দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 28/02/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 28/02/2021
***********************************
1. AU Small Finance Bank কাকে প্রেসিডেন্ট এবং CTO পদে নিযুক্ত করলো ?
Ans : শরদ গোকলানি
■ এর আগে তিনি ভারতী এয়ারটেলের সাথে যুক্ত ছিলেন
■ AU Small Finance ব্যাংক প্রতিষ্ঠা - 2017
2. US Bank এর ব্লকচেন টেকনোলজি ব্যবহারের জন্য JPMorgan এর সাথে কোন ব্যাংক যুক্ত হলো ?
Ans : স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
■ JPMorgan CEO - Jamie Dimon
■ JPMorgan HQ - নিউইয়র্ক
■ SBI HQ - মুম্বাই
■ SBI চেয়ারপারসন - দীনেশ কুমার খাড়া
■ প্রতিষ্ঠা - 1955
3. 16 তম FICCI হায়ার এডুকেশন সামিট 2021 এর সভাপতিত্ব করলেন কে ?
Ans : রমেশ পোখরিয়াল ( নিশাঙ্ক )
■ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ( নিশাঙ্ক ) এটির সভাপতিত্ব করলেন
■ FICCI প্রেসিডেন্ট - উদয় শংকর
■ FICCI HQ - নতুন দিল্লী
4. ভারত নেপালের সাথে মোট কতগুলি চুক্তি স্বাক্ষর করলো ?
Ans : 4 টি
■ এছাড়া ভারত নেপাল কে $ 530 মিলিয়ন অর্থ সাহায্য করতে চলেছে
■ নেপাল রাষ্ট্রপতি - বিদ্যদেবী ভান্ডারী
■ প্রধানমন্ত্রী - কে পি শর্মা ওলি
5. National Consumer Dispute Redressal Commission (NCDRC) কনজিউমার দের অভিযোগ রেজিষ্টারের জন্য কোন পোর্টরাল লঞ্চ করলো ?
Ans : 'E-Daakhil'
■ 15 টি রাজ্য জুড়ে এই পোর্টরাল টি কার্যকর থাকবে
■ NCDRC HQ - নতুন দিল্লী
■ NCDRC প্রেসিডেন্ট - R K Agrawal
6. সম্প্রতি কোন রাজ্য সরকার 'Mo-Chhatua App', 'e-Kalika','Mo Sishu Portral','MAMATA App & MIS' এবং 'E-manadeya পোর্টরাল' লঞ্চ করলো ?
Ans : ওড়িশা
■ ওড়িশা রাজধানী - ভুবনেশ্বর
■ মুখ্যমন্ত্রী - নভীন পট্টনায়েক
■ রাজ্যপাল - গনেশি লাল
7. ভারতের প্রথম সুমুদ্র-নিম্নস্থ টানেল কোথায় তৈরি হতে চলেছে ?
Ans : মুম্বাই
■ এই টানেল তৈরির কাজটি সম্পন্ন হবে 2023 সালের মধ্যে
■ এমন 2 টি টানেল তৈরি হবে যার মোট দৈঘ্য 10.58 কিমি
■ সমুদ্র তলদেশ থেকে 20 মিটার নীচে এই টানেল তৈরি হবে
8. জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় ?
Ans : 28 শে ফেব্রুয়ারি
■ রামন ইফেক্ট আবিস্কার স্মরণ করতে এই দিনটি পালন করা হয়
■ এ বছরের থিম - Future of Science & Technology & Innovation : Impact on Education Skills and Work
9. ISSF (International Shooting Sport Federation) ওয়ার্ল্ড কাপে ভারতীয় দল কি মেডেল জিতলো ?
Ans : ব্রোঞ্জ
■ ISSF HQ - মিউনিখ, জার্মানি
■ ISSF প্রেসিডেন্ট - Vladimir Lisin
10. G-20 ফাইন্যান্স মিনিস্টার্স এবং সেন্ট্রাল ব্যাংক গভর্নরস মিটিং এ ভারতের হয়ে কে অংশগ্রহণ করলেন ?
Ans : নির্মলা সীতারামন
■ G20 প্রতিষ্ঠা - 26 সেপ্টেম্বর, 1999
■ G20 লিডার - Mario Draghi (2021)
Daily One - Liner Current Affairs
■ 1. AU Small Finance Bank শরদ গোকলানি কে প্রেসিডেন্ট এবং CTO পদে নিযুক্ত করলো
■ 2. US Bank এর ব্লকচেন টেকনোলজি ব্যবহারের জন্য JPMorgan এর সাথে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যুক্ত হলো
■ 3. 16 তম FICCI হায়ার এডুকেশন সামিট 2021 এর সভাপতিত্ব করলেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ( নিশাঙ্ক )
■ 4. ভারত নেপালের সাথে মোট 4 টি চুক্তি স্বাক্ষর করলো এবং মোট $ 530 মিলিয়ন অর্থ সাহায্য করতে চলেছে
■ 5. National Consumer Dispute Redressal Commission (NCDRC) কনজিউমার দের অভিযোগ রেজিষ্টারের জন্য 'E-Daakhil' পোর্টরাল লঞ্চ করলো
■ 6. সম্প্রতি ওড়িশা রাজ্য সরকার 'Mo-Chhatua App', 'e-Kalika','Mo Sishu Portral','MAMATA App & MIS' এবং 'E-manadeya পোর্টরাল' লঞ্চ করলো
■ 7. ভারতের প্রথম সুমুদ্র-নিম্নস্থ টানেল মুম্বাই তে 2023 এর মধ্যে তৈরি হতে চলেছে
■ 8. জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় 28 শে ফেব্রুয়ারি, এ বছরের থিম - Future of Science & Technology & Innovation : Impact on Education Skills and Work
■ 9. ISSF (International Shooting Sport Federation) ওয়ার্ল্ড কাপে ভারতীয় দল ব্রোঞ্জ মেডেল জিতলো
■ 10. G-20 ফাইন্যান্স মিনিস্টার্স এবং সেন্ট্রাল ব্যাংক গভর্নরস মিটিং এ ভারতের হয়ে নির্মলা সীতারামন অংশগ্রহণ করলেন