দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 28/05/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 28/05/2021
****************
1. কোন কেন্দ্রীয় মন্ত্রী Services e-Health Assistance & Teleconsultation (SeHAT) OPD পোর্টরাল লঞ্চ করলেন ?
Ans : রাজনাথ সিং
☯ সেনাবাহিনীর সাথে যুক্ত ব্যক্তি এবং তাদের পরিবারের জন্য এই পোর্টরাল লঞ্চ করা হলো
☯ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এটি লঞ্চ করলেন
2. টোকিও অলিম্পিকে একমাত্র কোন ভারতীয় রেফারি রেফারিং এর দায়িত্ব পেলেন ?
Ans : অশোক কুমার
☯ কুস্তি প্রতিযোগিতায় তিনি দায়িত্ব পালন করবেন
☯ United World Wrestling এর পক্ষ থেকে এটি জানানো হলো
3. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কে বিভিন্ন সরকারি পলিসি, যোজনা পর্যবেক্ষণ করতে 'Guardian Ministers' হিসেবে নিযুক্ত করা হলো ?
Ans : হেমন্ত বিশ্ব শর্মা
☯ তিনি বর্তমানে আসামের প্রধানমন্ত্রী পদে কর্মরত
☯ আসাম রাজ্যপাল - জগদীশ মুখী
4. নোবেল জয়ী কোন ভারতীয় অর্থিনীতিবিদ কে '2021 Princess of Asturias আওয়ার্ড' দেওয়া হলো ?
Ans : অমর্ত্য সেন
☯ সোশ্যাল সায়েন্স বিভাগে তাকে স্পেনের এই সর্বোচ্চ সম্মান দেওয়া হলো
☯ 20 টি দেশের 41 জন প্রার্থীর মধ্যে তাকে এই সম্মানের জন্য বেছে নেওয়া হলো
5. ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস সেন্টার অর্থরিটি (IFSCA) এর ইনভেস্টমেন্ট ফান্ডসের উপর নব-গঠিত কমিটির চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হলো ?
Ans : নীলেশ শাহ
☯ IFSCA HQ - গান্ধীনগর, গুজরাট
☯ নীলেশ শাহ বর্তমানে Kotak Mahindra Asset Management এর ম্যানেজিং ডিরেক্টর
6. বিশ্ব ক্ষুধা দিবস (World Hunger Day) কবে পালিত হয় ?
Ans : 28 শে মে
☯ প্রতিবছর 28 শে মে এই দিনটি পালিত হয়, 2011 সাল থেকে এটি পালিত হয়ে আসছে
☯ এছাড়াও এই দিনটি International Day of Action for Women's Health হিসেবেও পালিত হয়
7. ভারতরত্ন প্রাপ্ত কোন প্রখ্যাত ভারতীয় বিজ্ঞানীকে 'International Eni আওয়ার্ড 2020' সম্মানে সম্মানিত করা হলো ?
Ans : C.N.R. Rao
☯ ইতালিয়ান অয়েল এন্ড গ্যাস কোম্পানির পক্ষ থেকে এই সম্মান দেওয়া হয়
☯ 2013 সালে তিনি ভারতরত্ন পান
8. বলিউড অভিনেত্রী নীনা গুপ্তার আত্মজীবনী প্রকাশিত হতে চলেছে যেটির শিরোনাম -
Ans : Sach Kahun Toh
☯ Penguin Random House India এর পক্ষ থেকে এটি প্রকাশ করা হবে
☯ 2020 তে তিনি তার লেখা এই বইতে স্কুল লাইফ থেকে স্ক্রিন লাইফ পর্যন্ত সমস্ত ঘটনা বিবৃত করেছেন
9. 5 ই জুলাই থেকে জেফ বেজসের পরিবর্তে আমাজন এর নতুন CEO কে হতে চলেছেন ?
Ans : Andy Jassy
☯ আমাজন HQ - ওয়াশিংটন
☯ প্রতিষ্ঠা - 1994
10. ইকুয়েডরের নব-নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে কে শপথ গ্রহন করলেন ?
Ans : Gullermo Lasso
☯ ইকুয়েডর রাজধানী - কুইতো
☯ কারেন্সি - ইউএস ডলার
Daily One - Liner Current Affairs
☯ 1. প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনীর সাথে যুক্ত ব্যক্তি এবং তাদের পরিবারদের জন্য Services e-Health Assistance & Teleconsultation (SeHAT) OPD পোর্টরাল লঞ্চ করলেন
☯ 2. টোকিও অলিম্পিকে একমাত্র ভারতীয় রেফারি অশোক কুমার রেফারিং এর দায়িত্ব পেলেন
☯ 3. অসম মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কে বিভিন্ন সরকারি পলিসি, যোজনা পর্যবেক্ষণ করতে 'Guardian Ministers' হিসেবে নিযুক্ত করা হলো
☯ 4. নোবেল জয়ী ভারতীয় অর্থিনীতিবিদ অমর্ত্য সেন কে '2021 Princess of Asturias আওয়ার্ড' দেওয়া হলো
☯ 5. ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস সেন্টার অর্থরিটি (IFSCA) এর ইনভেস্টমেন্ট ফান্ডসের উপর নব-গঠিত কমিটির চেয়ারম্যান পদে নীলেশ শাহ কে নিযুক্ত করা হলো
☯ 6. প্রতি বছর 28 শে মে বিশ্ব ক্ষুধা দিবস (World Hunger Day) পালিত হয়, এছাড়াও এই দিনটি International Day of Action for Women's Health হিসেবেও পালিত হয়
☯ 7. ভারতরত্ন প্রাপ্ত প্রখ্যাত ভারতীয় বিজ্ঞানী C.N.R. Rao কে 'International Eni আওয়ার্ড 2020' সম্মানে সম্মানিত করা হলো
☯ 8. বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা-র আত্মজীবনী প্রকাশিত হতে চলেছে যেটির শিরোনাম - 'Sach Kahun Toh'
☯ 9. 5 ই জুলাই থেকে জেফ বেজসের পরিবর্তে আমাজন এর নতুন CEO হতে চলেছেন Andy Jassy
☯ 10. ইকুয়েডরের নব-নির্বাচিত রাষ্ট্রপতি
হিসেবে শপথ গ্রহন করলেন Gullermo Lasso