দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 23/08/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 23/08/2021
****************
1. সম্প্রতি কোন রাজ্যের 'Onam' উৎসব সারা বিশ্ব জুড়ে পালন শুরু হলো ?
Ans : কেরল
➥ এটি কেরালার সবথেকে পালিত উৎসব, মালেয়ালি সম্প্রদায় কতৃক এটি পালিত হয়
➥ কেরল রাজধানী - থিরুবনান্তপুরম
➥ মুখ্যমন্ত্রী - পিনারায়ী ভিজয়ান
➥ রাজ্যপাল - আরিফ মহম্মদ খান
2. সম্প্রতি কোন মন্ত্রক 'Ubharte Sitare Fund' লঞ্চ করলো ?
Ans : অর্থ মন্ত্রক
➥ উত্তর প্রদেশের লাখনৌ তে এটি লঞ্চ করা হলো
➥ Exim ব্যাংক এবং SIDBI মিলিত ভাবে এই ফান্ড তৈরি করলো
➥ ভারতের অর্থমন্ত্রী - নির্মলা সীতারামন
3. হরিয়ানা মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার কোন এয়ারপোর্টের নাম পরিবর্তন করে 'মহারাজা আগ্রাসেন আন্তর্জাতিক এয়ারপোর্ট' রাখলেন ?
Ans : হিসার এয়ারপোর্ট
➥ রাজধানী - চন্ডীগড়
➥ রাজ্যপাল - বান্দারু দত্তত্রয়া
4. ভারতের উচ্চতম হার্বাল পার্ক কোথায় উদ্বোধন করা হলো ?
Ans : উত্তরাখন্ড
➥ উত্তরাখণ্ডের চামলি জেলার মান্না গ্রামে এটির উদ্বোধন করা হলো
➥ উত্তরাখন্ড রাজধানী - দেরাদুন, গাইরসাইন
➥ মুখ্যমন্ত্রী - পুস্কর সিং ধামি
➥ রাজ্যপাল - বেবি রানী মৌর্য
5. NTPC কোন রাজ্যে দেশের বৃহত্তম ভাসমান সোলার PV প্রজেক্ট তৈরি করলো ?
Ans : বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ
➥ অন্ধ্রপ্রদেশ রাজধানী - অমরাবতী
➥ মুখ্যমন্ত্রী - Y S Jagmohan Reddy
➥ রাজ্যপাল - বিশ্ব ভূষণ হরিচন্দন
➥ NTPC HQ - নতুন দিল্লী
6. ডিজিটাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ আমব্রেলা প্রোগ্রামের এসোসিয়েটেড ফান্ড হিসেবে কোন আন্তর্জাতিক সংস্থা 'সাইবারসিকিউরিটি মাল্টি-ডোনার ট্রাস্ট ফান্ড' লঞ্চ করলো ?
Ans : ওয়ার্ল্ড ব্যাংক
➥ ওয়ার্ল্ড ব্যাংক HQ - ওয়াশিংটন ডিসি
➥ প্রেসিডেন্ট - ডেভিড মালপাস
7. কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং প্রয়াত হলেন ?
Ans : উত্তর প্রদেশ
➥ রাজধানী - লখনৌউ
➥ মুখ্যমন্ত্রী - যোগী আদিত্যনাথ
➥ রাজ্যপাল - আনন্দীবেন প্যাটেল
8. গ্রাহক পরিষেবা স্বার্থে কোন সংস্থা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক 'Urja' নামক চ্যাটবোট লঞ্চ করলো ?
Ans : ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)
➥ BPCL CEO - অরুন কুমার সিং
➥ BPCL HQ - মুম্বাই
9. এ বছর বিশ্ব সংস্কৃত দিবস বা সংস্কৃত দিবস কবে পালিত হলো ?
Ans : 22 শে আগস্ট
➥ প্রতিবছর এই দিনটি পালিত হয়
➥ প্রাচীন ভাষা সংস্কৃত এর গুরুত্ব আরোপ করতে এই দিনটি পালিত হয়
10. সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন কাকে অ্যাডভাইজারি বোর্ড ফর ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল ফ্রড (ABBFF) এর চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত করলো ?
Ans : T M Bhasin
➥ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন গঠিত - 1964
➥ HQ - নতুন দিল্লী
Daily One - Liner Current Affairs
➥ 1. সম্প্রতি কেরলের 'Onam' উৎসব সারা বিশ্ব জুড়ে উদযাপন শুরু হলো, এটি মালেয়ালি সম্প্রদায় কতৃক পালিত হয়
➥ 2. অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উত্তর প্রদেশের লাখনৌ তে 'Ubharte Sitare Fund' লঞ্চ করলেন
➥ 3. হরিয়ানা মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার হিসার এয়ারপোর্টের নাম পরিবর্তন করে 'মহারাজা আগ্রাসেন আন্তর্জাতিক এয়ারপোর্ট' রাখলেন
➥ 4. উত্তরাখণ্ডের চামলি জেলার মান্না গ্রামে ভারতের উচ্চতম হার্বাল পার্কের উদ্বোধন করা হলো
➥ 5. NTPC অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে দেশের বৃহত্তম ভাসমান সোলার PV প্রজেক্ট তৈরি করলো
➥ 6. ডিজিটাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ আমব্রেলা প্রোগ্রামের এসোসিয়েটেড ফান্ড হিসেবে ওয়ার্ল্ড ব্যাংক 'সাইবারসিকিউরিটি মাল্টি-ডোনার ট্রাস্ট ফান্ড' লঞ্চ করলো
➥ 7. উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং প্রয়াত হলেন
➥ 8. গ্রাহক পরিষেবা স্বার্থে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক 'Urja' নামক চ্যাটবোট লঞ্চ করলো
➥ 9. এ বছর বিশ্ব সংস্কৃত দিবস বা সংস্কৃত দিবস 22 শে আগস্ট পালিত হলো
➥ 10. সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন T M Bhasin কে অ্যাডভাইজারি বোর্ড ফর ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল ফ্রড (ABBFF) এর চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত করলো