দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 28/07/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 28/07/2021
****************
1. ভারত কোন দেশের সাথে মিলিতভাবে জয়েন্ট মিলিটারি ড্রিল 'Excercise INDRA 2021' এ অংশগ্রহণ করতে চলেছে ?
Ans : রাশিয়া
✪ রাশিয়ার Volgograd এ এটি অনুষ্ঠিত হবে
✪ এটি 12 তম সংস্করণ
2. ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ড 2021-22 অর্থবর্ষের জন্য ভারতের অর্থিনীতি বৃদ্ধি কত নির্ধারণ করলো ?
Ans : 9.5%
✪ এর আগে 12.5% নির্ধারণ করেছিল IMF
✪ IMF HQ - ওয়াশিংটন ডিসি
✪ MD & চেয়ারম্যান - Kristalina Georgieva
3. তাজিকিস্তানে অনুষ্ঠিত হতে চলা SCO ডিফেন্স মিনিস্টার্স মিটিং এ ভারতের হয়ে কে অংশগ্রহণ করতে চলেছেন ?
Ans : রাজনাথ সিং
✪ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এটিতে অংশগ্রহণ করবেন
✪ তাজিকিস্তান রাজধানী - দুশানবে
✪ কারেন্সি - সোমনি
4. কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব কে নিতে চলেছেন ?
Ans : Basavaraj S Bommai
✪ এর আগে এই পদে ছিলেন BS Yediyurappa
✪ রাজধানী - বেঙ্গালুরু
✪ রাজ্যপাল - Thawarchand Gehlot
5. বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয় ?
Ans : 28 শে জুলাই
✪ এ বছরের থিম - Hepatitis Can't Wait
✪ মানুষকে হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতন করতে WHO এই দিনটি পালন করে থাকে
✪ এছাড়াও এই দিনটি World Nature Conservation দিবস হিসেবে পালিত হয়
6. সম্প্রতি গুজরাটের কোন স্থান UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেলো ?
Ans :
✪ এটি ভারতের 40 তম UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
✪ রাজধানী - গান্ধীনগর
✪ মুখ্যমন্ত্রী - বিজয় রূপানি
✪ রাজ্যপাল - আচার্য দেব ভ্রাট
7. কোন দেশ 'সেন্ট্রাল-সাউথ এশিয়া রিজিওনাল Connectivity, Challenges and Opportunities' কনফারেন্স 2021 হোস্ট করলো ?
Ans : উজবেকিস্তান
✪ ভারতের পক্ষ থেকে এস জয়শঙ্কর এটিতে অংশগ্রহণ করলেন
✪ 40 টি দেশের প্রতিনিধি এটিতে অংশগ্রহণ করলো
8. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী Bamboo Industrial পার্কের শিল্যান্যাস করলেন ?
Ans : অসম
✪ অসম রাজধানী - দিসপুর
✪ মুখ্যমন্ত্রী - হেমন্ত বিশ্ব শর্মা
✪ রাজ্যপাল - জগদীশ মুখী
9. ভারতের কোন নৌ-জাহাজ 'Excercise Cutlass Express 2021' এ অংশগ্রহণ করলো ?
Ans : INS Talwar
✪ আফ্রিকার পূর্ব উপকূলে এটি সম্পন্ন হলো
✪ 26 জুলাই থেকে 6 ই আগস্ট পর্যন্ত এটি অনুষ্ঠিত হবে
10. ভারতের প্রথম কোন শহর 'Sujal-Drink-from-Tap' প্রজেক্টের অধীনে 24×7 পানীয় জল পরিষেবা শুরু করতে চলেছে ?
Ans : পুরী
✪ ওড়িশা রাজধানী - ভুবনেশ্বর
✪ মুখ্যমন্ত্রী - নভীন পট্টনায়েক
✪ রাজ্যপাল - গনেশি লাল
Daily One - Liner Current Affairs
✪ 1. ভারত রাশিয়ার সাথে মিলিতভাবে জয়েন্ট মিলিটারি ড্রিল 'Excercise INDRA 2021' এ অংশগ্রহণ করতে চলেছে
✪ 2. ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ড 2021-22 অর্থবর্ষের জন্য ভারতের অর্থনীতি বৃদ্ধি 9.5% নির্ধারণ করলো
✪ 3. তাজিকিস্তানে অনুষ্ঠিত হতে চলা SCO ডিফেন্স মিনিস্টার্স মিটিং এ ভারতের হয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অংশগ্রহণ করতে চলেছেন
✪ 4. কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিতে চলেছেন Basavaraj S Bommai
✪ 5. প্রতিবছর 28 শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়, এ বছরের থিম - Hepatitis Can't Wait
✪ 6. সম্প্রতি গুজরাটের ধোলাভিরা ভারতের 40 তম UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেলো
✪ 7. উজবেকিস্তান 'সেন্ট্রাল-সাউথ এশিয়া রিজিওনাল Connectivity, Challenges and Opportunities' কনফারেন্স 2021 হোস্ট করলো
✪ 8. আসাম মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা Bamboo Industrial পার্কের শিল্যান্যাস করলেন
✪ 9. ভারতের নৌ-জাহাজ INS Talwar 'Excercise Cutlass Express 2021' এ অংশগ্রহণ করলো
✪ 10. ভারতের প্রথম শহর হিসেবে পুরী 'Sujal-Drink-from-Tap' প্রজেক্টের অধীনে 24×7 পানীয় জল পরিষেবা শুরু করতে চলেছে