দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 27/06/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 27/06/2021
****************
1. হলিউড অভিনেতা উইল স্মিথ তার আত্মজীবনী প্রকাশ করতে চলেছেন, যার শিরোনাম -
Ans : 'Will'
☯ তার সঙ্গে এই লেখনীতে সাহায্য করেছেন Mark Manson
☯ এছাড়া বইটি অডিও ফরম্যাটেও পাওয়া যাবে
2. ওড়িশার চাঁদিপুর থেকে ভারতের ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) এক্সটেন্ডেড রেঞ্জ ভার্সন সহ কোন রকেটের সফল পরীক্ষণ করলো ?
Ans : Pinaka
☯ 40 কিলোমিটার দূরে অবস্থিত যেকোনো বস্তুর উপর এটি আঘাত আনতে সক্ষম
☯ ARDE এবং HEMRL সংস্থা দেশীয় পদ্ধতিতে এটি তৈরি করা হয়েছে
3. ইতালিতে অনুষ্ঠিত G20 লেবার এন্ড এমপ্লয়মেন্ট মিনিস্টার্স মিটিং 2021 এ ভারতের হয়ে কে অংশগ্রহণ করলেন ?
Ans : Santosh Gangwar
☯ হাইব্রিড মোডে এটি ইতালি হোস্ট করলো
☯ Santosh Gangwar দেশের শ্রম প্রতিমন্ত্রী হিসেবে কর্মরত
4. SCO এর সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারি এর 16 তম মিটিং এ ভারতের হয়ে কে অংশগ্রহণ করলেন ?
Ans : অজিত দোভাল
☯ ভারতের ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার অজিত দোভাল এটিতে অংশগ্রহণ করলেন
☯ তাজিকিস্তানের রাজধানী দুশনবে তে এটি অনুষ্ঠিত হলো
5. স্টার্ট আপ ইকোসিস্টেম কে মজবুত করতে ভারতের কোন রাজ্য সংযুক্ত রাজ্যের সরকারের সাথে চুক্তি স্বাক্ষর করলো ?
Ans : মহারাষ্ট্র
☯ মহারাষ্ট্র রাজধানী - মুম্বাই
☯ মুখ্যমন্ত্রী - উদ্ধ্বব ঠাকরে
☯ রাজ্যপাল - ভগৎ সিং কোশ্যারি
6. আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সের উপর ভারত কোন দেশের সাথে ফ্রেম ওয়ার্ক এগ্রিমেন্ট করলো ?
Ans : ডেনমার্ক
☯ ডেনমার্ক রাজধানী - কোপেনহেগেন
☯ কারেন্সি - ড্যানিশ ক্রোন
7. রাজ্যে ইলেক্ট্রিক পরিবহন কে প্রমোট করতে কোন রাজ্য সরকার 'ইলেক্ট্রিক ভেহিকেল পলিসি 2021' ঘোষণা করলো ?
Ans : গুজরাট
☯ আগামী 4 বছরের জন্য এটি কার্যকর থাকবে
☯ রাজধানী - গান্ধীনগর
☯ মুখ্যমন্ত্রী - বিজয় রূপানি
☯ রাজ্যপাল - আচার্য দেব ভ্রাট
8. কেন্দ্রীয় সরকারের প্রকাশিত স্মার্ট সিটি আওয়ার্ড 2020 অনুযায়ী কোন রাজ্য প্রথম স্থান অধিকার করলো ?
Ans : উত্তর প্রদেশ
☯ রাজধানী - লখনৌউ
☯ মুখ্যমন্ত্রী - যোগী আদিত্যনাথ
☯ রাজ্যপাল - আনন্দীবেন প্যাটেল
☯ ইন্দোর এবং সুরাট সবকিছুর দিক থেকে উন্নতির জন্য যৌথভাবে এই আওয়ার্ড পেলো
9. মিনিস্ট্রি অফ ট্রাইবাল আফফায়ার্স এবং NCERT মিলিত ভাবে কোন প্রোগ্রাম শুরু করলো ?
Ans : NISHTHA Capacity Building প্রোগ্রাম
☯ NISHTHA - National Initiative for School Heads' and Teachers' Holistic Advancement
☯ এটি বিশ্বের বৃহত্তম টিচার্স ট্রেনিং প্রোগ্রাম গুলোর মধ্যে একটি
10. কোন রাজ্য সরকার বয়স্ক গাছেদের জন্য 'প্রাণ বায়ু দেবতা পেনশন স্কিম 2021' লঞ্চ করলো ?
Ans : হরিয়ানা
☯ রাজ্যে অক্সিজেনের সরবরাহ বজায় রাখতে এটি লঞ্চ করা হলো
☯ রাজধানী - চন্ডীগড়
☯ মুখ্যমন্ত্রী - মনোহর লাল খাট্টার
☯ রাজ্যপাল - সত্যদেব নারায়ণ আর্য
Daily One - Liner Current Affairs
☯ 1. হলিউড অভিনেতা উইল স্মিথ তার আত্মজীবনী প্রকাশ করতে চলেছেন, যার শিরোনাম - 'Will'
☯ 2. ওড়িশার চাঁদিপুর থেকে ভারতের ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) এক্সটেন্ডেড রেঞ্জ ভার্সন সহ Pinaka রকেটের সফল পরীক্ষণ করলো
☯ 3. ইতালিতে অনুষ্ঠিত G20 লেবার এন্ড এমপ্লয়মেন্ট মিনিস্টার্স মিটিং 2021 এ ভারতের হয়ে অংশগ্রহণ করলেন শ্রম প্রতিমন্ত্রী Santosh Gangwar
☯ 4. SCO এর সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারি এর 16 তম মিটিং এ ভারতের হয়ে অজিত দোভাল অংশগ্রহণ করলেন
☯ 5. স্টার্ট আপ ইকোসিস্টেম কে মজবুত করতে ভারতের মহারাষ্ট্র সংযুক্ত রাজ্য (UK) সরকারের সাথে চুক্তি স্বাক্ষর করলো
☯ 6. আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সের উপর ভারত ডেনমার্কের সাথে ফ্রেম ওয়ার্ক এগ্রিমেন্ট করলো
☯ 7. রাজ্যে ইলেক্ট্রিক পরিবহন কে প্রমোট করতে গুজরাট রাজ্য সরকার 'ইলেক্ট্রিক ভেহিকেল পলিসি 2021' ঘোষণা করলো
☯ 8. কেন্দ্রীয় সরকারের প্রকাশিত স্মার্ট সিটি আওয়ার্ড 2020 অনুযায়ী রাজ্যগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করলো উত্তর প্রদেশ, ইন্দোর এবং সুরাট সবকিছুর দিক থেকে উন্নতির জন্য যৌথভাবে এই আওয়ার্ড পেলো
☯ 9. মিনিস্ট্রি অফ ট্রাইবাল আফফায়ার্স এবং NCERT মিলিত ভাবে NISHTHA Capacity Building প্রোগ্রাম শুরু করলো
☯ 10. হরিয়ানা রাজ্য সরকার বয়স্ক গাছেদের জন্য 'প্রাণ বায়ু দেবতা পেনশন স্কিম 2021' লঞ্চ করলো