দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 29/04/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 29/04/2021
****************
1. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) 2022 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি কত নির্ধারণ করলো ?
Ans : 11%
⧉ 2023 অর্থবর্ষের জন্য 7% নির্ধারণ করেছে
⧉ ADB HQ - ম্যানিলা, ফিলিপিন্স
⧉ ADB প্রেসিডেন্ট - Masatsugu Asakawa
⧉ প্রতিষ্ঠা - 1966
2. আন্তর্জাতিক নৃত্য দিবস কবে পালন করা হয় ?
Ans : 29 শে এপ্রিল
⧉ এ বছরের থিম - Purpose of dance
⧉ 1982 সালে প্রথম এই দিনটি পালিত হয়
3. Chandler Good Government সূচী 2021 অনুযায়ী ভারত কততম স্থান অধিকার করলো ?
Ans : 49 তম
⧉ এই তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড, দ্বিতীয় সুইজারল্যান্ড, তৃতীয় সিঙ্গাপুর
⧉ 104 টি দেশের এই তালিকার একবারে নিচে রয়েছে ভেনেজুয়েলা
4. কোন দেশ Long March 6 রকেটের মাধ্যমে মহাকাশে 'NEO - 01' নামক প্রোটোটাইপ রোবট লঞ্চ করলো ?
Ans : চীন
⧉ রাজধানী - বেজিং
⧉ কারেন্সি - Renminbi
5. ভারতীয় ডিফেন্স রিসার্চ সংস্থা DRDO সম্প্রতি কোন মিসাইলের সফল পরীক্ষণ সম্পন্ন করলো ?
Ans : Python - 5
⧉ 5th জেনারেশনের এই মিসাইল টি Air-to-Air টার্গেট এ আঘাত করতে সক্ষম
⧉ এটি তৈরি করেছে Light Combat Aircraft, Tejas
⧉ DRDO HQ - নতুন দিল্লি
⧉ চেয়ারম্যান - জি সতীশ রেড্ডি
6. ভারত কোন কোন দেশের সাথে মিলিত ভাবে 'Supply Chain Resilience ইনিশিয়েটিভ' লঞ্চ করলো ?
Ans : জাপান এবং অস্ট্রেলিয়া
⧉ চীনের উপর নির্ভরশীলতা কমাতেই এই পদক্ষেপ
⧉ অস্ট্রেলিয়া রাজধানী - ক্যানবেরা
⧉ কারেন্সি - ডলার
⧉ জাপান রাজধানী - টোকিও
⧉ কারেন্সি - ইয়েন
7. প্রথম কোন ভারতীয় তথা এশিয়ান মহিলা 'Wild Innovator Award' জিতলেন ?
Ans : Krithi Karanth
⧉ Wild Elements ফাউন্ডেশনের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়
⧉ বর্তমানে তিনি সেন্টার ফর ওয়াইল্ডলাইফ স্টাডিজের ডিরেক্টর এবং চিফ কনজার্ভেশন সায়েন্টিস্ট পদে কর্মরত
8. কোভিড-19 এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) ভারত কে কত টাকা অর্থ সাহায্য করলো ?
Ans : $ 1.5 বিলয়ন ( 1.11 লাখ কোটি )
⧉ এশিয়া এবং প্যাসিফিক দেশ গুলিকে ADB মোট $ 31.6 বিলিয়ন অর্থ সাহায্য করবে
⧉ ADB প্রতিষ্ঠা - 1966
⧉ সদস্য দেশ - 68 টি
⧉ এছাড়া এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য গুগল ভারতকে 135 কোটি টাকা অর্থ সাহায্য করলো
9. ভারতের কোথায় Integrated Solar Dryer এবং Pyrolysis Pilot Plant এর শিলান্যাস করা হলো ?
Ans : চেন্নাই, তামিলনাড়ু
⧉ তামিলনাডু মুখ্যমন্ত্রী - Edappadi K. Palaniswami
⧉ রাজ্যপাল - বনওয়ারিলাল পুরোহিত
10. বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) এর প্রথম মহিলা কমান্ডিং অফিসার পদে কাকে নিযুক্ত করা হলো ?
Ans : Vaishali Hiwase
⧉ BRO প্রতিষ্ঠা - 1960
⧉ আগে এই সংস্থা টি মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়ের অধীনে ছিল, বর্তমানে এটি মিনিস্ট্রি অফ ডিফেন্সের অধীনে রয়েছে
Daily One - Liner Current Affairs
⧉ 1. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) 2022 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি 11% নির্ধারণ করলো
⧉ 2. প্রতিবছর আন্তর্জাতিক নৃত্য দিবস 29 শে এপ্রিল পালন করা হয়, এ বছরের থিম - Purpose of dance
⧉ 3. Chandler Good Government সূচী 2021 অনুযায়ী ভারত 49 তম স্থান অধিকার করলো, শীর্ষে ফিনল্যান্ড
⧉ 4. প্রতিবেশী দেশ চীন Long March 6 রকেটের মাধ্যমে মহাকাশে 'NEO - 01' নামক প্রোটোটাইপ রোবট লঞ্চ করলো
⧉ 5. ভারতীয় ডিফেন্স রিসার্চ সংস্থা DRDO সম্প্রতি 5th জেনারেশনের Air-to-Air টার্গেট করতে সক্ষম Python - 5 মিসাইলের সফল পরীক্ষণ সম্পন্ন করলো
⧉ 6. চীনের উপর নির্ভরশীলতা কমাতে ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া মিলিত ভাবে 'Supply Chain Resilience ইনিশিয়েটিভ' লঞ্চ করলো
⧉ 7. প্রথম ভারতীয় তথা এশিয়ান মহিলা হিসেবে 'Wild Innovator Award' জিতলেন Krithi Karanth
⧉ 8. কোভিড-19 এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) ভারত কে $ 1.5 বিলিয়ন অর্থ সাহায্য করলো, এছাড়াও এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য গুগল ভারতকে 135 কোটি টাকা অর্থ সাহায্য করলো
⧉ 9. তামিলনাড়ুর চেন্নাই তে Integrated Solar Dryer এবং Pyrolysis Pilot Plant এর শিলান্যাস করা হলো
⧉ 10. বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) এর প্রথম মহিলা কমান্ডিং অফিসার পদে Vaishali Hiwase কে নিযুক্ত করা হলো