দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 15/10/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 15/10/2021
****************************
★ 1. ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিত সামরিক অনুশীলন ‘Ex Yudh Abhyas 2021’ এর 17 তম সংস্করণ মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা কে শুরু হলো
★ 2. মাইক্রোসফট CEO সত্য নাদেল্লা সহ মাইক্রোসফট টিম সি কে প্রল্লাদ অ্যাওয়ার্ড 2021 জিতলো
★ 3. প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে রীতেশ চৌহান কে নিযুক্ত করা হলো
★ 4. হসপিটালিটি ফার্ম OYO পদক জয়ী প্যারালিম্পিয়ান দীপা মালিক কে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পদে নিযুক্ত করলো
★ 5. ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান পদে সজ্জন জিন্দাল কে নিযুক্ত করা হলো
★ 6. ভারতের প্রথম অটল কমিউনিটি ইনোভেশন সেন্টার জয়পুরের বিবেকানন্দ গ্লোবাল ইউনিভার্সিটি তে উদ্বোধন করা হলো
★ 7. পুরুষ এবং মহিলা উভয় ক্রিকেট মিলিয়ে একদিবসীয় ক্রিকেটে কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে সেঞ্চুরি করলো আয়ারল্যান্ডের Amy Hunter
★ 8. প্রতিবছর ভারতের মিসাইল ম্যান প্রাক্তন রাষ্ট্রপতি ড: এপিজে আব্দুল কালাম এর জন্মবার্ষিকী উপলক্ষে 15 ই অক্টোবর বিশ্ব ছাত্র দিবস পালন করা হয়, এবছরের থিম – Learning for people, planet, prosperity and peace
★ 9. গ্লোবাল হাঙ্গার ইনডেক্স 2021 অনুযায়ী ভারত 101 তম স্থান অধিকার করলো, প্রথম স্থানে রয়েছে তিনটি দেশ চীন, কুয়েত এবং ব্রাজিল
★ 10. ক্রস-বর্ডার ট্রেন পরিষেবা বাড়াতে ভারত এবং নেপাল দুটি চুক্তি স্বাক্ষর করলো