দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 26/05/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 26/05/2021
****************
1. 2021 Asia-Pacific Stevie আওয়ার্ড এ 'Most Valuable Medical Innovation' গোল্ড আওয়ার্ড জিতলো কোন সংস্থা ?
Ans : SpiceHealth
💊 SpiceJet এরই হেলথ কেয়ার কোম্পানি হলো SpiceHealth
💊 এশিয়া-প্যাসিফিক রিজিয়নের 29 টি দেশের মধ্যে এই পুরস্কার দেওয়া হয়
2. পুরুষ বিভাগে জেনেভা ওপেন টেনিস খেতাব কে জিতলেন ?
Ans : Casper Ruud
💊 ফাইনালে Denis Shapovalov কে হারিয়ে তিনি এই খেতাব জিতলেন
💊 Casper Ruud নরওয়ের নাগরিক
3. সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এর ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হলো ?
Ans : সুবোধ কুমার জেইসওয়াল
💊 CBI HQ - নতুন দিল্লী
💊 প্রতিষ্ঠা - 1963
4. 2021-22 অর্থবর্ষে Barclays সংস্থা ভারতের জিডিপি কত নির্ধারণ করলো ?
Ans : 7.7%
💊 করোনার তৃতীয় ঢেউ এর পর ভারতের জিডিপি 7.7% এ দাঁড়াবে বলেই ধারণা তাদের
💊 আর্থিক মূল্য $ 42.6 বিলিয়ন পর্যন্ত বাড়তে পারে বলেই ধারণা
5. 74 তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির সভাপতিত্ব করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী ?
Ans : ড: হর্ষবর্ধন
💊 কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী এটিতে অংশগ্রহণ করলেন
💊 WHO এর ডিরেক্টর জেনারেল Dr Tedros এই ইভেন্টে উপস্থিত ছিলেন
6. কৃষিক্ষেত্রে সহায়তার জন্য ভারত কোন দেশের সাথে 3 বছরের জন্য প্রোগ্রাম চুক্তি স্বাক্ষর করলো ?
Ans : ইজরায়েল
💊 ইজরায়েল রাজধানী - জেরুসালেম
💊 কারেন্সি - শেকেল
7. সম্প্রতি কোন দেশের অলিম্পিক দৌড়বিদ Lee Evans প্রয়াত হলেন ?
Ans : আমেরিকা যুক্তরাষ্ট্র
💊 তিনি মেক্সিকো সিটি গেমসে সোনা জেতেন, 400 মিটার রেস 44 সেকেন্ডে শেষ করে ইতিহাস গড়ে তোলেন
💊 1968 এর অলিম্পিকে তার বিশেষ ধরনের প্রতিবাদের কারণে তিনি স্মরণীয় হয়ে রয়েছেন
💊 এছাড়া ফর্মুলা ওয়ানের গভর্নিং বডির প্রাক্তন প্রধান Max Mosley প্রয়াত হলেন
8. ইজরায়েলের ইন্টেলিজেন্স এজেন্সি Mossad এর পরবর্তী প্রধান পদে কাকে নিযুক্ত করা হলো ?
Ans : David Barnea
💊 ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নাটায়ানহু তাকে নিযুক্ত করলেন
💊 এর আগে এই পদে ছিলেন Yossi Cohen
9. রিপাবলিক অফ কঙ্গোর নতুন প্রধানমন্ত্রী পদে কাকে নিযুক্ত করা হলো ?
Ans : Anatole Collinet Makosso
💊 এর আগে এই পদে ছিলেন Clement Mouamba
💊 কঙ্গোর রাজধানী - Brazzaville
💊 কারেন্সি - কঙ্গোলিজ ফ্রাঙ্ক
10. পাঞ্জাব সরকার মোহালি আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কি রাখলো ?
Ans : অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র আন্তর্জাতিক হকি স্টেডিয়াম
💊 এছাড়া অলিম্পিয়ান বলবীর সিং এর নামে রাজ্যের হকি প্লেয়ারদের জন্য স্কলারশিপ স্কিম লঞ্চ করা হলো
💊 পাঞ্জাব রাজধানী - চন্ডীগর
💊 মুখ্যমন্ত্রী - ক্যাপটেন অমরিন্দার সিং
💊 রাজ্যপাল - ভি পি সিং বাদনর
Daily One - Liner Current Affairs
💊 1. 2021 Asia-Pacific Stevie আওয়ার্ড এ 'Most Valuable Medical Innovation' গোল্ড আওয়ার্ড জিতলো SpiceHealth সংস্থা
💊 2. পুরুষ বিভাগে জেনেভা ওপেন টেনিস খেতাব জিতলেন নরওয়ের Casper Ruud
💊 3. সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এর ডিরেক্টর পদে সুবোধ কুমার জেইসওয়াল কে নিযুক্ত করা হলো
💊 4. 74 তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির সভাপতিত্ব করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী ড: হর্ষবর্ধন
💊 5. 2021-22 অর্থবর্ষে Barclays সংস্থা ভারতের জিডিপি 7.7% নির্ধারণ করলো
💊 6. কৃষিক্ষেত্রে সহায়তার জন্য ভারত ইজরায়েলের সাথে 3 বছরের জন্য প্রোগ্রাম চুক্তি স্বাক্ষর করলো
💊 7. সম্প্রতি US এর অলিম্পিক দৌড়বিদ Lee Evans প্রয়াত হলেন, এছাড়া ফর্মুলা ওয়ানের গভর্নিং বডির প্রাক্তন প্রধান Max Mosley প্রয়াত হলেন
💊 8. ইজরায়েলের ইন্টেলিজেন্স এজেন্সি Mossad এর পরবর্তী প্রধান পদে David Barnea কে নিযুক্ত করা হলো
💊 9. রিপাবলিক অফ কঙ্গোর নতুন প্রধানমন্ত্রী পদে Anatole Collinet Makosso কে নিযুক্ত করা হলো
💊 10. পাঞ্জাব সরকার মোহালি আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র আন্তর্জাতিক হকি স্টেডিয়াম রাখলো