দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 26/06/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 26/06/2021

****************


1. ভারত এবং কোন দেশ যৌথ ভাবে 'Tax Inspectors Without Borders' প্রোগ্রাম লঞ্চ করলো ?

Ans : ভুটান 

➲ ভুটান রাজধানী - থিম্পু 
➲ কারেন্সি - গাল্ট্রাম


2. ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (NSDC) এবং কোন ম্যাসেজিং প্লাটফর্ম 'ডিজিটাল স্কিল চ্যাম্পিয়ন্স প্রোগ্রাম' লঞ্চ করলো ?

Ans : Whatsapp

➲ Whtsapp CEO - Will Cathcart
➲ HQ - ক্যালিফোর্ণিয়া 


3. 5G টেকনোলজির জন্য গুগল ক্লাউডের সাথে কোন সংস্থা জোটবদ্ধ হতে চলেছে ?

Ans : রিলায়েন্স জিও 

➲ রিলায়েন্স জিও HQ - মুম্বাই 
➲ প্রতিষ্ঠাতা - মুকেশ আম্বানি 


4. মাইক্রোসফট কোন অপারেটিং সিস্টেম সদ্য লঞ্চ করলো ?

Ans : Windows 11

➲ মাইক্রোসফট CEO - সত্য নাদেল্লা 
➲ HQ - ওয়াশিংটন


5. কোন রাজ্য সরকার 'মুখ্যমন্ত্রী কোভিড-19 পরিবার আর্থিক সহায়তা যোজনা' লঞ্চ করলো ?

Ans : দিল্লী সরকার 

➲ দিল্লী মুখ্যমন্ত্রী - অরবিন্দ কেজরিওয়াল 
➲ গভর্নর - অনিল বাইজল 


6. সম্প্রতি কোন ইন্সুরেন্স সংস্থা 'e-PGS' নামক আইটি প্লাটফর্ম লঞ্চ করলো ?

Ans : লাইফ ইন্সুরেন্স করপোরেশন (LIC)

➲ LIC চেয়ারম্যান - এম আর কুমার 
➲ HQ - মুম্বাই 


7. মাদক সেবন এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস কবে পালন করা হয় ?

Ans : 26 শে জুন 

➲ এ বছরের থিম - Share Facts on Drugs, Save Lives 
➲ 1987 সাল থেকে দিনটি পালিত হয়ে আসছে 


8. দিল্লী স্পোর্টস ইউনিভার্সিটির প্রথম ভাইস-চ্যান্সেলর পদে কাকে নিযুক্ত করা হলো ?

Ans : কার্নাম মালেশ্বরী

➲ তিনি একজন প্রাক্তন অলিম্পিকে মেডেল লাভ করা ভারোত্তোলনকারী
➲ এর আগে তাকে পদ্মশ্রী, অর্জুন প্রভৃতি পুরস্কার দেওয়া হয়েছে 


9. নবম এশিয়ান মিনিস্টারিয়াল এনার্জি রাউন্ডটেবিল (AMER9) কোন দেশ হোস্ট করতে চলেছে ?

Ans : ভারত 

➲ এটি 2022 এ সম্পন্ন হবে 
➲ আন্তর্জাতিক এনার্জি ফোরামের পক্ষ থেকে এটি ঘোষণা করা হলো 


10. প্রখ্যাত লেখক রাস্কিন বন্ড নতুন একটি বই প্রকাশিত করতে চলেছেন যার শিরোনাম -

Ans : 'It's a Wonderful Life' 

➲ এটির প্রকাশনা করবে Aleph Book Company
➲ রাস্কিন বন্ড এর প্রথম লেখা উপন্যাস 'Room on the Roof'














































Daily One - Liner Current Affairs



➲ 1. ভারত এবং ভুটান যৌথ ভাবে 'Tax Inspectors Without Borders' প্রোগ্রাম লঞ্চ করলো

➲ 2. ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (NSDC) এবং ম্যাসেজিং প্লাটফর্ম Whatsapp 'ডিজিটাল স্কিল চ্যাম্পিয়ন্স প্রোগ্রাম' লঞ্চ করলো

➲ 3. 5G টেকনোলজির জন্য গুগল ক্লাউডের সাথে রিলায়েন্স জিও জোটবদ্ধ হতে চলেছে

➲ 4. মাইক্রোসফট সদ্য নতুন একটি অপারেটিং সিস্টেম 'Windows 11' লঞ্চ করলো

➲ 5. দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 'মুখ্যমন্ত্রী কোভিড-19 পরিবার আর্থিক সহায়তা যোজনা' লঞ্চ করলো

➲ 6. সম্প্রতি লাইফ ইন্সুরেন্স করপোরেশন (LIC) 'e-PGS' নামক আইটি প্লাটফর্ম লঞ্চ করলো

➲ 7. প্রতি বছর 26 শে জুন মাদক সেবন এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস পালন করা হয়, এ বছরের থিম - Share Facts on Drugs, Save Lives 

➲ 8. দিল্লী স্পোর্টস ইউনিভার্সিটির প্রথম ভাইস-চ্যান্সেলর পদে অলিম্পিক মেডেলিস্ট কার্নাম মালেশ্বরী কে নিযুক্ত করা হলো 

➲ 9. 2022 এ ভারত নবম এশিয়ান মিনিস্টারিয়াল এনার্জি রাউন্ডটেবিল (AMER9) হোস্ট করতে চলেছে 

➲ 10. প্রখ্যাত লেখক রাস্কিন বন্ড নতুন একটি বই প্রকাশিত করতে চলেছেন যার শিরোনাম - 'It's a Wonderful Life'