দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 22/08/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 22/08/2021
****************
1. কোন রাজ্যের জন্য একটি আলাদা সিভিল সার্ভিস পরীক্ষা কেন্দ্রে গড়ে তুলতে চলেছে কেন্দ্রীয় সরকার ?
Ans : লাদাখ
❐ লাদেখের লে তে এটি গড়ে তোলা হবে
❐ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এটির ঘোষণা করেছেন
2. হাইড্রোকার্বন প্রজেক্টের উপর চর্চার জন্য কোন রাজ্য সরকার সাত জন সদস্যের একটি প্যানেল গড়ে তুললো ?
Ans : তামিলনাড়ু
❐ রাজধানী - চেন্নাই
❐ মুখ্যমন্ত্রী - MK Stalin
❐ রাজ্যপাল - বনওয়ারিলাল পুরোহিত
3. ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ (IEG) এর প্রেসিডেন্ট পদে কাকে নির্বাচিত করা হলো ?
Ans : N K Singh
❐ তিনি বর্তমানে 15 তম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান পদে কর্মরত
❐ এর আগে এই প্রেসিডেন্ট পদে ছিলেন ড: মনমোহন সিং
4. ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের (BARC) চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কাকে নিযুক্ত করা হলো ?
Ans : নকুল চোপড়া
❐ এর আগে এই পদে ছিলেন সুনীল লুল্লা
❐ BARC পৃথিবীর বৃহত্তম টেলিভিশন মেজারমেন্ট সায়েন্স ইন্ডাস্ট্রি বডি
5. ইনফরমেশন & ব্রডকাস্টিং মন্ত্রকের সেক্রেটারি পদে কাকে নিযুক্ত করা হলো ?
Ans : অপূর্ব চন্দ্র
❐ এর আগে এই পদে ছিলেন অমিত খারে
❐ অপূর্ব চন্দ্র হলেন একজন IAS অফিসার
6. 18 তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন কালচার মিনিস্টার্স মিটিং এ কোন কেন্দ্রীয় মন্ত্রী অংশগ্রহণ করলেন ?
Ans : অর্জুন রাম মেঘয়াল
❐ সংস্কৃতি প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘয়াল এটিতে অংশগ্রহণ করলেন
❐ তাজিকিস্তান এটি হোস্ট করলো
❐ SCO HQ - বেজিং , চীন
7. ভারতের প্রথম কোন অভিনেতার গলার স্বর কে আমাজনের অ্যালেক্সাতে ব্যবহৃত হতে চলেছে ?
Ans : অমিতাভ বচ্চন
❐ আমাজন এলেক্সা তে এর আগে কোনো বলিউড অভিনেতার স্বর ব্যবহার হয় নি
❐ এই ভয়েস কে যুক্ত করতে প্রথম বছরে 149 টাকা দিতে হবে গ্রাহকদের কে
8. কেনিয়ার নায়রবি তে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এথলেটিক্স U20 চ্যাম্পিয়নশিপে 4×400 মিটার মিক্সড রিলেতে ভারতীয় দল কোন পদক জিতলো ?
Ans : ব্রোঞ্জ পদক
❐ গোল্ড মেডেল জিতলো নাইজিরিয়ান দল
❐ এটি ভারতের পঞ্চম মেডেল আপাতত
9. ভারতের প্রথম দ্রোনাচার্য পুরস্কার প্রাপ্ত পিটি ঊষার কোন কোচ সম্প্রতি প্রয়াত হলেন ?
Ans : OM Nambiar
❐ 89 বছর বয়সে তিনি প্রয়াত হলেন
❐ 1985 সালে তাকে দ্রোনাচার্য সম্মানে সম্মানীত করা হয়
10. মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী পদের দায়িত্ব কে নিতে চলেছেন ?
Ans : ইসমাইল সাবরী ইয়াকুব
❐ মালয়েশিয়া রাজধানী - কুয়ালা লামপুর
❐ কারেন্সি - রিংগিত
Daily One - Liner Current Affairs
❐ 1. লাদাখের লে তে একটি আলাদা সিভিল সার্ভিস পরীক্ষা কেন্দ্র গড়ে তুলতে চলেছে কেন্দ্রীয় সরকার
❐ 2. হাইড্রোকার্বন প্রজেক্টের উপর চর্চার জন্য তামিলনাড়ু রাজ্য সরকার সাত জন সদস্যের একটি প্যানেল গড়ে তুললো
❐ 3. ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ (IEG) এর প্রেসিডেন্ট পদে ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান N K Singh কে নির্বাচিত করা হলো
❐ 4. ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের (BARC) চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নকুল চোপড়া কে নিযুক্ত করা হলো
❐ 5. ইনফরমেশন & ব্রডকাস্টিং মন্ত্রকের সেক্রেটারি পদে আইএএস অফিসার অপূর্ব চন্দ্র কে নিযুক্ত করা হলো
❐ 6. 18 তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন কালচার মিনিস্টার্স মিটিং এ সংস্কৃতি প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘয়াল অংশগ্রহণ করলেন
❐ 7. ভারতের প্রথম অভিনেতা হিসেবে অমিতাভ বচ্চনের গলার স্বর কে আমাজনের অ্যালেক্সাতে ব্যবহার করা হবে
❐ 8. কেনিয়ার নায়রবি তে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এথলেটিক্স U20 চ্যাম্পিয়নশিপের 4×400 মিটার মিক্সড রিলেতে ভারতীয় দল ব্রোঞ্জ পদক জিতলো
❐ 9. ভারতের প্রথম দ্রোনাচার্য পুরস্কার প্রাপক, পিটি ঊষার কোচ OM Nambiar সম্প্রতি প্রয়াত হলেন
❐ 10. মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিতে চলেছেন ইসমাইল সাবরী ইয়াকুব