দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 29/07/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 29/07/2021


****************



1.  দেশের মধ্যে প্রথম কোন রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে ট্রান্সজেন্ডার কমিউনিটির জন্য 1% সংরক্ষণ আনলো ?

Ans : কর্ণাটক 

◐ রাজধানী - বেঙ্গালুরু
◐ মুখ্যমন্ত্রী - Basavaraj S Bommai
◐ রাজ্যপাল - Thawarchand Gehlot 


2. লেবাননের নতুন প্রধানমন্ত্রী পদের দায়িত্ব কে নিতে চলেছেন ?

Ans : Najib Mikati

◐ লেবানন রাজধানী - বেইরুট 
◐ কারেন্সি - লেবানিজ পাউন্ড


3. দেশের একমাত্র কোন শহর International Clean Air Catalyst প্রোগ্রামে অন্তর্ভুক্ত হলো ?

Ans : ইন্দোর 

◐ এটি একটি US Agency দ্বারা চালিত ফ্ল্যাগশিপ প্রোগ্রাম 
◐ ইন্দোর ভারতের সবথেকে পরিষ্কার শহর 


4. অর্জুন আওয়ার্ড প্রাপ্ত কোন ব্যাডমিন্টন তারকা সম্প্রতি প্রয়াত হলেন ?

Ans : নন্দু নাটেকর

◐ তিনি প্রথম যিনি 1961 সালে অর্জুন পুরস্কার পান 
◐ 1956 সালে তিনি আন্তর্জাতিক ট্রফি জেতেন


5. সম্প্রতি কোন দেশের Sitio Burle Marx সাইট UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেলো ?

Ans : ব্রাজিল 

◐ ব্রাজিল রাজধানী - ব্রাসিলিয়া 
◐ কারেন্সি - রিয়াল 


6. আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস কবে পালন করা হয় ?

Ans : 29 শে জুলাই 

◐ এ বছরের থিম - Their Survival is in our hands
◐ 2010 সাল থেকে এই দিনটি পালিত হয়ে আসছে


7. দিল্লী পুলিশ কমিশনার পদে কাকে নিযুক্ত করা হলো ?

Ans : রাকেশ আস্থানা 

◐ তিনি বর্তমানে বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেল পদে কর্মরত 
◐ তার আগে তিনি CBI তেও কাজ করেছেন 


8. মাত্র 13 বছর বয়সে জাপানের কোন খেলোয়াড় স্কেটবোর্টিং ইভেন্টে সোনা জিতে 1936 সালের পর অলিম্পিকের কনিষ্ঠতম চ্যাম্পিয়ন হলো ?

Ans : Momiji Nishiya

◐ মাত্র 13 বছর 3330 দিন বয়সে এই সোনা জিতলো জাপানের এই খেলোয়াড় 
◐ এর আগে 1936 সালে Marjorie Gestring এই কৃতিত্ব অর্জন করেছিল 


9. আয়ুর্বেদ কে প্রমোট করতে সম্প্রতি কোন রাজ্য সরকার 'Devaranya' স্কিম লঞ্চ করলো ?

Ans : মধ্যপ্রদেশ 

◐ মধ্যপ্রদেশ রাজধানী - ভোপাল
◐ মুখ্যমন্ত্রী - শিবরাজ সিং চৌহান
◐ রাজ্যপাল - Mangubhai Chhaganbhai Patel


10. কেন্দ্রীয় সরকার কোন আইআইটি-র সাথে মিলিত হয়ে 'ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স ফর অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং এন্ড কমিক্স' গড়ে তুলতে চলেছে ?

Ans : আইআইটি-মুম্বাই 

◐ গ্লোবাল ইন্ডাস্ট্রির কথা মাথায় রেখে এই সেন্টার তৈরি করা হবে 
◐ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর রাজ্যসভাতে চিঠির মাধ্যমে এটি জানিয়েছেন




































Daily One - Liner Current Affairs



◐ 1. দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে কর্ণাটক সরকার সরকারি চাকরির ক্ষেত্রে ট্রান্সজেন্ডার কমিউনিটির জন্য 1% সংরক্ষণ আনলো

◐ 2. লেবাননের নতুন প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিতে চলেছেন Najib Mikati

◐ 3. দেশের একমাত্র শহর হিসাবে মধ্যপ্রদেশের ইন্দোর International Clean Air Catalyst প্রোগ্রামে অন্তর্ভুক্ত হলো

◐ 4. দেশের প্রথম অর্জুন আওয়ার্ড প্রাপ্ত ব্যাডমিন্টন তারকা নন্দু নাটেকর সম্প্রতি প্রয়াত হলেন

◐ 5. সম্প্রতি ব্রাজিলের Sitio Burle Marx সাইট UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেলো

◐ 6. প্রতিবছর 29 শে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালন করা হয়, এ বছরের থিম - Their Survival is in our hand

◐ 7. বর্তমানে বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেল রাকেশ আস্থানা কে দিল্লী পুলিশ কমিশনার পদে নিযুক্ত করা হলো

◐ 8. মাত্র 13 বছর বয়সে জাপানের Momiji Nishiya স্কেটবোর্টিং ইভেন্টে সোনা জিতে 1936 সালের পর অলিম্পিকের কনিষ্ঠতম চ্যাম্পিয়ন হলো

◐ 9. আয়ুর্বেদ কে প্রমোট করতে সম্প্রতি মধ্যপ্রদেশ সরকার 'Devaranya' স্কিম লঞ্চ করলো

◐ 10. কেন্দ্রীয় সরকার আইআইটি-মুম্বাইয়ের সাথে মিলিত হয়ে 'ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স ফর অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং এন্ড কমিক্স' গড়ে তুলতে চলেছে