দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 20/08/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 20/08/2021


****************

1. দেশের প্রথম 'Smog Tower' এর উদ্বোধন করতে চলেছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ?

Ans : অরবিন্দ কেজরিওয়াল

⦿ রাজ্যের দূষণ কমাতে এটি লঞ্চ করা হবে
⦿ দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ⦿ এটির উদ্বোধন করতে চলেছেন 
রাজ্যের লিউটেন্যান্ট গভর্নর - অনিল বাইজল 


2. রিমোট সেন্সিং স্যাটেলাইট ডেটা শেয়ারিং এর সহযোগিতার জন্য BRICS সংগঠন কোন স্পেস রিসার্চ সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করলো ?

Ans : ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)

⦿ ISRO চেয়ারম্যান - কে সিবান 
⦿ ISRO HQ - বেঙ্গালুরু 


3. FAME-1 স্কিমের অধীনে ভারতের প্রথম কোন জাতীয় সড়ক 'ইলেক্ট্রিক ভেহিকেল সহযোগী (EV Friendly)' সড়কে পরিণত হলো ?

Ans : দিল্লী-চন্ডীগড়

⦿ এটি তৈরি করেছে ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেড (BHEL)
⦿ Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles এর অধীনে এটি তৈরি হলো 


4. ভারতীয় এয়ার ফোর্সের ফাইটার এয়ার ক্রাফট এর সুরক্ষার জন্য অতিউন্নত 'চ্যাফ টেকনোলজি' তৈরি করলো কোন সংস্থা ?

Ans : ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)

⦿ DRDO চেয়ারম্যান - জি সতীশ রেড্ডি 
⦿ DRDO HQ - নতুন দিল্লী 
 

5. আইআইটি - হায়দ্রাবাদে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সেন্টার ফর রিসার্চ এন্ড ইনোভেশনের উদ্বোধন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী ? 

Ans : ধর্মেন্দ্র প্রধান 

⦿ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এটির উদ্বোধন করলেন 
⦿ জাপানের JICA এজেন্সির সাহায্যে এটি তৈরি করা হয়েছে 


6. ফরিদাবাদ স্মার্ট সিটি লিমিটেড কোন কমিক বুক আইকনিক চরিত্র কে বেছে নিলো সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিভিন্ন ইনিশিয়েটিভ প্রমোট করার জন্য ?

Ans : চাচা চৌধুরী 

⦿ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইন এ এটিকে ব্যবহার করা হবে 
⦿ ফরিদাবাদ 2016 স্মার্ট সিটি মিশনের অধীনে একটি স্মার্ট সিটি 


7. ডিফেন্স এক্সেলেন্স - ডিফেন্স ইনোভেশন অর্গানাইজেশন (iDEX-DIO) ইনিশিয়েটিভের অধীনে ডিফেন্স ইন্ডিয়া স্টার্টআপ চ্যালেঞ্জ - DISC 5.0 লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী ?

Ans : রাজনাথ সিং

⦿ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এটি লঞ্চ করলেন 
⦿ iDEX-DIO এর অধীনে এটি লঞ্চ করা হলো 


8. সম্মিলিত জাতীপুঞ্জের সাথে জোটবদ্ধ হয়ে কোন দেশ 'UNITE Aware' নামক টেক প্লাটফর্ম লঞ্চ করলো  ?

Ans : ভারত 

⦿ UN peacekeepers এর জন্য এটি লঞ্চ করা হলো 
⦿ Peacekeeping অপারাশন সেক্রেটারি-জেনারেল - Jean Pierre Lacroix 


9. অক্ষয় উর্যা দিবস (Renewable Energy Day) পালন করা হয় কোন দিন ?

Ans : 20 শে আগস্ট 

⦿ 2004 সাল থেকে এই দিনটি পালিত হয়ে আসছে 
⦿ প্রথমবার অক্ষয় উর্যা দিবস নিউ দিল্লি তে আয়োজিত হয়েছিল 
⦿ এছাড়াও এই দিনটি সদভাবনা দিবস এবং বিশ্ব মশা দিবস হিসেবেও পালিত হয়, এ বছর মশা দিবসের থিম - Reaching the Zero-malaria target


10. বেঙ্গালুরু তে রেল নেটওয়ার্ক কে বিস্তৃত করার জন্য ভারত এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে কত টাকার লোন চুক্তি হলো ?

Ans : $ 500 মিলিয়ন 

⦿ এই প্রজেক্টের অধীনে দুটি নতুন মেট্রো লাইন তৈরি করা হবে 
⦿ ADB HQ - ম্যানিলা 























Daily One - Liner Current Affairs




⦿ 1. দেশের প্রথম 'Smog Tower' এর উদ্বোধন করতে চলেছেন দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

⦿ 2. রিমোট সেন্সিং স্যাটেলাইট ডেটা শেয়ারিং এর সহযোগিতার জন্য BRICS সংগঠন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এর সাথে চুক্তি স্বাক্ষর করলো

⦿ 3. FAME-1 স্কিমের অধীনে দিল্লী-চন্ডীগড় জাতীয় সড়ক ভারতের প্রথম 'ইলেক্ট্রিক ভেহিকেল সহযোগী (EV Friendly)' সড়কে পরিণত হলো

⦿ 4. ভারতীয় এয়ার ফোর্সের ফাইটার এয়ার ক্রাফট এর সুরক্ষার জন্য অতিউন্নত 'চ্যাফ টেকনোলজি' তৈরি করলো ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)

⦿ 5. আইআইটি - হায়দ্রাবাদে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সেন্টার ফর রিসার্চ এন্ড ইনোভেশনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

⦿ 6. ফরিদাবাদ স্মার্ট সিটি লিমিটেড কমিক বইয়ের আইকনিক চরিত্র চাচা চৌধুরী কে বেছে নিলো সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিভিন্ন ইনিশিয়েটিভ প্রমোট করার জন্য

⦿ 7. ডিফেন্স এক্সেলেন্স - ডিফেন্স ইনোভেশন অর্গানাইজেশন (iDEX-DIO) ইনিশিয়েটিভের অধীনে ডিফেন্স ইন্ডিয়া স্টার্টআপ চ্যালেঞ্জ - DISC 5.0 লঞ্চ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

⦿ 8. সম্মিলিত জাতীপুঞ্জের সাথে জোটবদ্ধ হয়ে ভারত 'UNITE Aware' নামক টেক প্লাটফর্ম লঞ্চ করলো

⦿ 9. অক্ষয় উর্যা দিবস (Renewable Energy Day) পালন করা হয় 20 আগস্ট, এছাড়া এই দিনটি সদভাবনা দিবস এবং বিশ্ব মশা দিবস হিসেবেও পালিত হয়, এ বছর মশা দিবসের থিম - Reaching the Zero-malaria target

⦿ 10. বেঙ্গালুরু তে রেল নেটওয়ার্ক কে বিস্তৃত করার জন্য ভারত এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে $ 500 মিলিয়ন অর্থের লোন চুক্তি হলো