দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 30/07/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 30/07/2021
****************
1. সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) এর সাথে মিলিত হয়ে কোন সংস্থা 'AI For All' ইনিশিয়েটিভ লঞ্চ করলো ?
Ans : Intel
◉ Intel HQ - সান্তা ক্লারা, ক্যালিফোর্ণিয়া
◉ CEO - Pat Gelsinger
2. ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি কোন কো-অপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করলো ?
Ans : Madgaum Urban কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড
◉ এটি গোয়ার মারগাঁও তে অবস্থিত
◉ RBI HQ - মুম্বাই
3. নিবার্চন জিতে ইউনাইটেড নেশন্স জেনারেল এসেম্বলির 76 তম সেশনের সভাপতি কে হতে চলেছেন ?
Ans : Abdulla Shahid
◉ তিনি মালদ্বীপের বিদেশ মন্ত্রী
◉ এই প্রথমবার মালদ্বীপ প্রেসিডেন্সি পেতে চলেছে , 1965 সালে মালদ্বীপ UN এ যোগদান করে
4. ন্যাশনাল ওমেন অনলাইন চেস খেতাব কে জিতলেন ?
Ans : ভান্তিকা আগরওয়াল
◉ দ্বিতীয় হলেন অর্পিতা মুখার্জি এবং তৃতীয় শ্রীজা সেশাদ্রি
◉ কোভিড-19 এর জন্যই এই অনলাইন ইভেন্টের আয়োজন করা হয়েছে
5. কেন্দ্রীয় সরকার ডাক্তারি পড়ার ক্ষেত্রে OBC এবং EWS দের জন্য কত শতাংশ সংরক্ষন আনলো ?
Ans : 27% এবং 10%
◉ দন্ত চিকিৎসার পড়ুয়ারাও এই ছাড় পাবে
◉ অল ইন্ডিয়া কোটা স্কিমের অধীনে এই সংরক্ষণ দেওয়া হলো
6. মহিলা সুরক্ষা স্বার্থে কোন রাজ্য পুলিশ 'Pink Protection' প্রজেক্ট লঞ্চ করলো ?
Ans : কেরালা পুলিশ
◉ কেরালা রাজধানী - থিরুবনান্তপুরম
◉ মুখ্যমন্ত্রী - পিনারায়ী ভিজয়ান
◉ রাজ্যপাল - আরিফ মহম্মদ খান
7. ভারতের প্রথম রাপিড ইলেকট্রনিক কোভিড-19 RNA টেস্ট কিট 'COVIHOME' তৈরি করলো কোন আইআইটি ?
Ans : আইআইটি হায়দ্রাবাদ
◉ সেন্টার ফর সেলুলার এন্ড মলিকিউলার বায়োলজি এটিকে মান্যতা দিয়েছে
◉ বাড়িতে বসেই কোভিড টেস্ট করা যাবে এটির মাধ্যমে
8. 3 বছরের জন্য রাজ্যের যুবক/যুবতীদের 'Bachelor of Vocational Studies in Retail Management' প্রশিক্ষণে মহারাষ্ট্রের সাবিত্রীবাই ফুলে পুনে ইউনিভার্সিটি কোন সংস্থার সাথে জোটবদ্ধ হলো ?
Ans : মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড
◉ মারুতি সুজুকি HQ - নতুন দিল্লী
◉ CEO - Kenichi Ayukawa
9. BRICS সিভিল ফোরাম 2021 উদ্বোধন করলেন কে ?
Ans : ড: রাজকুমার রঞ্জন সিং
◉ এক্সটার্নাল আফফায়ার্স প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং এটির উদ্বোধন করলেন
◉ রিসার্চ এন্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ এটির আয়োজন করলো
10. 2 দিন ব্যাপী গ্লোবাল এডুকেশন সামিট হোস্ট করলো কোন দেশ ?
Ans : সংযুক্তরাজ্য এবং কেনিয়া
◉ এটি লন্ডনে সম্পন্ন হলো
◉ গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন এর $5 বিলিয়ন ফান্ড গড়ে তোলার জন্য এটি আয়োজন করা হলো
Daily One - Liner Current Affairs
◉ 1. সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) এর সাথে মিলিত হয়ে Intel সংস্থা 'AI For All' ইনিশিয়েটিভ লঞ্চ করলো
◉ 2. ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি Madgaum Urban কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড ব্যাংকের লাইসেন্স বাতিল করলো
◉ 3. নিবার্চন জিতে ইউনাইটেড নেশন্স জেনারেল এসেম্বলির 76 তম সেশনের সভাপতি হতে চলেছেন মালদ্বীপের মন্ত্রী Abdulla Shahid
◉ 4. ন্যাশনাল ওমেন অনলাইন চেস খেতাব জিতলেন ভান্তিকা আগরওয়াল
◉ 5. কেন্দ্রীয় সরকার ডাক্তারি কোর্সের স্নাতক এবং স্নাতকোত্তর পড়ার জন্য এবং দন্ত চিকিৎসা নিয়ে পড়ার ক্ষেত্রে OBC দের জন্য 27% এবং EWS দের জন্য 10% সংরক্ষন আনলো
◉ 6. মহিলা সুরক্ষা স্বার্থে কেরালা রাজ্য পুলিশ 'Pink Protection' প্রজেক্ট লঞ্চ করলো
◉ 7. ভারতের প্রথম রাপিড ইলেকট্রনিক কোভিড-19 RNA টেস্ট কিট 'COVIHOME' তৈরি করলো আইআইটি হায়দ্রাবাদ
◉ 8. রাজ্যের যুবক/যুবতীদের 'Bachelor of Vocational Studies in Retail Management' কোর্স প্রশিক্ষণের জন্য মহারাষ্ট্রের সাবিত্রীবাই ফুলে পুনে ইউনিভার্সিটি মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড সংস্থার সাথে জোটবদ্ধ হলো
◉ 9. BRICS সিভিল ফোরাম 2021 উদ্বোধন করলেন এক্সটার্নাল আফফায়ার্স প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং
◉ 10. 2 দিন ব্যাপী লন্ডনে অনুষ্ঠিত হওয়া গ্লোবাল এডুকেশন সামিট হোস্ট করলো সংযুক্তরাজ্য এবং কেনিয়া