দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 21/08/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 21/08/2021


****************



1. Hurun গ্লোবাল 500 Most Valuable কোম্পানি 2021 তালিকায় শীর্ষস্থান অধিকার করলো কোন সংস্থা ?

Ans : Apple

☯ দ্বিতীয় স্থানে মাইক্রোসফট, তৃতীয় স্থানে আমাজন 
☯ এই তালিকায় সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের


2. গুজরাটের সোমনাথে সোমনাথ এক্সিহিবিশন সেন্টার সহ অনেক গুলি প্রজেক্টের শিল্যান্যাস করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী ? 

Ans : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

☯ এছাড়া এই ভিডিও কনফারেন্সিং এ অমিত শাহ, শ্রীপদ নায়েক প্রমুখরা উপস্থিত ছিলেন 
☯ সোমনাথ মন্দির কে নতুন ভাবে নতুন রূপে সাজাতে এই প্রজেক্ট গুলো লঞ্চ করা হলো 


3. ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অফ ইন্ডিয়া (NPCI) কোন দেশে UPI লঞ্চ করার জন্য সেই দেশের Mashreq ব্যাংকের সাথে জোটবদ্ধ হলো ?

Ans : UAE 

☯ NPCI HQ - মুম্বাই 
☯ MD & CEO - দিলীপ আসবে 


4. ভারতে কোন সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থা 'স্মল বিজনেস লোন ইনিশিয়েটিভ' লঞ্চ করলো ?

Ans : ফেসবুক 

☯ অনলাইন লেন্ডিং প্লাটফর্ম Indifi এর সাথে জোটবদ্ধ হয়ে এটি লঞ্চ করলো ফেসবুক ইন্ডিয়া 
☯ ফেসবুক HQ - ক্যালিফোর্নিয়া
☯ CEO - মার্ক জুকারবার্গ 


5. ইন্ডিয়ান ব্যাংকের MD এবং CEO পদে কাকে নিযুক্ত করা হলো ?

Ans : শান্তি লাল জৈন

☯ এর আগে এই পদে ছিলেন পদ্মজা চুনদুরু 
☯ ইন্ডিয়ান ব্যাংক HQ - চেন্নাই 


6. ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন দিবস কবে পালন করা হয় ?

Ans : 21 শে আগস্ট

☯ 1990 থেকে এই দিনটি পালিত হয়ে আসছে 
☯ এছাড়াও এই দিনটি International Day of Remembrance and Tribute to the Victims of Terrorism হিসেবেও পালিত হয় 


7. সম্প্রতি কোন ব্যাংক 'Neo Collections' নামক ডিজিটাল রিপেমেন্ট প্লাটফর্ম লঞ্চ করলো ?

Ans : কোটাক মাহিন্দ্রা ব্যাংক 

☯ কোটাক মাহিন্দ্রা ব্যাংক HQ - মুম্বাই 
☯ MD & CEO - উদয় কোটাক 


8. ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন আওয়ার্ড 2021 এ সেরা সিনেমা হলো কোনটি ?

Ans : Soorarai Pottru 

☯ সেরা নায়ক - সুরিয়া, সেরা নায়িকা - বিদ্যা বালন 
☯ সেরা ডিরেক্টর - অনুরাগ বাসু, সেরা অভিনেতা (সিরিজ) - মনোজ বাজপাই, সেরা অভিনেত্রী (সিরিজ) - সামান্থা , সেরা সিরিজ - মির্জাপুর সিজন 2


9. গ্লোবাল ক্রিপ্টো এডোপশন ইনডেক্স 2021 এ ভারতের স্থান কত ?

Ans : দ্বিতীয় 

☯ প্রথম স্থানে ভিয়েতনাম 
☯ 154 টি দেশের মধ্যে ভারত দ্বিতীয় স্থান অধিকার করলো 


10. প্রাচীন ভাষা সংস্কৃতির ঐতিহ্য বজায় রাখতে এবং প্রমোট করতে ভারত কবে থেকে কবে সংস্কৃত সপ্তাহ পালন করছে ?

Ans : আগস্ট, 19 থেকে 25 পর্যন্ত

☯ প্রতিবছর এটি পালন করা হয়
☯ সংস্কৃত ভাষা কে মানুষের মধ্যে প্রচার করতেই এই পদক্ষেপ 














Daily One - Liner Current Affairs



☯ 1. Hurun গ্লোবাল 500 Most Valuable কোম্পানি 2021 তালিকায় শীর্ষস্থান অধিকার করলো Apple সংস্থা, দ্বিতীয় স্থানে মাইক্রোসফট, তৃতীয় স্থানে আমাজন

☯ 2. গুজরাটের সোমনাথে সোমনাথ এক্সিহিবিশন সেন্টার সহ অনেক গুলি প্রজেক্টের শিল্যান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

☯ 3. ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অফ ইন্ডিয়া (NPCI) UAE তে UPI লঞ্চ করার জন্য সেই দেশের Mashreq ব্যাংকের সাথে জোটবদ্ধ হলো

☯ 4. ভারতে সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থা ফেসবুক, অনলাইন লেন্ডিং প্লাটফর্ম Indifi এর সাথে জোটবদ্ধ হয়ে 'স্মল বিজনেস লোন ইনিশিয়েটিভ' লঞ্চ করলো 

☯ 5. শান্তি লাল জৈন কে ইন্ডিয়ান ব্যাংকের MD এবং CEO পদে নিযুক্ত করা হলো, এর আগে এই পদে ছিলেন পদ্মজা চুনদুরু 

☯ 6. প্রতিবছর 21 শে আগস্ট ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন দিবস পালন করা হয়, এছাড়াও এই দিনটি International Day of Remembrance and Tribute to the Victims of Terrorism হিসেবেও পালিত হয়
 
☯ 7. সম্প্রতি কোটাক মাহিন্দ্রা ব্যাংক 'Neo Collections' নামক ডিজিটাল রিপেমেন্ট প্লাটফর্ম লঞ্চ করলো

☯ 8. ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন আওয়ার্ড 2021 এ সেরা সিনেমা হলো Soorarai Pottru, সেরা নায়ক - সুরিয়া, সেরা নায়িকা - বিদ্যা বালন, সেরা ডিরেক্টর - অনুরাগ বাসু, সেরা অভিনেতা (সিরিজ) - মনোজ বাজপাই, সেরা অভিনেত্রী (সিরিজ) - সামান্থা , সেরা সিরিজ - মির্জাপুর সিজন 2

☯ 9. গ্লোবাল ক্রিপ্টো এডোপশন ইনডেক্স 2021 এ ভারতের স্থান দ্বিতীয়, শীর্ষে ভিয়েতনাম

☯ 10. প্রাচীন ভাষা সংস্কৃত এর ঐতিহ্য বজায় রাখতে এবং প্রমোট করতে ভারত আগস্ট, 19 থেকে 25 পর্যন্ত সংস্কৃত সপ্তাহ পালন করছে