দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 17/08/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 17/08/2021
****************
1. ওয়ার্ল্ড রেকর্ড এক্সপিডিশন 'Operation Blue Freedom' এর শুভারম্ভ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী ?
Ans : ড: বীরেন্দ্র কুমার
✮ সোশ্যাল জাস্টিস এবং এমপাওয়ারমেন্ট মন্ত্রী ড: বীরেন্দ্র কুমার এটির শুভ সূচনা করলেন
✮ এই যাত্রায় দেশ জুড়ে বাছাই করা একটি দল সিয়াচেন হিমবাহ তে পৌঁছাবে
2. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন সালের মধ্যে 'energy independent' হওয়ার লক্ষ্য স্থির করলেন ?
Ans : 2047 সাল
✮ এছাড়াও তিনি 'Mission Circular Economy' এর ঘোষণা করলেন
✮ এছাড়াও তিনি ন্যাশনাল হাইড্রোজেন মিশন গঠনের ঘোষণা করলেন
3. কারিগরি শিল্প এবং শিল্পীদের ক্ষমতায়নের জন্য কোন সংস্থা 'My e-Haat' পোর্টরাল লঞ্চ করলো ?
Ans : HCL ফাউন্ডেশন
✮ HCL CEO - সি বিজয়কুমার
✮ HCL HQ - নয়ডা
4. সম্প্রতি জার্মানির কোন ফুটবল লেজেন্ড প্রয়াত হলেন ?
Ans : Gerd Muller
✮ তিনি 'Bomber der Nation' নামে অধিক পরিচিত ছিলেন
✮ 427 টি বুন্দেসলিগা ম্যাচে তিনি রেকর্ড সংখ্যক 365 টি গোল করেছেন
✮ এছাড়া ভারতের প্রাক্তন ফুটবলার চিন্ময় চ্যাটার্জী প্রয়াত হলেন
5. ভারতের প্রথম ড্রোন ফরেনসিক ল্যাব এবং রিসার্চ সেন্টার কোন রাজ্যে তৈরি হতে চলেছে ?
Ans : কেরল
✮ রাজধানী - থিরুবনান্তপুরম
✮ মুখ্যমন্ত্রী - পিনারায়ী ভিজয়ান
✮ রাজ্যপাল - আরিফ মহম্মদ খান
6. ভারতের কত গুলো স্থান রামসার সাইটের তকমা পেলো ?
Ans : 4 টি স্থান
✮ এই স্থান গুলি হলো থল (গুজরাট), ওয়াধওয়ানা (গুজরাট), সুলতানপুর (হরিয়ানা) ও ভিন্দাবাস (হরিয়ানা)
✮ 1971 সালে প্রথম রামসার সম্মেলন ঘটে
7. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সম্প্রতি কোন অ্যাডভাইজারি গ্রুপ গড়ে তুললো ?
Ans : SAGO
✮ SAGO এর পুরো কথা - The International Scientific Advisory Group for Origins of Novel Pathogens
✮ WHO HQ - জেনেভা
✮ WHO প্রেসিডেন্ট - Tedros Adhanom
8. গোদরেজ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান পদ থেকে কে সরে দাঁড়ালেন ?
Ans : Adi Godrej
✮ তার জায়গায় দায়িত্ব নেবেন তার ভাই Nadir Godrej
✮ যদিও তিনি Godrej Group এর চেয়ারম্যান পদে বহাল থাকবেন
9. ভারতের প্রথম কোন ন্যাশনাল পার্কে স্যাটেলাইট ফোনের পরিষেবা শুরু হতে চলেছে ?
Ans : কাজিরাঙা
✮ BSNL এটির পরিষেবা প্রদান করবে
✮ অরণ্য কতৃপক্ষের হাতে ইতিমধ্যেই 10 টি স্যাটেলাইট ফোন তুলে দেওয়া হয়েছে
10. এবার থেকে 14 ই আগস্ট কোন দিন হিসেবে পালন করা হবে বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ?
Ans : 'Partition Horrors Remembrance Day'
✮ অর্থাৎ বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবেও পালিত হবে
✮ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটির ঘোষণা করলেন
Daily One - Liner Current Affairs
✮ 1. ওয়ার্ল্ড রেকর্ড এক্সপিডিশন 'Operation Blue Freedom' এর শুভারম্ভ করলেন সোশ্যাল জাস্টিস এবং এমপাওয়ারমেন্ট মন্ত্রী ড: বীরেন্দ্র কুমার
✮ 2. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে 'energy independent' হওয়ার লক্ষ্য স্থির করলেন, এছাড়াও তিনি 'Mission Circular Economy' এর ঘোষণা করলেন
✮ 3. কারিগরি শিল্প এবং শিল্পীদের ক্ষমতায়নের জন্য HCL ফাউন্ডেশন 'My e-Haat' পোর্টরাল লঞ্চ করলো
✮ 4. সম্প্রতি জার্মানির ফুটবল লেজেন্ড 'Bomber der Nation' নামে অধিক পরিচিত Gerd Muller প্রয়াত হলেন, এছাড়া ভারতের প্রাক্তন ফুটবলার চিন্ময় চ্যাটার্জী প্রয়াত হলেন
✮ 5. ভারতের প্রথম ড্রোন ফরেনসিক ল্যাব এবং রিসার্চ সেন্টার কেরালার গড়ে উঠতে চলেছে
✮ 6. ভারতের 4 টি স্থান রামসার সাইটের তকমা পেলো, এই স্থান গুলি হলো থল (গুজরাট), ওয়াধওয়ানা (গুজরাট), সুলতানপুর (হরিয়ানা) ও ভিন্দাবাস (হরিয়ানা)
✮ 7. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সম্প্রতি অ্যাডভাইজারি গ্রুপ 'SAGO (The International Scientific Advisory Group for Origins of Novel Pathogens)' গড়ে তুললো
✮ 8. গোদরেজ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন Adi Godrej, তার জায়গায় দায়িত্ব নেবেন তার ভাই Nadir Godrej
✮ 9. ভারতের প্রথম অসমের কাজিরাঙা ন্যাশনাল পার্কে স্যাটেলাইট ফোনের পরিষেবা শুরু হতে চলেছে
✮ 10. এবার থেকে 14 ই আগস্ট 'Partition Horrors Remembrance Day' বা 'বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস' হিসেবে পালন করা হবে বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী