দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 26/08/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 26/08/2021
****************
1. ভারত এবং কোন দেশের মধ্যে সামরিক অনুশীলন 'KAZIND-21' এর পঞ্চম সংস্করণ সম্পন্ন হতে চলেছে ?
Ans : কাজাখস্তান
❖ আগস্টের 30 থেকে সেপ্টেম্বর এর 11 তারিখ পর্যন্ত চলবে এটি
❖ কাজাখস্তান রাজধানী - নুরসুলতান
কারেন্সি - কাজাখস্তানি টেঞ্জ
2. 11তম BRICS NSA এর ভার্চুয়াল মিটিং এর সভাপতিত্ব করলেন কে ?
Ans : অজিত দোভাল
❖ তিনি ভারতের সিকিউরিটি এডভাইজার পদে কর্মরত
❖ 2021 BRICS সামিট এর সভাপতিত্ব করছে ভারত
3. ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) ICICI ব্যাংকের MD এবং CEO পদে কাকে পুনরায় নিযুক্ত করলো ?
Ans : সন্দীপ বক্সী
❖ তিনি 2023 পর্যন্ত এই পদে কর্মরত থাকবেন
❖ ICICI HQ - মুম্বাই, মহারাষ্ট্র
❖ ট্যাগলাইন - Hum Hai na, Khayal Apka
4. আরো বেশি করে খোলা জায়গায় শৌচাগার মুক্ত গ্রাম তৈরি করতে জল শক্তি মন্ত্রক সম্প্রতি কোন ক্যাম্পেইন লঞ্চ করলো ?
Ans : 'SUJALAM'
❖ এটি একটি 100 দিনের ক্যাম্পেইন
❖ এই ক্যাম্পেইন এর মূল উদ্দেশ্য সকপিট তৈরি করা, বেশি করে বাড়ি বাড়ি টয়লেট তৈরি করা
5. ওহমিয়াম ইন্টারন্যাশনাল দেশের মধ্যে প্রথম কোথায় গ্রিন হাইড্রোজেন ইলেক্ট্রলাইজার উৎপাদন কেন্দ্র গড়ে তুললো ?
Ans : বেঙ্গালুরু, কর্ণাটক
❖ ওহিয়াম ইন্টারন্যাশনাল একটি US ভিত্তিক সংস্থা
❖ এটির বর্তমান ক্যাপাসিটি 500 মেগা ওয়াট প্রতি বছর
6. মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি সম্প্রতি কোন প্রোগ্রাম লঞ্চ করলো ?
Ans : SAMRIDH
❖ SAMRIDH এর পুরো কথা Start-up Accelerators of MeitY for Product Innovation Development and growth
❖ MeitY মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এটি লঞ্চ করলেন
7. পৃথিবীর বৃহত্তম এবং উচ্চতম অবজারভেশন হুইল 'Ain Dubai' কোন দেশে গড়ে উঠলো ?
Ans : সংযুক্ত আরব-আমিরশাহী (UAE)
❖ এটির উচ্চতা 250 মিটার
❖ লাস ভেগাস এ অবস্থিত দ্বিতীয় উচ্চতম হইল টির উচ্চতা 167.6 মিটার
8. প্রখ্যাত ব্যক্তিত্ব ঋতু মেনন নতুন একটি প্রকাশ করলেন যার শিরোনাম -
Ans : 'Address Book : A Publishing Memoir in the time of COVID'
❖ ঋতু মেনন মেয়েদের জন্য Kali গঠন করেছেন , এছাড়া Women Unlimited এরও প্রতিষ্ঠাতা
❖ লকডাউনে নিজের লেখা ডায়েরির উপর ভিত্তি করে তিনি এই বইটি প্রকাশ করলেন
9. আসাম মাইক্রো ফাইন্যান্স ইনসেন্টিভ এন্ড রিলিফ স্কিম(AMFIRS) বাস্তবায়নের জন্য আসাম সরকার কোন সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করলো ?
Ans : মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন নেটওয়ার্ক (MFIN)
❖ আসাম রাজধানী - দিসপুর
❖ মুখ্যমন্ত্রী - হেমন্ত বিশ্ব শর্মা
❖ রাজ্যপাল - জগদীশ মুখী
10. পশ্চিম ফিলিপিন্স সাগরে ভারত এবং কোন দেশের মধ্যে 'মেরিটাইম পার্টনারশিপ এক্সসারসাইজ' নামক নৌ-অনুশীলন সম্পন্ন হলো ?
Ans : ফিলিপিন্স
❖ ফিলিপিন্স রাজধানী - ম্যানিলা
❖ কারেন্সি - পেশো
Daily One - Liner Current Affairs
❖ 1. ভারত এবং কাজাখস্তানের মধ্যে আগস্টের 30 থেকে সেপ্টেম্বর এর 11 তারিখ পর্যন্ত সামরিক অনুশীলন 'KAZIND-21' এর পঞ্চম সংস্করণ সম্পন্ন হতে চলেছে
❖ 2. 11তম BRICS NSA এর ভার্চুয়াল মিটিং এর সভাপতিত্ব করলেন ভারতের সিকিউরিটি এডভাইজার অজিত দোভাল
❖ 3. ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) ICICI ব্যাংকের MD এবং CEO পদে সন্দীপ বক্সী কে পুনরায় নিযুক্ত করলো
❖ 4. আরো বেশি করে খোলা জায়গায় শৌচাগার মুক্ত গ্রাম তৈরি করতে জল শক্তি মন্ত্রক সম্প্রতি 100 দিনের ক্যাম্পেইন 'SUJALAM' লঞ্চ করলো
❖ 5. ওহমিয়াম ইন্টারন্যাশনাল দেশের মধ্যে প্রথম কর্ণাটকের বেঙ্গালুরু তে গ্রিন হাইড্রোজেন ইলেক্ট্রলাইজার উৎপাদন কেন্দ্র গড়ে তুললো
❖ 6. মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি সম্প্রতি 'SAMRIDH ( Start-up Accelerators of MeitY for Product Innovation Development and growth )' প্রোগ্রাম লঞ্চ করলো
❖ 7. পৃথিবীর বৃহত্তম এবং উচ্চতম অবজারভেশন হুইল 'Ain Dubai' সংযুক্ত আরব-আমিরশাহীর (UAE) দুবাই তে গড়ে উঠলো, এটির উচ্চতা 250 মিটার
❖ 8. প্রখ্যাত ব্যক্তিত্ব ঋতু মেনন নতুন একটি প্রকাশ করলেন যার শিরোনাম - 'Address Book : A Publishing Memoir in the time of COVID'
❖ 9. আসাম মাইক্রো ফাইন্যান্স ইনসেন্টিভ এন্ড রিলিফ স্কিম(AMFIRS) বাস্তবায়নের জন্য আসাম সরকার মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন নেটওয়ার্ক (MFIN) সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করলো
❖ 10. পশ্চিম ফিলিপিন্স সাগরে ভারত এবং ফিলিপিন্স নৌবাহিনীর মধ্যে 'মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজ' নামক নৌ-অনুশীলন সম্পন্ন হলো