দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 30/05/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 30/05/2021

****************


1. UN's Prestigious মেডেল কে কে পেতে চলেছেন ?

Ans : কর্পোরাল যুবরাজ সিং, ইভান পিকার্ডো এবং মুলচাঁদ যাদব 

✥ UN Peacekeeping মিশনে এই 3 জন সক্রিয় ভূমিকা পালন করেছিলেন 
✥ সাউথ সুদানে কর্পোরাল যুবরাজ সিং, এবং ইরাকে মুলচাঁদ যাদব Peacekeeper হিসেবে কর্মরত ছিলেন


2. প্যারিসে অবস্থিত পৃথিবীর বৃহত্তম মিউজিয়াম Musee du Louvre এর প্রথম মহিলা প্রেসিডেন্ট কে হলেন ?

Ans : Laurence des Cars

✥ দেশের 228 বছরের ইতিহাসে এই প্রথমবার কোনো মহিলাকে প্রেসিডেন্ট পদে নিযুক্ত করা হলো 
✥ ফ্রান্স প্রেসিডেন্ট - Emmanuel Macron
✥ কারেন্সি - ইউরো 


3.  মাত্র 26 ঘন্টায় এভারেস্টে আরোহণ করে পৃথিবীর দ্রুততম এভারেস্ট আরোহণ কারী মহিলা হলেন Tasang Yin-hung, তিনি কোন দেশের নাগরিক ?

Ans : হং কং

✥ 8848.86 মিটার পরিমাপ করতে সময় লাগলো তার 25 ঘন্টা 50 মিনিটে 
✥ 44 বছরের এই মহিলার এটি তৃতীয় শৃঙ্গ জয় ছিল


4. 'International Day of United Nations Peacekeepers' কোন দিন পালিত হলো ?

Ans : 29 শে মে 

✥ 2003 সাল থেকে এটি পালিত হয়ে আসছে এই দিনটি 
✥ এ বছরের থিম - The road to a lasting peace : Leveraging the power of youth for peace and security 


5. অনলাইন শপিং প্লাটফর্ম 'BigBasket' এর 64% শেয়ার কিনে নিলো কোন সংস্থা ? 

Ans : টাটা ডিজিটাল 

✥ টাটা ডিজিটাল ইতিমধ্যেই $ 200 মিলিয়ন অর্থ ইনভেস্ট করেছে 
✥ টাটা ডিজিটাল CEO - প্রতীক পাল 


6. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) মে-জুন মাসে কোন বৃহৎ যুদ্ধ অনুশীলন আয়োজন করতে চলেছে ?

Ans : Steadfast Defender 21

✥ এটি জার্মানি, পর্তুগাল এবং রোমানিয়াতে সম্পন্ন হবে 
✥ 20 টি NATO Allies থেকে 9000 সৈন্য এটিতে অংশগ্রহণ করবে 
NATO HQ - ব্রুসেলস, বেলজিয়াম 


7. মাইক্রোস্যাটেলাইটের ইলেট্রিক প্রোপালশন সিস্টেম ভারতের প্রথম Hall-effect Thruster এর সফল পরীক্ষণ করলো কোন সংস্থা ?

Ans : Bellatrix Aerospace

✥ এটির সদর দপ্তর - বেঙ্গালুরু 
✥ Bellatrix Aerospace CEO - Rohan M Ganapathy


8. ভারতের প্রথম শহর জুড়ে পরিবেশগত নজরদারি প্লাটফর্ম 'Precision Health Platform' কোথায় লঞ্চ করা হলো ?

Ans : বেঙ্গালুরু 

✥ কোভিড-19 পরিস্থিতিতে এই ধরণের প্লাটফর্ম এর উদ্যোগ নিলো কর্ণাটক রাজ্য সরকার 
✥ কর্ণাটক মুখ্যমন্ত্রী - B. S. Yeddyurappa
✥ রাজ্যপাল - ভাজুভাই ভালা


9. বিদেশে থাকা ভারতীয় মহিলাদের উপর হিংসা রুখতে মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রক বিদেশ মন্ত্রকের সাথে জোটবদ্ধ হয়ে কোন স্কিম লঞ্চ করলো ?

Ans : Sakhi-One Stop Centres (OSC)

✥ বিদেশে থাকা ভারতীয় মহিলাদের জন্য 10 টি OSCs গড়ে তোলা হবে 
✥ 2015 সালে দেশে এই OSC স্কিম লঞ্চ করা হয় 
✥ বর্তমানে 700 টি OSCs কাজ করছে ভারতে,আরো 300 টি গড়ে তোলা হবে 2021 এর মধ্যে 


10. 60 টি স্টারলিংক স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করলো কোন স্পেস সংস্থা ?

Ans : SpaceX

✥ Falcon 9 রকেটের মাধ্যমে স্টারলিংক 28 মিশনের মাধ্যমে এগুলো লঞ্চ করা হলো 
✥ SpaceX CEO - ইলন মাস্ক 





































Daily One - Liner Current Affairs



✥ 1. UN's Prestigious মেডেল পেতে চলেছেন কর্পোরাল যুবরাজ সিং, ইভান পিকার্ডো এবং মুলচাঁদ যাদব 

✥ 2. প্যারিসে অবস্থিত পৃথিবীর বৃহত্তম মিউজিয়াম Musee du Louvre এর প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন Laurence des Cars

✥ 3. মাত্র 26 ঘন্টায় এভারেস্টে আরোহণ করে পৃথিবীর দ্রুততম এভারেস্ট আরোহণকারী মহিলা হলেন হংকং এর Tasang Yin-hung

✥ 4. 'International Day of United Nations Peacekeepers' 29 শে মে পালিত হলো, এ বছরের থিম - The road to a lasting peace : Leveraging the power of youth for peace and security 

✥ 5. অনলাইন শপিং প্লাটফর্ম 'BigBasket' এর 64% শেয়ার কিনে নিলো টাটা ডিজিটাল

✥ 6.  নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) মে-জুন মাসে বৃহৎ যুদ্ধ অনুশীলন 'Steadfast Defender 21' আয়োজন করতে চলেছে

✥ 7. মাইক্রোস্যাটেলাইটের ইলেট্রিক প্রোপালশন সিস্টেম ভারতের প্রথম Hall-effect Thruster এর সফল পরীক্ষণ করলো Bellatrix Aerospace

✥ 8. কর্ণাটকের বেঙ্গালুরুতে দেশের প্রথম শহর জুড়ে পরিবেশগত নজরদারি প্লাটফর্ম 'Precision Health Platform' লঞ্চ করা হলো

✥ 9. বিদেশে থাকা ভারতীয় মহিলাদের উপর হিংসা রুখতে মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রক বিদেশ মন্ত্রকের সাথে জোটবদ্ধ হয়ে 'Sakhi-One Stop Centres (OSC)' স্কিম লঞ্চ করলো 

✥ 10. ইলন মাস্কের SpaceX সংস্থা Falcon 9 রকেটের মাধ্যমে 60 টি স্টারলিংক স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করলো