দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 25/08/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 25/08/2021


****************


1. 2021 গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইনডেক্স এ ভারত কততম স্থান অধিকার করলো ?

Ans : দ্বিতীয় 

☛ এই তালিকার প্রথম স্থানে আমেরিকা যুক্তরাষ্ট্র
☛ 47 টি দেশের মধ্যে এই তালিকা প্রকাশ করা হলো 


2. টোকিও প্যারা অলিম্পিক 2021 এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা কে বহন করতে চলেছেন ? 

Ans : টেকচাঁদ

☛ মারুয়াপ্পান থাঙ্গাভেলু কোভিড পজিটিভ হয়ে পড়ায়, তার জায়গায় টেকচাঁদ এই দায়িত্ব পালন করবে 
☛ তিনি এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয়ী


3. সম্প্রতি কোন ব্রিটিশ কমেডিয়ান সম্প্রতি প্রয়াত হলেন ?

Ans : Sean Lock 

☛ তিনি বহু কমেডি শো তে অংশগ্রহণ করেছেন 
☛ এছাড়া তিনি ব্রিটিশ কমেডি আওয়ার্ড ও জিতেছেন 
☛ এছাড়া প্রাক্তন জাতীয় ফুটবল কোচ এস এস হাকিম প্রয়াত হলেন


4. কর্ণাটক রাজ্য সরকার কাকে শ্রী বাসব আন্তর্জাতিক আওয়ার্ড এ সম্মানিত করতে চলেছে ?

Ans : Sri Basavalinga Pattaddevaru

☛ রাজধানী - বেঙ্গালুরু
☛ মুখ্যমন্ত্রী - Basavaraj S Bommai
☛ রাজ্যপাল - Thawarchand Gehlot 


5. ওয়ার্ল্ড এথলেটিক্স U20 চ্যাম্পিয়নশিপ এ কোন ক্রীড়াবিদ মহিলাদের লং জাম্পে সিলভার মেডেল জিতলেন ?

Ans : শাইলি সিং 

☛ সুইডেনের Maja Askag গোল্ড মেডেল জিতলেন এই ইভেন্টে 
☛ এর আগে 4×400m রালি তে ভারতীয় দল ব্রোঞ্জ জিতেছে 


6. সম্প্রতি কোন রাজ্যে ঐতিহ্যবাহী উপজাতি উৎসব ওয়াংচুয়া (Wanchuwa) 2021 পালিত হলো ?

Ans : আসাম 

☛ রাজধানী - দিসপুর
☛ মুখ্যমন্ত্রী - হেমন্ত বিশ্ব শর্মা
☛ রাজ্যপাল - জগদীশ মুখী


7. ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রকাশিত Safe Cities Index 2021 এ কোন শহর প্রথম স্থান অধিকার করলো ? 

Ans : কোপেনহেগেন 

☛ ভারতের শহরগুলির মধ্যে শীর্ষে রয়েছে নতুন দিল্লি (48 তম), মুম্বাই (50 তম)
☛ এই তালিকার দ্বিতীয় স্থানে টরন্টো, তৃতীয় স্থানে সিঙ্গাপুর


8. তালিবান শাসন জারি হওয়া আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য বিদেশ মন্ত্রক কোন মিশন লঞ্চ করলো ? 

Ans : অপারেশন দেবী শক্তি

☛ ইতিমধ্যেই এই উদ্ধারকার্য শুরু হয়ে গেছে, 800 জনের বেশি নাগরিক কে দেশে ফিরিয়ে আনা হয়েছে 
☛ বিদেশ মন্ত্রকের দায়িত্বে আছেন - এস জয়শঙ্কর 


9. মিনিস্ট্রি অফ কো-অপারেশনের জয়েন্ট সেক্রেটারি পদে কাকে নিযুক্ত করা হলো ?

Ans : অভয় কুমার সিং 

☛ এই মন্ত্রকের প্রধান দায়িত্বে রয়েছেন অমিত শাহ 
☛ কেন্দ্রীয় মন্ত্রী মণ্ডলী এই নিয়োগটি সম্পন্ন করলো 


10. Vishram Bedekar নতুন একটি বই লিখলেন যার শিরোনাম - 

Ans : 'Battlefield'

☛ মারাঠি বই থেকে এটি অনুবাদ করা হয়েছে 
☛ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে একটি রোমান্টিক সম্পর্কের উপর বইটি লেখা হয়েছে 




















Daily One - Liner Current Affairs



☛ 1. 2021 গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইনডেক্স এ ভারত দ্বিতীয় স্থান অধিকার করলো, শীর্ষে চীন 

 2. টোকিও প্যারা অলিম্পিক 2021 এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করতে চলেছেন এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয়ী টেকচাঁদ

☛ 3. সম্প্রতি প্রসিদ্ধ ব্রিটিশ কমেডিয়ান Sean Lock প্রয়াত হলেন, এছাড়া প্রাক্তন জাতীয় ফুটবল কোচ এস এস হাকিম প্রয়াত হলেন

☛ 4. কর্ণাটক রাজ্য সরকার Sri Basavalinga Pattaddevaru কে শ্রী বাসব আন্তর্জাতিক আওয়ার্ড এ সম্মানিত করতে চলেছে

☛ 5. ওয়ার্ল্ড এথলেটিক্স U20 চ্যাম্পিয়নশিপ এ ভারতের শাইলি সিং মহিলাদের লং জাম্পে সিলভার মেডেল জিতলেন

☛ 6. সম্প্রতি আসামে ঐতিহ্যবাহী উপজাতি উৎসব ওয়াংচুয়া (Wanchuwa) 2021 পালিত হলো

☛ 7. ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রকাশিত Safe Cities Index 2021 এ কোপেনহেগেন শহর প্রথম স্থান অধিকার করলো, ভারতের দিল্লী 48 তম এবং মুম্বাই 50 তম স্থান পেয়েছে 

☛ 8. তালিবান শাসন জারি হওয়া আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য বিদেশ মন্ত্রক 'অপারেশন দেবী শক্তি' মিশন লঞ্চ করলো

☛ 9. মিনিস্ট্রি অফ কো-অপারেশনের জয়েন্ট সেক্রেটারি পদে অভয় কুমার সিং কে নিযুক্ত করা হলো

☛ 10. Vishram Bedekar নতুন একটি বই লিখলেন যার শিরোনাম - 'Battlefield'