দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 27/04/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 27/04/2021
****************
1. ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) প্রাইভেট ব্যাংক গুলির MD এবং CEO পদে বহাল থাকার সীমা সর্বোচ্চ কত বছর পর্যন্ত বেঁধে দিলো ?
Ans : 15 বছর
🎲 এছাড়া বয়সের সীমা 70 বছর পর্যন্ত বেঁধে দিলো
🎲 স্মল ফাইন্যান্স ব্যাংক গুলোর ক্ষেত্রেও এই নতুন নিয়ম প্রযোজ্য হবে
🎲 RBI গভর্নর - শক্তিকান্ত দাস ( 25 তম )
🎲 RBI HQ - মুম্বাই
2. কোন রাজ্য সরকার 'ই-পঞ্চায়েতি পুরস্কার 2021' জিতলো ?
Ans : উত্তর প্রদেশ
🎲 ক্যাটাগরি 1 এ উত্তর প্রদেশ প্রথম স্থান অধিকার করলো
🎲 উত্তরপ্রদেশ রাজধানী - লখনৌউ
🎲 মুখ্যমন্ত্রী - যোগী আদিত্যনাথ
🎲 রাজ্যপাল - আনন্দীবেন প্যাটেল
3. কোন টেনিস তারকা বার্সেলোনা ওপেন 2021 এর খেতাব জিতলো ?
Ans : রাফায়েল নাদাল
🎲 গ্রিসের Stefanos Tsitsipas কে হারিয়ে এই খেতাব জিতলেন
🎲 এটি নাদালের 12 তম বার্সেলোনা খেতাব জয়
4. কোন দেশে পৃথিবীর সবথেকে শক্তিশালী ওয়েদার এবং ক্লাইমেট চেন্জ ফোরকাস্টিং সুপার কম্পিউটার 2022 এর মধ্যে চালু চলেছে ?
Ans : ইউনাইটেড কিংডম
🎲 এই সুপার কম্পিউটার টি তৈরি করতে খরচ হবে 12,400 কোটি টাকা
🎲 UK প্রধানমন্ত্রী - বরিস জনসন
🎲 UK এর প্রচলিত মুদ্রা - পাউন্ড স্টার্লিং
5. 2021 অর্থবর্ষের জন্য অক্সফোর্ড ইকোনমিক্স ভারতের জিডিপি কত নির্ধারণ করলো ?
Ans : 10.2%
🎲 এর আগে তারা ভারতের জিডিপি 11.8% নির্ধারণ করেছিল
🎲 এছাড়া IMF ভারতের ইকোনমি 12.5% নির্ধারণ করেছে
6. যুব ইনভেস্টরদের জন্য ডিজিটাল প্লাটফর্ম Paytm কোন কমিউনিটি লঞ্চ করলো ?
Ans : Wealth Community
🎲 Paytm HQ - নয়ডা, উত্তরপ্রদেশ
🎲 Paytm CEO - বিজয় শেখর শর্মা
7. জ্ঞানপিঠ পুরস্কার প্রাপ্ত লেখক অমিতাভ ঘোষের নতুন একটি প্রকাশিত হতে চলেছে যার নাম -
Ans : "The Living Mountain"
🎲 বইটির প্রকাশনা করবে HarperCollins Publishers India
🎲 হিন্দির পাশাপাশি এই বইটি ই-বুক এবং অডিওবুক ফরম্যাটেও প্রকাশ করা হবে
8. ক্ষুদ্র এবং মাঝারি কৃষকদের জন্য সোলার পাম্প ফাইন্যান্সিং এর উপর SwitchON ফাউন্ডেশন কোন ব্যাঙ্ক এর সাথে চুক্তিবদ্ধ হলো ?
Ans : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
🎲 PNB HQ - নতুন দিল্লী
🎲 MD & CEO - এস এস মল্লিকার্জুন রাও
9. সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার পদে কাকে নিযুক্ত করা হলো ?
Ans : সঞ্জয় কোঠারী
🎲 রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ এর তত্ত্বাবধানে তিনি নতুন পদের শপথ গ্রহণ করলেন
🎲 সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন (CVC) 🎲 প্রতিষ্ঠা - 1964
🎲 CVC HQ - নতুন দিল্লী
10. প্রাক্তন কোন সুপ্রিম কোর্টের বিচারপতি সম্প্রতি প্রয়াত হলেন ?
Ans : Mohan M Shantanagoudar
🎲 সুপ্রিম কোর্টে বিচারপতি পদে তিনি 2023 সাল পর্যন্ত বহাল ছিলেন
🎲 এছাড়া প্রখ্যাত নিউক্লিয় বিজ্ঞানী Krishnamurthy Santhanam প্রয়াত হলেন
Daily One - Liner Current Affairs
🎲 1. ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) প্রাইভেট ব্যাংক গুলির MD এবং CEO পদে বহাল থাকার সময়সীমা সর্বোচ্চ 15 বছর এবং সর্বোচ্চ বয়স সীমা 70 বছর পর্যন্ত বেঁধে দিলো
🎲 2. উত্তরপ্রদেশ রাজ্য সরকার 'ই-পঞ্চায়েতি পুরস্কার 2021' জিতলো
🎲 3. টেনিস তারকা রাফায়েল নাদাল বার্সেলোনা ওপেন 2021 এর খেতাব জিতলো
🎲 4. ইউনাইটেড কিংডমে পৃথিবীর সবথেকে শক্তিশালী ওয়েদার এবং ক্লাইমেট চেন্জ ফোরকাস্টিং সুপার কম্পিউটার 2022 এর মধ্যে চালু চলেছে
🎲 5. 2021 অর্থবর্ষের জন্য অক্সফোর্ড ইকোনমিক্স ভারতের জিডিপি 10.2% নির্ধারণ করলো, এছাড়া IMF ভারতের ইকোনমি 12.5% নির্ধারণ করেছে
🎲 6. যুব ইনভেস্টরদের জন্য ডিজিটাল প্লাটফর্ম Paytm 'Wealth Community' লঞ্চ করলো
🎲 7. জ্ঞানপিঠ পুরস্কার প্রাপ্ত লেখক অমিতাভ ঘোষের নতুন একটি প্রকাশিত হতে চলেছে যার নাম - "The Living Mountain"
🎲 8. সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার পদে সঞ্জয় কোঠারী কে নিযুক্ত করা হলো
🎲 9. ক্ষুদ্র এবং মাঝারি কৃষকদের জন্য সোলার পাম্প ফাইন্যান্সিং এর উপর SwitchON ফাউন্ডেশন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হলো
🎲 10. সুপ্রিম কোর্টের কর্মরত বিচারপতি Mohan M Shantanagoudar সম্প্রতি প্রয়াত হলেন, এছাড়া প্রখ্যাত নিউক্লিয় বিজ্ঞানী Krishnamurthy Santhanam প্রয়াত হলেন