দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 28/04/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 28/04/2021

****************


1. মারুতি সুজুকির প্রাক্তন কোন ম্যানেজিং ডিরেক্টর সম্প্রতি প্রয়াত হলেন ?

Ans : জগদীশ খাট্টার

📚 1993 সাল থেকে 2007 পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন 
📚 তার আমলেই মারুতি সুজুকি ভারতের বৃহত্তম কোম্পানিতে পরিণত হয় 
📚 এছাড়া প্রখ্যাত গুজরাটি কবি এবং লোকসংগীত গায়ক Dadudan Gadhvi প্রয়াত হলেন 


2. গ্লোবাল ভ্যাক্সিনেশন ড্রাইভ এর জন্য মানুষকে অনুপ্রাণিত করতে কোন UNICEF Goodwill আম্বাসাডর কে নিযুক্ত করা হলো ?

Ans : ডেভিড বেকহাম 

📚 UNICEF HQ - নিউইয়র্ক 
📚 UNICEF এক্সিকিউটিভ ডিরেক্টর - Henrietta H. Fore


3. প্রখ্যাত আমেরিকান লেখক ঝুম্পা লাহিড়ীর নতুন একটি উপন্যাস প্রকাশিত হতে চলেছে যার নাম - 

Ans : Whereabouts

📚 এই বইটি ইতালিয়ান উপন্যাস 'Ias Dove Mi Trovo' এর ইংরেজি অনুবাদ 
📚 ইতালিয়ান উপন্যাস টিও তার নিজের লেখা যেটি মুক্তি পেয়েছিল 2018 সালে 


4. SIPRI Military Expenditure Database অনুযায়ী সামরিক শক্তির জন্য খরচের নিরিখে ভারত কততম স্থান অধিকার করলো ?

Ans : তৃতীয় 

📚 ভারতের 2020 সালে মোট খরচ হয়েছে $ 72.9 বিলিয়ন 
📚 এই তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র ( $ 778 বিলিয়ন ) 


5. ভারতের প্রথম কোন আরবান কো-অপারেটিভ ব্যাংক স্মল ফাইন্যান্স ব্যাংক হিসেবে কাজ শুরু করলো ? 

Ans : Shivalik Mercantile Co-operative ব্যাংক 

📚 বর্তমানে এই ব্যাংক টি Shivalik Small ফাইন্যান্স ব্যাংকে পরিণত হলো 
📚 এই ব্যাংকের MD এবং CEO - সুবির কুমার গুপ্ত 


6. কোন দেশ তাদের প্রথম মঙ্গল রোভারের এর নাম 'Zhurong' রাখলো ?

Ans : চীন 

📚 চায়না ন্যাশনাল স্পেস এডমিনিষ্ট্রেশন এই নামকরণ করলো 
📚 চীন রাজধানী - বেজিং 
📚 কারেন্সি - Renminbi


7. মার্কেট রেগুলেটর SEBI কাকে NCDEX ( National Commodity & Derivatives Exchange Limited ) এর MD এবং CEO পদে নিযুক্ত করলো ?

Ans : Arun Raste 

📚 NCDEX HQ - মুম্বাই 
📚 NCDEX প্রতিষ্ঠা - 2003 


8. PESB কাকে BEML ( Bharat Earth Movers Limited ) এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদে নিযুক্ত করলো ?

Ans : অমিত ব্যানার্জি 

📚 BEML HQ - বেঙ্গালুরু 
📚 BEML প্রতিষ্ঠা - 1964 


9. এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে কে সোনা জিতলেন ?

Ans : Jhilli Dalabehera

📚 মহিলাদের 45 কেজি বিভাগে তিনি সোনা জিতলেন 
📚 এছাড়া Mirabai Chanu 49 কেজি তে ব্রোঞ্জ মেডেল জিতলেন 


10. রেলওয়ে নেটওয়ার্ক বিস্তৃতি এবং রেলের কাজকর্ম আরো উন্নত করতে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের (NFR) সাথে কোন আইআইটি চুক্তি স্বাক্ষর করলো ?

Ans : আইআইটি গুয়াহাটি 

📚 NFR এর নেটওয়ার্ক বিহার এবং পশ্চিমবঙ্গে বাড়ানো হবে ,সেক্ষেত্রে আইআইটি গুয়াহাটি সাহায্য করবে রেলের প্রজেক্টে 
📚 NFR HQ - মালিগাঁও, গুয়াহাটি, অসম 



































Daily One - Liner Current Affairs



📚 1. মারুতি সুজুকির প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর জগদীশ খাট্টার সম্প্রতি প্রয়াত হলেন, এছাড়া প্রখ্যাত গুজরাটি কবি এবং লোকসংগীত গায়ক Dadudan Gadhvi প্রয়াত হলেন

📚 2. গ্লোবাল ভ্যাক্সিনেশন ড্রাইভ এর জন্য মানুষকে অনুপ্রাণিত করতে UNICEF Goodwill আম্বাসাডর ডেভিড বেকহাম কে নিযুক্ত করা হলো

📚 3. প্রখ্যাত আমেরিকান লেখক ঝুম্পা লাহিড়ীর নতুন একটি উপন্যাস প্রকাশিত হতে চলেছে যার নাম - 'Whereabouts'

📚 4. SIPRI Military Expenditure Database অনুযায়ী সামরিক শক্তির খরচের নিরিখে ভারত তৃতীয় স্থান অধিকার করলো, প্রথম আমেরিকা যুক্তরাষ্ট্র

📚 5. ভারতের প্রথম আরবান কো-অপারেটিভ ব্যাংক Shivalik Mercantile Co-operative ব্যাংক Shivalik Small ফাইন্যান্স ব্যাংক হিসেবে কাজ শুরু করলো

📚 6. চীনের ন্যাশনাল স্পেস এডমিনিষ্ট্রেশন তাদের প্রথম মঙ্গল রোভারের এর নাম 'Zhurong' রাখলো

📚 7. মার্কেট রেগুলেটর SEBI Arun Raste কে NCDEX ( National Commodity & Derivatives Exchange Limited ) এর MD এবং CEO পদে নিযুক্ত করলো 

📚 8. PESB অমিত ব্যানার্জি কে BEML ( Bharat Earth Movers Limited ) এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদে নিযুক্ত করলো 

📚 9. এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে 45 কেজি বিভাগে সোনা জিতলেন Jhilli Dalabehera, এবং Mirabai Chanu 49 কেজি তে ব্রোঞ্জ মেডেল জিতলেন

📚 10. রেলওয়ে নেটওয়ার্ক বিস্তৃতি এবং রেলের কাজকর্ম আরো উন্নত করতে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের (NFR) সাথে আইআইটি গুয়াহাটি চুক্তি স্বাক্ষর করলো