দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 27/05/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 27/05/2021
****************
1. প্রথম ভারতীয় হিসেবে Rudolf V Schindler আওয়ার্ড জিতলো কে ?
Ans : ড: নাগেশ্বর রেড্ডি
⧉ তিনি বর্তমানে AIG Hospitals এর চেয়ারম্যান
⧉ তাকে 'the father of gastroscopy' বলা হয়
⧉ এর আগে তাকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে
2. Earth System Observatory তৈরি করতে ভারতের ISRO এর সাথে কোন স্পেস সংস্থা জোটবদ্ধ হলো ?
Ans : NASA (National Aeronautics and Space Administration)
⧉ NASA এডমিনিষ্ট্রেটর - Bill Nelson
⧉ NASA HQ - ওয়াশিংটন ডিসি
⧉ প্রতিষ্ঠা - 1958
3. 'Be With Yoga, Be At Home' এর উপর 5 টি ওয়েবিনার এর আয়োজন করলো কোন মন্ত্রক ?
Ans : আয়ুষ মন্ত্রক
⧉ আয়ুষ মন্ত্রকের সাথে রয়েছে The Art of Living, The Yoga Institute, ArhamDhyanYog
⧉ আয়ুষ মন্ত্রকের দায়িত্বে রয়েছেন - Shripad Yesso Naik
4. International Hockey Federation President's আওয়ার্ড কে জিতলেন ?
Ans : V Karthikeyan Pandian
⧉ ওড়িশা মুখ্যমন্ত্রী নভীন পট্টনায়েক এর প্রাইভেট সেক্রেটারিকে এই সম্মান দেওয়া হলো
⧉ 47 তম FIH Congress এর মাধ্যমে এই পুরস্কার দেওয়া হয়
5. 2021 PGA চ্যাম্পিয়নশিপ কে জিতলেন ?
Ans : Phil Mickelson
⧉ আমেরিকান এই গল্ফ প্লেয়ার 50 বছর বয়সে চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়লেন
⧉ এটি তার কেরিয়ারের ষষ্ঠ বড় খেতাব
6. কোন দেশে ভারতের নতুন Consulate General (দূতাবাস) খোলার অনুমতি দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ ?
Ans : মালদ্বীপ
⧉ মালদ্বীপ রাজধানী - মালে
⧉ কারেন্সি - মালদ্বীপীয়ান রুফিয়া
7. বিশ্বের প্রথম WHO BioHub ফ্যাসিলিটি লঞ্চ করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করলো ?
Ans : সুইজারল্যান্ড
⧉ WHO ডিরেক্টর জেনারেল - Tedros Adhanom Ghebreyesus
⧉ WHO HQ - জেনেভা
⧉ সুইজারল্যান্ডের রাজধানী - বার্ন
⧉ কারেন্সি - সুইস ফ্রাঙ্ক
8. UN Peacekeepers দের জন্য ভারত কোন মোবাইল টেক প্লাটফর্ম লঞ্চ করতে চলেছে ?
Ans : UNITE AWARE
⧉ ভারতের ইউনাইটেড নেশন্স সিকিউরিটি কাউন্সিলের (UNSC) প্রেসিডেন্সিতে ভারত এটি লঞ্চ করবে
⧉ UNSC HQ - নিউইয়র্ক
⧉ UNSC বর্তমান প্রেসিডেন্ট দেশ - চীন (2021)
9. লক্ষী ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং দুয়ারে রেশন নামক তিনটি প্রকল্প চালু করলো কোন রাজ্য সরকার ?
Ans : পশ্চিমবঙ্গ
⧉ লক্ষী ভান্ডার প্রকল্পে প্রত্যেক গৃহনীকে মাসে 500 টাকা ( SC, ST ক্ষেত্রে 1000 টাকা) দেওয়া হবে
⧉ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে উচ্চ শিক্ষার জন্য ছাত্র-ছাত্রীরা 10 লক্ষ টাকা পর্যন্ত লোন পাবে মাত্র 4% সুদে
⧉ এবং দুয়ারে রেশন প্রকল্পে 1.5 কোটি রাজ্যবাসীর বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হবে
10 39 টি ট্রাইবাল জেলায় Van Dhyan Vikas কেন্দ্র বাস্তবায়িত করতে TRIFED কোন সংস্থার সাথে জোটবদ্ধ হলো ?
Ans : নীতি আয়োগ
⧉ নীতি আয়োগ CEO - অমিতাভ কান্ত
⧉ HQ - নতুন দিল্লী
⧉ TRIFED HQ - নতুন দিল্লী
⧉ MD - প্রবীর কৃষ্ণা
Daily One - Liner Current Affairs
⧉ 1. প্রথম ভারতীয় হিসেবে Rudolf V Schindler আওয়ার্ড জিতলেন ড: নাগেশ্বর রেড্ডি
⧉ 2. Earth System Observatory তৈরি করতে ভারতের ISRO এর সাথে NASA (National Aeronautics and Space Administration) জোটবদ্ধ হলো
⧉ 3. 'Be With Yoga, Be At Home' এর উপর 5 টি ওয়েবিনার এর আয়োজন করলো আয়ুষ মন্ত্রক
⧉ 4. International Hockey Federation President's আওয়ার্ড জিতলেন ওড়িশা মুখ্যমন্ত্রী নভীন পট্টনায়েক এর প্রাইভেট সেক্রেটারি V Karthikeyan Pandian
⧉ 5. আমেরিকান গল্ফ প্লেয়ার Phil Mickelson 50 বছর বয়সে 2021 PGA চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়লেন
⧉ 6. মালদ্বীপে ভারতের নতুন Consulate General (দূতাবাস) খোলার অনুমতি দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ
⧉ 7. বিশ্বের প্রথম WHO BioHub ফ্যাসিলিটি লঞ্চ করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সুইজারল্যান্ডের সাথে চুক্তি স্বাক্ষর করলো
⧉ 8. UN Peacekeepers দের জন্য ভারত 'UNITE AWARE' নামক মোবাইল টেক প্লাটফর্ম লঞ্চ করতে চলেছে
⧉ 9. লক্ষী ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং দুয়ারে রেশন নামক তিনটি প্রকল্প চালু করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার
⧉ 10. 39 টি ট্রাইবাল জেলায় Van Dhyan Vikas কেন্দ্র বাস্তবায়িত করতে TRIFED নীতি আয়োগের সাথে জোটবদ্ধ হলো