দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 17 /10/2021 **************************** ❖ 1. আইপিএল এর 14 তম সংস্করণ জিতলো চেন্নাই সুপার কিংস, সর্বোচ্চ রান (অরেঞ্জ ক্যাপ বিজেতা) – ঋতুরাজ গাইকওয়াড়, সর্বোচ্চ উইকেট (পার্পেল ক্যাপ বিজেতা) – হার্শাল প্যাটেল ❖ 2. জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমে ক্লাইমেট ইনফরমেশন ইন্টিগ্রেট করতে ক্লাইমেট রিসিলিয়েনস ইনফরমেশন সিস্টেম এবং প্লানিং (CRISP-M) টুল লঞ্চ করলেন রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রী শ্রী গিরিরাজ সিং ❖ 3. ডিপার্টমেন্ট অফ বায়োলজি দেশের প্রথম ‘One Health’ কনসর্টিয়াম লঞ্চ করলো ❖ 4. সশস্ত্র সেনাবাহিনীতে মহিলাদের ভূমিকার উপর প্রথম SCO সেমিনারের আয়োজন করলো ভারত ❖ 5. গুজরাট হাইকোর্টের মুখ্য বিচারপতি পদের দায়িত্ব নিলেন বিচারপতি অরবিন্দ কুমার ❖ 6. ইন্ডিয়া ডিজিটাল ট্রেড ফ্যাসিলিটেশন ফোরাম লঞ্চ করার জন্য PayPal, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (IIFT) এর সাথে চুক্তিস্বাক্ষর করলো ❖ 7. মেঘালয়ার James Sangma এর ‘Vegan Leather’ ইনিশিয়েটিভ এর জন্য 2021 PETA ইন্ডিয়া অ্যাওয়ার্ড এ...