দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 30/06/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 30/06/2021

****************



1. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী ই-ফাইলিং পোর্টরাল 'itat e-dwar' লঞ্চ করলেন ?

Ans : রবি শঙ্কর প্রসাদ 

➪ তিনি ভারতের আইন, বিচার-বিভাগীয়, ইলেকট্রনিক্স মন্ত্রী পদে কর্মরত 
➪ বিভিন্ন আবেদন অনলাইন সামিট করতে এই পোর্টরাল টি সাহায্য করবে 


2. ন্যাশনাল আওয়ার্ড প্রাপ্ত কোন সিনেমাটোগ্রাফার এবং ডিরেক্টর প্রয়াত হলেন ?

Ans : Sivan 

➪ তিনি 3 বার ন্যাশনাল আওয়ার্ড জিতেছেন 
➪ তার প্রখ্যাত কিছু ফিল্ম হলো Abhayam, Yagam, Keshu, Kochu Kochu প্রভৃতি 


3. আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2021 কোথায় অনুষ্ঠিত হবে ?

Ans : সংযুক্ত আরব আমিরশাহী (UAE)

➪ ভারতে হওয়ার কথা থাকলেও এটি UAE তে অনুষ্ঠিত হবে
➪ ICC CEO - Manu Sawhney
➪ ICC HQ - দুবাই


4. ইন্ডিয়ান ফেডারেশন অফ ইউনাইটেড নেশন্স এসোসিয়েশন (IFUNA) এর চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হলো ?

Ans : শম্ভু নাথ শ্রীবাস্তব 

➪ তিনি এলাহাবাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতি 
➪ এছাড়া তিনি ছত্তিশগড়ের মুখ্য লোকয়ুক্ত ছিলেন 


5. প্রখ্যাত লেখক Khemlata Wakhlu নতুন একটি বই লিখলেন যার নাম - 

Ans : 'Kashmiri Century : Portrait of a Society in Flux'

➪ Khemlata Wakhlu লেখকের পাশাপাশি একজন রাজনৈতিক নেতা 
➪ কাশ্মীর এবং কাশ্মীর অধিবাসীদের উপর এই বইটি লেখা হয়েছে 


6. তুর্কি এবং কোন দেশ মিলিত ভাবে মিলিটারি ড্রিল 'Mustafa Kemal Atatuk - 2021' বাকু তে শুরু করলো ? 

Ans : আজারবেইজন

➪ আজারবেইজন রাজধানী - বাকু 
➪ কারেন্সি - মানাত
➪ তুর্কি রাজধানী - অঙ্করা 
➪ কারেন্সি - তুর্কিশ ইরা


7. কোন সাংবাদিক কে জাপানের 'Fukuoka Grand Prize 2021' সম্মানে সম্মানীত করা হলো ?

Ans : Palagummi Sainath 

➪ গ্রামের কঠিন পরিস্থিতি তুলে ধরার জন্য তাকে এই সম্মান দেওয়া হলো 
➪ The Fukuoka City International Foundation এর পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হলো 


8. ইউক্রেন এবং কোন দেশ মিলিত ভাবে ব্ল্যাক সী তে নৌ অনুশীলন 'Sea Breeze drills' সম্পন্ন করলো ?

Ans : আমেরিকা যুক্তরাষ্ট্র

➪ ইউক্রেন রাজধানী - Kyiv
➪ কারেন্সি - Hryvnia


9.কোন সংস্থার CEO অমিতাভ কান্তের কার্যকাল আরো 1 বছর বাড়ানো হলো ?

Ans : নীতি আয়োগ 

➪ জুন 2022 পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হলো 
➪ 2016 সালে তাকে এই সংস্থার CEO পদে নিযুক্ত করা হয় 


10. ভারতের প্রথম কোন mRNA ভ্যাকসিন জরুরিকালীন ব্যবহারের জন্য মান্যতা দেওয়া হলো ?

Ans : Moderna 

➪ এই নিয়ে মোট 4 টে ভ্যাকসিন ভারতে ব্যবহারের অনুমতি পেলো 
➪ এই ভ্যাকসিন mRNA প্রকৃতির,যেটি ভারতে প্রথম, -25℃ থেকে -15℃ তাপমাত্রায় এটি সংরক্ষিত রাখতে হয় 





































Daily One - Liner Current Affairs



➪ 1. সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ ই-ফাইলিং পোর্টরাল 'itat e-dwar' লঞ্চ করলেন

➪ 2. ন্যাশনাল আওয়ার্ড প্রাপ্ত সিনেমাটোগ্রাফার এবং ডিরেক্টর Sivan প্রয়াত হলেন

➪ 3. সংযুক্ত আরব আমিরশাহী তে আইসিসি পুরুষ টি-20 ওয়ার্ল্ড কাপ 2021 অনুষ্ঠিত হবে 

➪ 4. ইন্ডিয়ান ফেডারেশন অফ ইউনাইটেড নেশন্স এসোসিয়েশন (IFUNA) এর চেয়ারম্যান পদে শম্ভু নাথ শ্রীবাস্তব কে নিযুক্ত করা হলো

➪ 5. প্রখ্যাত লেখক Khemlata Wakhlu নতুন একটি বই লিখলেন যার শিরোনাম - 'Kashmiri Century : Portrait of a Society in Flux'

➪ 6. তুর্কি এবং আজারবেইজন মিলিত ভাবে মিলিটারি ড্রিল 'Mustafa Kemal Atatuk - 2021' বাকু, আজাইবেইজন এ শুরু করলো

➪ 7. সাংবাদিক Palagummi Sainath কে জাপানের 'Fukuoka Grand Prize 2021' সম্মানে সম্মানীত করা হলো 

➪ 8. ইউক্রেন এবং আমেরিকা যুক্তরাষ্ট্র মিলিত ভাবে ব্ল্যাক সী তে নৌ অনুশীলন 'Sea Breeze drills' সম্পন্ন করলো

➪ 9. নীতি আয়োগ CEO অমিতাভ কান্তের কার্যকাল আরো 1 বছর বাড়ানো হলো জুন 2022 পর্যন্ত

➪ 10. ভারতে প্রথম mRNA ভ্যাকসিন হিসেবে Moderna ভ্যাকসিন কে জরুরিকালীন ব্যবহারের জন্য মান্যতা দেওয়া হলো