দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 31/05/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 31/05/2021
****************
1. World No-Tobaco Day কবে পালন করা হয় ?
Ans : 31 শে মে
📙 WHO স্বীকৃত এই দিনটি 1987 সাল থেকে পালিত হয়ে আসছে
📙 এ বছরের থিম - Commit to quit
2. 2021 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2021 ভারতের কোন মহিলা বক্সার গোল্ড মেডেল জিতলেন ?
Ans : পূজা রানী
📙 এছাড়া মেরি কম 51 কেজি বিভাগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন Nazym Kyzaibay এর কাছে হেরে গিয়ে সিলভার মেডেল জিতলেন
📙 75 কেজি বিভাগে পূজা রানী গোল্ড মেডেল জিতলেন
3. কোভিড পরিস্থিতিতে অনাথ শিশুদের জন্য PM-CARES For Children স্কিমের অধীনে প্রতি শিশু পিছু কত টাকা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ?
Ans : 10 লাখ টাকা
📙 এই সমস্ত অনাথ শিশুদের নামে ফিক্সড ডিপোজিট করা হবে
📙 18 বছর বয়স পর্যন্ত এই শিশুদের প্রতিমাসের খরচ বহন করবে এই ফান্ড,
📙 এছাড়া 23 বছর বয়সে তারা একটি নিৰ্দিষ্ট টাকা পাবে নিজেদের কাজে ব্যবহারের জন্য
4. দেশের যুব লেখকদের মেন্টরিং এর জন্য কেন্দ্রীয় সরকার কোন ইনিশিয়েটিভ লঞ্চ করলো ?
Ans : YUVA - Prime Minister's Scheme For Mentoring Young Authors
📙 30 বছরের নিচে যারা তাদের প্রশিক্ষণ দেওয়া হবে বই পঠন এবং লিখনের উপরে
📙 ন্যাশনাল বুক ট্রাস্ট এই স্কীমটিতে সাহায্য করবে
5. ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি কোন ব্যাংকের উপর 10 কোটি টাকার ফাইন চাপালো ?
Ans : HDFC ব্যাংক
📙 HDFC ব্যাংক HQ - মুম্বাই
📙 HDFC MD & CEO - শশীধর জগদীশন
6. ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (NIA) ডিরেক্টর জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব কে গ্রহন করলেন ?
Ans : Kuldiep Singh
📙 তিনি বর্তমানে CRPF এর ডিরেক্টর জেনারেল পদে কর্মরত
📙 এর আগে NIA এর DG ছিলেন Y C Modi
📙 NIA HQ - নতুন দিল্লী
7. কোভিড-19 এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য CBSE বোর্ড দেশ জুড়ে কোন মুভমেন্ট লঞ্চ করলো ?
Ans : Young Warrior মুভমেন্ট
📙 CBSE চেয়ারম্যান - মনোজ আহুজা
📙 CBSE HQ - দিল্লী
8. মাউন্ট Nyiragongo নামক আগ্নেয়গিরি সম্প্রতি জেগে উঠে অগ্ন্যুৎপাত ঘটালো, এটি কোন দেশে অবস্থিত ?
Ans : রিপাবলিক অফ কঙ্গো
📙 রিপাবলিক অফ কঙ্গো রাজধানী - Brazzaville
📙 কারেন্সি - কঙ্গোলিজ ফ্রাঙ্ক
9. প্রখ্যাত লেখক সালমান রুশেদী নতুন একটি বই প্রকাশ করলেন, যেটির শিরোনাম -
Ans : Languages of Truth : Eassays 2003-2020
📙 প্রখ্যাত সালমান রুশেদী এই বইটি নিজের অভিজ্ঞতার উপর লিখেছেন
📙 তিনি literary culture এর জোর দিয়ে বইটি লিখেছেন
10. সম্প্রতি কোন দেশ Long March - 7 Y3 রকেটের মাধ্যমে কার্গো স্পেসক্রাফট 'Tianzhou-2' লঞ্চ করলো ?
Ans : চীন
📙 রাজধানী - বেজিং
📙 কারেন্সি - Yuan এবং Renmimbi
📙 প্রেসিডেন্ট - Xi Jinping
Daily One - Liner Current Affairs
📙 1. প্রতিবছর 31 শে মে World No-Tobaco Day পালন করা হয়, এ বছরের থিম - Commit to quit
📙 2. 2021 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে 75 কেজি বিভাগে ভারতের পূজা রানী গোল্ড মেডেল এবং 51 কেজি বিভাগে মেরি কম সিলভার মেডেল জিতলেন
📙 3. কোভিড পরিস্থিতিতে অনাথ শিশুদের জন্য PM-CARES For Children স্কিমের অধীনে প্রতি শিশু পিছু 10 লাখ টাকা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
📙 4. দেশের যুব লেখকদের মেন্টরিং এর জন্য কেন্দ্রীয় সরকার 'YUVA - Prime Minister's Scheme For Mentoring Young Authors' ইনিশিয়েটিভ লঞ্চ করলো
📙 5. ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) সম্প্রতি HDFC ব্যাংকের উপর 10 কোটি টাকার ফাইন চাপালো
📙 6. ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (NIA) ডিরেক্টর জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব গ্রহন করলেন CRPF এর ডিরেক্টর জেনারেল Kuldiep Singh
📙 7. কোভিড-19 এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য CBSE বোর্ড দেশ জুড়ে Young Warrior মুভমেন্ট লঞ্চ করলো
📙 8. রিপাবলিক অফ কঙ্গো তে অবস্থিত মাউন্ট Nyiragongo নামক আগ্নেয়গিরি সম্প্রতি জেগে উঠে অগ্ন্যুৎপাত ঘটালো
📙 9. প্রখ্যাত লেখক সালমান রুশেদী নতুন একটি বই প্রকাশ করলেন, যেটির শিরোনাম - 'Languages of Truth : Eassays 2003-2020'
📙 10. সম্প্রতি চীন Long March - 7 Y3 রকেটের মাধ্যমে কার্গো স্পেসক্রাফট 'Tianzhou-2' লঞ্চ করলো