দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 28/06/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 28/06/2021
****************
1. Spanish Princess of Astuarias সাহিত্য পুরস্কার কে জিতলেন ?
Ans : Emmanuel Carrere
❖ তিনি একজন নন-ফিকশন ক্যাটাগরির লেখক
❖ এই পুরস্কারে ক্যাশ পুরস্কার 5000 ইউরো দেওয়া হয়
2. ইন্ডিয়া রেটিংস এন্ড রিসার্চ (Ind-Ra) 2022 অর্থবর্ষে ভারতের জিডিপি কত নির্ধারণ করলো ?
Ans : 9.6%
❖ এর আগে 10.1% নির্ধারণ করা হয়েছিল
❖ বর্তমানের এই 9.6% 31 শে ডিসেম্বর, 2021 পর্যন্ত বজায় থাকবে
3. 2021 Styrian গ্রান্ড প্রিক্স খেতাব কে জিতলেন ?
Ans : Max Verstappen
❖ তিনি নেদারল্যান্ডের বাসিন্দা এবং রেড বুল চালক
❖ দ্বিতীয় স্থানে লিউস হ্যামিল্টন এবং তৃতীয় স্থানে Valtteri Bottas
4. কোন ভারতীয় ব্যক্তিত্বকে মঙ্গোলিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান 'The Order of Polar Star' সম্মানে সম্মানিত করা হলো ?
Ans : RK Sabharwal
❖ তিনি ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর
❖ মঙ্গোলিয়ার রাজধানী - উলানবাতার
❖ কারেন্সি - Togrog
5. দেশের প্রথম জলাতঙ্ক মুক্ত রাজ্য হলো কোনটি ?
Ans : গোয়া
❖ রাজধানী - পানাজি
❖ মুখ্যমন্ত্রী - প্রমোদ সাওয়ান্ত
❖ রাজ্যপাল - ভগৎ সিং কোশারী
6. আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য কোন রাজ্যের ক্রিকেট এসোসিয়েশন SAIL Bokaro Steel Plant এর সাথে চুক্তি স্বাক্ষর করলো ?
Ans : ঝাড়খণ্ড
❖ রাজধানী - রাঁচি
❖ মুখ্যমন্ত্রী - হেমন্ত সোরেন
❖ রাজ্যপাল - দ্রৌপদী মুর্মু
7. বিশ্ব ব্যাংক কোন রাজ্য কে সাহায্য করতে $ 125 মিলিয়ন অর্থের লোন চুক্তি করলো ?
Ans : কেরালা
❖ Resilient Kerala Program এর জন্য এই সাহায্য করা হবে
❖ রাজধানী - থিরুবনান্তপুরম
❖ মুখ্যমন্ত্রী - পিনারায়ী ভিজয়ান
❖ রাজ্যপাল - আরিফ মহম্মদ খান
8. সাংবাদিক Sundeep Mishra নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম -
Ans : Fiercely Female : The Dutee Chand Story
❖ এটির প্রকাশনা করবে Westland Books
❖ ক্রীড়াবিদ দ্যুতি চাঁদ এর উপর এই বইটি লেখা হয়েছে
9. সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার পদের দায়িত্ব কে নিতে চলেছেন ?
Ans : সুরেশ এন প্যাটেল
❖ তিনি ভিজিল্যান্স কমিশনার পদে কর্মরত বর্তমানে
❖ এর আগে এই পদে ছিলেন সঞ্জয় কোঠারি
10. সম্প্রতি কোন ভারতীয় সাঁতারু 2021 টোকিও অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করলো ?
Ans : শ্রীহরি নটরাজ
❖ তিনি 53.77 সেকেন্ডে 100 মিটার অতিক্রম করে এই যোগ্যতা অর্জন করেন
❖ ভারতের ইতিহাসে এই প্রথমবার দুজন (প্রথম ভারতীয় সঞ্জন প্রকাশ) সাঁতারু অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করেছে
Daily One - Liner Current Affairs
❖ 1. Spanish Princess of Astuarias সাহিত্য পুরস্কার জিতলেন Emmanuel Carrere
❖ 2. ইন্ডিয়া রেটিংস এন্ড রিসার্চ (Ind-Ra) 2022 অর্থবর্ষে ভারতের জিডিপি 9.6% নির্ধারণ করলো
❖ 3. 2021 Styrian গ্রান্ড প্রিক্স খেতাব জিতলেন রেড বুল চালক Max Verstappen
❖ 4. ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর RK Sabharwal কে মঙ্গোলিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান 'The Order of Polar Star' সম্মানে সম্মানিত করা হলো
❖ 5. দেশের প্রথম রাজ্য হিসেবে গোয়া জলাতঙ্ক মুক্ত রাজ্যে পরিণত হলো
❖ 6. আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য ঝাড়খন্ড রাজ্যের ক্রিকেট এসোসিয়েশন SAIL Bokaro Steel Plant এর সাথে চুক্তি স্বাক্ষর করলো
❖ 7. বিশ্ব ব্যাংক কেরালার 'Resilient Kerala Program' কে সাহায্য করতে $ 125 মিলিয়ন অর্থের লোন চুক্তি করলো
❖ 8. সাংবাদিক Sundeep Mishra নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম - 'Fiercely Female : The Dutee Chand Story'
❖ 9. সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার পদের দায়িত্ব নিতে চলেছেন সুরেশ এন প্যাটেল, আগে এই পদে ছিলেন সঞ্জয় কোঠারি
❖ 10. সঞ্জন প্রকাশের পর দ্বিতীয় ভারতীয় সাঁতারু হিসেবে শ্রীহরি নটরাজ 2021 টোকিও অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করলো