দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 26/04/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 26/04/2021

*****************



1. World Intellectual Property দিবস কবে পালন করা হয় ? 

Ans : 26 শে এপ্রিল 

⦿ World Intellectual Property Organization 2000 সাল থেকে এই দিনটি পালন করে আসছে 
⦿ এ বছরের থিম - Intellectual property and small business : Taking big ideas to market


2. ভারতের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স কোন স্কিমের সময়সীমা 30 শে জুন, 2021 পর্যন্ত বাড়িয়ে দিলো ?

Ans : Vivad se Vishwas

⦿ ট্যাক্সদাতাদের জন্য এই স্কিমটি 2020 এর বাজেটে ঘোষণা করা হয়েছিল 
⦿ চলতি বছরের করোনা প্রভাবের জন্য এর সময়সীমা বাড়ানো হলো 


3. ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) কোন রাজ্যের Bhagyodaya Friends Urban Co-operative Bank লিমিটেড এর লাইসেন্স বাতিল করলো ?

Ans : মহারাষ্ট্রের 

⦿ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী - উদ্ধ্বব ঠাকরে
⦿ রাজ্যপাল - ভগৎ সিং কোশ্যারি


4. ইউনাইটেড কিংডম (UK) সম্প্রতি কোন নতুন কারেন্সি কে মান্যতা দিলো ?

Ans : Britcoin

⦿ UK প্রধানমন্ত্রী - বরিস জনসন 
⦿ UK এর প্রচলিত মুদ্রা - পাউন্ড স্টার্লিং 


5. McDonald এর নতুন ব্র্যান্ড আম্বাসাডর পদে কাকে নিযুক্ত করা হলো ?

Ans : রশ্মিকা মন্দনা 

⦿ McDonald HQ - শিকাগো
⦿ CEO - Chris Kempczinski


6. 93 তম অস্কার আওয়ার্ড এ সেরা সিনেমার খেতাব পেলো কোন সিনেমা ?

Ans : Nomadland 

⦿ এছাড়া সেরা ডিরেক্টর হলেন - Chloe Zhao
⦿ সেরা অভিনেতা - Anthony Hopkins 
⦿ সেরা অভিনেত্রী - Frances McDormand


7. কোন প্রখ্যাত হিন্দুস্তান ক্লাসিকাল গায়ক প্রয়াত হলেন ?

Ans : রজন মিশ্র 

⦿ 70 বছর বয়সে তিনি প্রয়াত হলেন 
⦿ রজন মিশ্র এবং তার ভাই সজন মিশ্রর সংগীত জুটিকে অনেক আগেই পদ্মভূষণ এবং সাহিত্য একাডেমি আওয়ার্ড এ সম্মানিত করা হয়েছে 


8. কোন দেশের স্পেস এজেন্সি 2025 এর মধ্যে সম্পূর্ণ নিজেদের স্পেস স্টেশন লঞ্চ করতে চলেছে ? 

Ans : রাশিয়া 

⦿ রাশিয়ার Roscosmos 2025 এর মধ্যে নিজস্ব একটি স্পেস স্টেশন গড়ে তুলতে চলেছে 
⦿ বর্তমান আন্তর্জাতিক স্পেস স্টেশনটি 1998 সালে রাশিয়া, US, জাপান, কানাডা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির সহযোগিতায় তৈরি হয় 


9. পোল্যান্ডে অনুষ্ঠিত AIBA ইয়ুথ ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত কত গুলি মেডেল জিতলো ?

Ans : 11 টি 

⦿ ভারত মোট 8 টি সোনা এবং 3 টি ব্রোঞ্জ জিতেছে এই ট্যুরনামেন্টে
⦿ 52 টি দেশের 414 জন বক্সার এই ইভেন্টে অংশগ্রহণ করেছিল 


10. 5G প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং সাবমেরিন সিস্টেমে সহযোগিতা করার জন্য জাপানিজ টেলিকম কোম্পানি NTT কোন ভারতীয় সংস্থার সাথে জোটবদ্ধ হলো ?

Ans : India's Telecommunications Consultants of India Limited (TCIL) 

⦿ NTT 5G নেটওয়ার্ক পরিষেবার টেকনোলজি প্রোভাইডার হিসেবে কাজ করবে 
⦿ TCIL চেয়ারম্যান - সঞ্জীব কুমার 




























Daily One - Liner Current Affairs


⦿ 1. প্রতিবছর 26 শে এপ্রিল World Intellectual Property দিবস পালন করা হয়, এ বছরের থিম - Intellectual property and small business : Taking big ideas to market

⦿ 2. ভারতের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স 'Vivad se Vishwas' স্কিমের সময়সীমা 30 শে জুন, 2021 পর্যন্ত বাড়িয়ে দিলো

⦿ 3. ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) মহারাষ্ট্রের Bhagyodaya Friends Urban Co-operative Bank লিমিটেড এর লাইসেন্স বাতিল করলো

⦿ 4. ইউনাইটেড কিংডম (UK) সম্প্রতি 'Britcoin' কে নতুন কারেন্সি হিসাবে মান্যতা দিলো

⦿ 5. McDonald এর নতুন ব্র্যান্ড আম্বাসাডর পদে রশ্মিকা মন্দনা কে নিযুক্ত করা হলো 

⦿ 6. 93 তম অস্কার আওয়ার্ড এ সেরা সিনেমার খেতাব পেলো Nomadland, এছাড়া সেরা ডিরেক্টর হলেন - Chloe Zhao, সেরা অভিনেতা - Anthony Hopkins , সেরা অভিনেত্রী - Frances McDormand

⦿ 7. প্রখ্যাত হিন্দুস্তান ক্লাসিকাল গায়ক রজন মিশ্র প্রয়াত হলেন

⦿ 8. রাশিয়ার স্পেস এজেন্সি Roscosmos, 2025 এর মধ্যে নিজস্ব একটি স্পেস স্টেশন গড়ে তুলতে চলেছে 

⦿ 9. পোল্যান্ডে অনুষ্ঠিত AIBA ইয়ুথ ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত 11 টি ( 8 টি সোনা এবং 3 টি ব্রোঞ্জ ) মেডেল জিতলো

⦿ 10. 5G প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং সাবমেরিন সিস্টেমে সহযোগিতার জন্য জাপানিজ টেলিকম কোম্পানি NTT ভারতীয় সংস্থা India's Telecommunications Consultants of India Limited (TCIL) এর সাথে জোটবদ্ধ হলো