দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 29/06/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 29/06/2021
****************
1. কোন দেশের প্রধানমন্ত্রী Stefan Lofven পদত্যাগ করলেন ?
Ans : সুইডেন
✎ সুইডেন রাজধানী - স্টকহোম
✎ কারেন্সি - সুইডিশ ক্রোন
2. ওড়িশার বালাসোর থেকে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) কোন নিউক্লিয় সক্ষম ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষণ করলো ?
Ans : Agni P (Prime)
✎ এপিজে আব্দুল কালাম দ্বীপ এটির পরীক্ষা করা হলো
✎ এই মিসাইলের রেঞ্জ 1000 - 2000 কিমি
3. ট্যুইটার এর পক্ষ থেকে কাকে ইন্ডিয়া গ্রেভিয়েন্স অফিসার পদে নিয়োগ করা হলো ?
Ans : Jeremy Kessel
✎ ট্যুইটার CEO - Jack Dorsey
✎ HQ - ক্যালফোর্ণিয়া
4. জাতীয় স্ট্যাটিস্টিক্স দিবস কবে পালন করা হয় ?
Ans : 29 শে জুন
✎ প্রফেসর পি সি মহালানবিশের জন্ম বার্ষিকী তে এই দিনটি পালন করা হয়
✎ 2007 সাল থেকে এই দিনটি পালিত হয়ে আসছে
5. সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এর স্পেশাল ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হলো ?
Ans : প্রবীণ সিনহা
✎ CBI HQ - নতুন দিল্লী
✎ প্রতিষ্ঠা - 1963
6. কোন কেন্দ্রীয় মন্ত্রী Nasha Mukt Bharat Abhiyaan স্কিমের জন্য বিস্তারিত তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট লঞ্চ করলেন ?
Ans : Thawaarchand Gehlot
✎ সোশ্যাল জাস্টিস এবং এমপাওয়ারমেন্ট মন্ত্রী Thawaarchand Gehlot এটি লঞ্চ করলেন
✎ এই ওয়েবসাইটে স্কিমের সমস্ত তথ্য দেওয়া হয়েছে, স্কিমের এক্টিভিটি ও জানা যাবে এই পোর্টালের মাধ্যমে
7. কোন রাজ্যের SALT প্রোগ্রাম কে বাস্তবায়িত করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক 1860 কোটি টাকা লোন চুক্তি করতে চলেছে ?
Ans : অন্ধ্রপ্রদেশ
✎ SALT - Supporting Andhra's Learning Transformation
✎ রাজধানী - অমরাবতী
✎ মুখ্যমন্ত্রী - Y S Jagmohan Reddy
✎ রাজ্যপাল - বিশ্ব ভূষণ হরিচন্দন
8. বর্ডার রোডস অর্গানাইজেশন এর তৈরি 6 টি রাজ্য এবং 2 টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট কয়টি ব্রিজ রাজনাথ সিং উদ্বোধন করলেন ?
Ans : 63 টি
✎ যার মধ্যে 29 টি অরুণাচল প্রদেশের, 11 টি লাদাখের
✎ মোট খরচ হয়েছে 240 কোটি টাকা
9. গুজরাটের আহমেদাবাদে জেন গার্ডেন এবং কাইজেন একাডেমির উদ্বোধন করতে চলেছেন কোন কেন্দ্রীয় মন্ত্রী ?
Ans : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
✎ রাজধানী - গান্ধীনগর
✎ মুখ্যমন্ত্রী - বিজয় রূপানি
✎ রাজ্যপাল - আচার্য দেব ভ্রাট
10. উন্নত মানের কাঠামোর জন্য কোন রাজ্যের মেট্রো কে 'Outstanding Civil Engineering Achievement Award' সম্মানে সম্মানীত করা হলো ?
Ans : দিল্লী মেট্রো
✎ Japan Society of Civil Engineers এর পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়
✎ 2020 সালের জন্য এই পুরস্কার দিল্লী মেট্রো পেলো
Daily One - Liner Current Affairs
✎ 1. সুইডেনের প্রধানমন্ত্রী Stefan Lofven পদত্যাগ করলেন
✎ 2. ওড়িশার বালাসোর থেকে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) 'Agni P (Prime)' নামক নিউক্লিয় সক্ষম ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষণ করলো
✎ 3. ট্যুইটার এর পক্ষ থেকে Jeremy Kessel কে ভারতের গ্রেভিয়েন্স অফিসার পদে নিয়োগ করা হলো
✎ 4. প্রতিবছর 29 শে জুন প্রফেসর পি সি মহালানবিশের জন্ম বার্ষিকী তে জাতীয় স্ট্যাটিস্টিক্স দিবস পালন করা হয়
✎ 5. সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এর স্পেশাল ডিরেক্টর পদে প্রবীণ সিনহা কে নিযুক্ত করা হলো
✎ 6. সোশ্যাল জাস্টিস এবং এমপাওয়ারমেন্ট মন্ত্রী Thawaarchand Gehlot Nasha Mukt Bharat Abhiyaan স্কিমের জন্য বিস্তারিত তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট লঞ্চ করলেন
✎ 7. অন্ধ্রপ্রদেশের SALT (Supporting Andhra's Learning Transformation) প্রোগ্রাম কে বাস্তবায়িত করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক 1860 কোটি টাকা লোন চুক্তি করতে চলেছে
✎ 8. বর্ডার রোডস অর্গানাইজেশন এর তৈরি 6 টি রাজ্য এবং 2 টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 63 টি ব্রিজ উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
✎ 9. গুজরাটের আহমেদাবাদে জেন গার্ডেন এবং কাইজেন একাডেমির উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
✎ 10. উন্নত মানের পরিকাঠামোর জন্য দিল্লী মেট্রো কে 'Outstanding Civil Engineering Achievement Award' সম্মানে সম্মানীত করা হলো