দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 29/05/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 29/05/2021

****************


1. কোন রাজ্যের মুখ্য সেক্রেটারি B.V.R Subrahmanyam কে ডিপার্টমেন্ট অফ কমার্সের স্পেশ্যাল ডিউটি অফিসার হিসেবে নিযুক্ত করা হলো ?

Ans : জম্মু-কাশ্মীর 

🌀 রাজধানী - শ্রীনগর, জম্মু
🌀 রাজ্যের দায়িত্বে রয়েছেন - মনোজ সিনহা


2. চতুর্থ বারের জন্য কাকে সিরিয়ার রাষ্ট্রপতি পদে নিযুক্ত করা হলো ?

Ans : Bashar al-Assad 

🌀 সিরিয়া রাজধানী - Damascus
🌀 কারেন্সি - সিরিয়ান পাউন্ড 


3. আন্তর্জাতিক এভারেস্ট দিবস কবে পালন করা হয় ?

Ans : 29 শে মে 

🌀 2008 সাল থেকে এই দিনটি পালিত হয়ে আসছে 
🌀 এছাড়া এই দিনটি World Digestive Health দিবস হিসেবে পালিত হয়


4. আন্তর্জাতিক নারকোটিক্স কন্ট্রোল বোর্ডের (INCB) প্রেসিডেন্ট পদে কাকে নির্বাচিত করা হলো ?

Ans : Jagjit Pavadia

🌀 INCB HQ - ভিয়েনা, অস্ট্রিয়া 
🌀 প্রতিষ্ঠা - 1968


5. ভারতীয় এয়ারফোর্সের প্রথম মহিলা ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার কে হলেন ?

Ans : Aashritha V Olety

🌀 এয়ার চিফ মার্শাল - রাকেশ কুমার সিং ভাদুরিয়া 
🌀 IAF HQ - নতুন দিল্লী


6. 'Pockets' ডিজিটাল ওয়ালেট কে UPI এর সাথে সংযুক্ত করতে NPCI এর সাথে কোন ব্যাংক জোটবদ্ধ হলো ?

Ans : ICICI ব্যাংক 

🌀 ICICI ব্যাংক HQ - মুম্বাই 
🌀 ICICI ব্যাংক MD & CEO - সন্দীপ বক্সী


7. প্রখ্যাত কোন লেখক এবং আর্ট কিউরেটর সম্প্রতি প্রয়াত হলেন ?

Ans : Alka Raghuvanshi 

🌀 তিনি ভারতের প্রথম প্রশিক্ষণপ্রাপ্ত আর্ট কিউরেটর
🌀 লন্ডনের গোল্ডস্মিথ কলেজ এবং অক্সফোর্ড এর মিউজিয়াম অফ মডার্ন আর্ট থেকে তিনি প্রশিক্ষণ নিয়েছেন 


8. কোভিড-19 এ শিশুদের সাহায্যার্থে পর্বতারোহী Aditya Gupta একটি বই লিখলেন যার শিরোনাম - 

Ans : 7 Lessons from Everest - Expedition Learnings from Life and Business 

🌀 1 কোটি টাকার কোভিড-19 রিলিফ ফান্ড তৈরি করার জন্য এই বইটি লিখলেন 
🌀 এই বইতে লেখক নিজের জীবনের পর্বত আরোহণ নিয়ে নানা অভিজ্ঞতার কথা লিখেছেন 


9. জুলাই এর 10 তারিখ থেকে কোন রাজ্য সরকার 'স্মার্ট কিচেন স্কিম' লঞ্চ করতে চলেছে ?

Ans : কেরালা 

🌀 রাজধানী - থিরুবনান্তপুরম
🌀 মুখ্যমন্ত্রী - পিনারায়ী ভিজয়ান
🌀 রাজ্যপাল - আরিফ মহম্মদ খান


10. রিসার্চ এবং অ্যানালিসিস উইং (RAW) এর প্রধান সামন্ত কুমার গোয়েল কে তার পদে বহাল থাকার সময়সীমা কত বাড়ানো হলো ?

Ans : 1 বছর

🌀 এছাড়া ইন্টেলিজেন্স ব্যুরো (IB) এর প্রধান অরবিন্দ কুমার কে ও আরো 1 বছরের জন্য তার পদে বহাল রাখা হলো
🌀 জুন 30 পর্যন্ত তাদের এই পদে থাকার শেষ সময়সীমা ছিল যেটি পরের বছর পর্যন্ত বাড়ানো হলো 









































Daily One - Liner Current Affairs



🌀 1. জম্মু-কাশ্মীরের মুখ্য সেক্রেটারি B.V.R Subrahmanyam কে ডিপার্টমেন্ট অফ কমার্সের স্পেশ্যাল ডিউটি অফিসার হিসেবে নিযুক্ত করা হলো

🌀 2. চতুর্থ বারের জন্য Bashar al-Assad কে সিরিয়ার রাষ্ট্রপতি পদে নিযুক্ত করা হলো

🌀 3. প্রতিবছর 29 শে মে আন্তর্জাতিক এভারেস্ট দিবস পালন করা হয়, এছাড়া এই দিনটি World Digestive Health দিবস হিসেবেও পালিত হয়

🌀 4. আন্তর্জাতিক নারকোটিক্স কন্ট্রোল বোর্ডের (INCB) প্রেসিডেন্ট পদে Jagjit Pavadia কে নির্বাচিত করা হলো 

🌀 5. ভারতীয় এয়ারফোর্সের প্রথম মহিলা ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার হলেন Aashritha V Olety

🌀 6. 'Pockets' ডিজিটাল ওয়ালেট কে UPI এর সাথে সংযুক্ত করতে NPCI এর সাথে ICICI ব্যাংক জোটবদ্ধ হলো

🌀 7. প্রখ্যাত লেখক এবং আর্ট কিউরেটর Alka Raghuvanshi সম্প্রতি প্রয়াত হলেন

🌀 8. কোভিড-19 এ শিশুদের সাহায্যার্থে পর্বতারোহী Aditya Gupta একটি বই লিখলেন যার শিরোনাম - '7 Lessons from Everest - Expedition Learnings from Life and Business'

🌀 9. জুলাই এর 10 তারিখ থেকে কেরালা রাজ্য সরকার 'স্মার্ট কিচেন স্কিম' লঞ্চ করতে চলেছে

🌀 10. রিসার্চ এবং অ্যানালিসিস উইং (RAW) এর প্রধান সামন্ত কুমার গোয়েল এবং ইন্টেলিজেন্স ব্যুরো (IB) এর প্রধান অরবিন্দ কুমার কে ও আরো 1 বছরের জন্য তাদের পদে বহাল রাখা হলো