দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 24/08/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 24/08/2021
****************
1. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইমপ্যাক্ট সামিট 2021 কোথায় সম্পন্ন হবে ?
Ans : জেনেভা, সুইজারল্যান্ড
➤ এটি 20 - 23 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে
➤ এই বছরের থিম - Shaping an Equitable, Inclusive and Sustainable Recovery
2. বরিয়া মজুমদার এবং কুষান সরকার নতুন একটি বই লিখলেন যার শিরোনাম -
Ans : 'Mission Domination : An Unfinished Quest'
➤ বিভিন্ন ক্রিকেটারের এর উপর ছোট গল্প দিয়ে সাজানো হয়েছে এই বইটি
➤ Simon & Schuster Publishers India Private লিমিটেড এটির প্রকাশনা করেছে
3. নতুন MGNREGA অ্যাসেটস পরিকল্পনার জন্য কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কোন পোর্টরাল লঞ্চ করলেন ?
Ans : 'Yuktdhara'
➤ সায়েন্স এবং টেকনোলজি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এটি লঞ্চ করলেন
➤ এটি তৈরি করেছে ISRO এবং মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট
4. হাইড্রোজেন ব্রেকথ্রু আয়রনমেকিং টেকনোলজি ব্যবহার করে বিশ্বের প্রথম জীবাশ্ম-মুক্ত স্টিল কোথায় তৈরি হলো ?
Ans : সুইডেন
➤ HYBRIT স্টিল ভেঞ্চার এটি তৈরি করলো
➤ সুইডেন রাজধানী - স্টকহোম
➤ কারেন্সি - ক্রোনা
5. পার্সিয়ান উপসাগরে ভারত এবং কোন দেশের নৌবাহিনীর মধ্যে 'Zair-Al-Bahr' নামক নৌ-অনুশীলনের দ্বিতীয় সংস্করণ সম্পন্ন হলো ?
Ans : কাতার
➤ কাতার রাজধানী - দোহা
➤ কারেন্সি - কাতারি রিয়াল
6. MyGov এবং UN Women জোটবদ্ধ হয়ে কোন চ্যালেঞ্জ লঞ্চ করতে চলেছে ?
Ans : অমৃত মহোৎসব শ্রী শক্তি চ্যালেঞ্জ 2021
➤ নারি ক্ষমতায়ন প্রমোট করার জন্য এই পদক্ষেপ
➤ MyGov হলো ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের একটি অংশ
7. দেশীয় পদ্ধতিতে দেশের প্রথম মোটর চালিত হুইলচেয়ার 'NeoBolt' তৈরি করলো কোন আইআইটি ?
Ans : আইআইটি মাদ্রাস
➤ এটির সর্বোচ্চ গতিবেগ 25 কিমি/ঘন্টা
➤ এটির বাজার দর 55000 টাকা
8. পেমেন্ট গেটওয়ের কমপ্রিহেনসিভ সলিউশন গড়ে তোলার জন্য HDFC ব্যাংক কোন অনলাইন পেমেন্ট প্লাটফর্মের সাথে চুক্তিবদ্ধ হলো ?
Ans : Paytm
➤ Paytm HQ - নয়ডা, উত্তর প্রদেশ
➤ Paytm CEO - বিজয় শেখর শৰ্মা
➤ প্রতিষ্ঠা - 2009
9. বিশ্ব জল সপ্তাহ কবে পালন করা হচ্ছে ?
Ans : 23 - 27 শে আগস্ট
➤ এ বছরের থিম - Building Resilience Faster
➤ 1991 থেকে এটি পালিত হয়ে আসছে
10. কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে La Ganesan কে নিযুক্ত করা হলো ?
Ans : মনিপুর
➤ এর আগে এই পদে ছিলেন Najma Heptulla
➤ এর আগে এই পদে ছিলেন নাজমা হেলতুল্লা, এবং রাজ্যের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন সিকিমের রাজ্যপাল গঙ্গা প্রসাদ
➤ রাজ্যের মুখ্যমন্ত্রী - এন বীরেন সিং
Daily One - Liner Current Affairs
➤ 1. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইমপ্যাক্ট সামিট 2021 সুইজারল্যান্ডের জেনেভা তে 20 - 23 শে সেপ্টেম্বর সম্পন্ন হবে, এই বছরের থিম - Shaping an Equitable, Inclusive and Sustainable Recovery
➤ 2. বরিয়া মজুমদার এবং কুশান সরকার নতুন একটি বই লিখলেন যার শিরোনাম - 'Mission Domination : An Unfinished Quest'
➤ 3. নতুন MGNREGA অ্যাসেটস পরিকল্পনার জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং 'Yuktdhara' পোর্টরাল লঞ্চ করলেন
➤ 4. হাইড্রোজেন ব্রেকথ্রু আয়রনমেকিং টেকনোলজি ব্যবহার করে বিশ্বের প্রথম জীবাশ্ম-মুক্ত স্টিল তৈরি করলো সুইডেন
➤ 5. পার্সিয়ান উপসাগরে ভারত এবং কাতার নৌবাহিনীর মধ্যে 'Zair-Al-Bahr' নামক নৌ-অনুশীলনের দ্বিতীয় সংস্করণ সম্পন্ন হলো
➤ 6. MyGov এবং UN Women জোটবদ্ধ হয়ে অমৃত মহোৎসব শ্রী শক্তি চ্যালেঞ্জ 2021 লঞ্চ করতে চলেছে
➤ 7. দেশীয় পদ্ধতিতে দেশের প্রথম মোটর চালিত হুইলচেয়ার 'NeoBolt' তৈরি করলো আইআইটি মাদ্রাস
➤ 8. পেমেন্ট গেটওয়ের কমপ্রিহেনসিভ সলিউশন গড়ে তোলার জন্য HDFC ব্যাংক অনলাইন পেমেন্ট প্লাটফর্ম Paytm এর সাথে চুক্তিবদ্ধ হলো
➤ 9. এ বছর বিশ্ব জল সপ্তাহ 23 - 27 শে আগস্ট পালন করা হচ্ছে, এ বছরের থিম - Building Resilience Faster
➤ 10. মনিপুর রাজ্যের রাজ্যপাল হিসেবে La Ganesan কে নিযুক্ত করা হলো, রাজ্যের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন সিকিমের রাজ্যপাল গঙ্গা প্রসাদ