 
★ 6. রাজনৈতিক সাংবাদিক জয়ন্ত ঘোষাল নতুন একটি বই লিখলেন যেটির শিরোনাম 'Mamata Beyond 2021', বইটি অনুবাদ করেছেন অরুণাভ সিনহা
★ 7. UiPath Automation এক্সেলেন্স আওয়ার্ড 2021 জিতলো সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক 
★ 8. কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট এন্ড প্রাইসেস (CACP) এর চেয়ারম্যান পদে বিজয় পল শর্মা কে পুনরায় নিযুক্ত করা হলো 
★ 9. PM POSHAN স্কিম কে আরো বেশি করে কার্যকর করতে UN এর ভারতীয় শাখা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, The Akshaya Patra Foundation এর সাথে জোটবদ্ধ হলো
★ 10. ব্যাঙ্গালুরুর কুইক কমার্স প্লেয়ার Dunzo এর 25.8% মালিকানা কেনার জন্য রিলায়েন্স সংস্থা $200 মিলিয়ন অর্থ বিনিয়োগ করলো

08/01/2022
➤ 1. ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড 2020 তে শ্রেষ্ঠ রাজ্যের তকমা পেলো উত্তরপ্রদেশ, দ্বিতীয়স্থানে রাজস্থান এবং তৃতীয়স্থানে তামিলনাডু 
➤ 2. OPEC সংস্থার নতুন সেক্রেটারি-জেনারেল পদে কুয়েত অয়েল এক্সিকিউটিভ Haitham Al Ghais কে নিযুক্ত করা হলো 
➤ 3. ওমিক্রন নির্ধারণে ভারতের তৈরী টেস্ট-কিট ‘OmiSure’ এর মান্যতা দিলো ICMR 
➤ 4. ই-গভার্ন্যান্স 2020–21 এর 24 তম কনফারেন্সের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, থিম – ‘India’s Techade: Digital Governance in a Post Pandemic World’
➤ 5. অস্কার পুরস্কার বিজেতা প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা Sidney Poitier প্রয়াত হলেন 
➤ 6. খাদি এন্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন (KVIC) চেয়ারম্যান বিনয় কুমার সাক্সেনা গাজিয়াবাদে দেশের প্রথম ‘Mobile Honey Processing Van’ লঞ্চ করলেন 
➤ 7. তেলেঙ্গানার হায়দ্রাবাদে ভারতের প্রথম ওপেন রক মিউজিয়ামের উদ্বোধন করলেন সায়েন্স এন্ড টেকনোলজি মন্ত্রী জিতেন্দ্র সিং 
➤ 8. পাকিস্তান সুপ্রিম কোর্ট এর প্রথম মহিলা বিচারপতি পদে আয়েশা মালিক কে নিযুক্ত করা হতে চলেছে 
➤ 9. জানুয়ারির 10 থেকে 16 তারিখ পর্যন্ত Startup India Innovation সপ্তাহ পালন করতে চলেছে DPIIT এবং মিনিস্ট্রি অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি
➤ 10. 2022 অর্থবর্ষের জন্য Ind-Ra সংস্থা ভারতের জিডিপি 9.3% নির্ধারণ করলো

09/01/2022
❖ 1. প্রখ্যাত সাংবাদিক ধীরেন্দ্র কে ঝা নতুন একটি বই লিখলেন যেটির শিরোনাম 'Gandhi's Assassin: The Making of Nathuram Godse and His Idea of India'
❖ 2. UN সিকিউরিটি কাউন্সিল কাউন্টার-টেরোরিজম কমিটি ফর 2022 এর সভাপতি পদে টি এস তিরুমুর্তি কে নিযুক্ত করা হলো
❖ 3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25 তম ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভাল হোস্ট করার দায়িত্ব দিলো পুদুচেরী কে, জানুয়ারির 12 থেকে 16 তারিখ পর্যন্ত এটি অনুষ্ঠিত হবে
❖ 4. শক্তি মন্ত্রী রাজ কুমার সিং অটোমেটিক জেনারেশন কন্ট্রোল কে দেশের জন্য উৎসর্গ করলেন
❖ 5. অলিম্পিকে তিনবার গোল্ড মেডেল বিজয়ী ট্রিপল জাম্প চ্যাম্পিয়ন Viktor Danilovich Saneyev প্রয়াত হলেন 
❖ 6. বঙ্গোপ্রসাগরে বৃহৎ পরিমানে প্রাকৃতিক গ্যাস হাইড্রেট সঞ্চয়ের হদিশ পেলো বাংলাদেশ 
❖ 7. ভারতীয় রিজার্ভ ব্যাংক অনুপ বাগচী কে ICICI ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে পুনরায় নিযুক্ত করলো 
❖ 8. ইনসলভেন্সি এন্ড ব্যাংকরাপ্টসি বোর্ড অফ ইন্ডিয়া (IBBI) এর চেয়ারপার্সন পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো নাভরাং সাইনি কে
❖ 9. রাজ্যে $100 মিলিয়ন বিনিয়োগের জন্য Century Financial এর সাথে চুক্তিবদ্ধ হলো জম্মু-কাশ্মীর সরকার 
❖ 10. ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন আয়োজিত ভারতের বৃহত্তম স্কিল কম্পিটিশন 'IndiaSkills 2021' নতুন দিল্লীতে শুরু হলো

10/01/2022
🎯 1. সম্প্রতি সিকিম রাজ্য জুড়ে Lasoong উত্সব পালিত হলো 
🎯 2. প্রতিবছর 10 ই জানুয়ারী বিশ্ব হিন্দি দিবস পালিত হয়, এছাড়া গত 9 ই জানুয়ারী প্রবাসী ভারতীয় দিবস পালিত হলো 
🎯 3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঞ্জাব ভ্রমনের সময় সিকিউরিটি সংক্রান্ত সমস্যা খতিয়ে দেখতে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স একটি কমিটি গঠন করলো, যেটির প্রধান হলেন সুধীর কুমার সাক্সেনা 
🎯 4. প্রতিবছর 26 শে ডিসেম্বর দিনটি কে বীর বাল দিবস পালনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
🎯 5. ন্যাশনাল স্টাটিস্টিকাল অফিস (NSO) 2022 অর্থবর্ষে ভারতের জিডিপি 9.2% নির্ধারণ করলো 
🎯 6. এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক (AIIB) এর ভাইস-প্রেসিডেন্ট পদে প্রাক্তন RBI গভর্নর উর্জিত প্যাটেল কে নিযুক্ত করা হলো 
🎯 7. টেনিসে এডিলেড আন্তর্জাতিক খেতাব জিতলেন ভারতের রোহান বোপান্না এবং রামকুমার রমানাথন জুটি 
🎯 8. স্পেন কে ফাইনালে হারিয়ে প্রথমবার ATP কাপ জিতলো কানাডা 
🎯 9. আগামী 14 ই জানুয়ারী মকর সংক্রান্তির দিনে মিনিস্ট্রি অফ আয়ুষ গ্লোবাল সূর্য নমস্কার ডেমনস্ট্রেশন প্রোগ্রামের আয়োজন করতে চলেছে 
🎯 10. ফ্রান্সে NIMAS আয়োজিত ভারতের প্রথম মাল্টি-ডাইমেনশনাল এডভেঞ্চার  স্পোর্টস এক্সপিডিশন এর শুভ সুচনা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং