দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 27/02/2021

 


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 27/02/2021

***********************************



1. OLX Autos এর গ্লোবাল CEO পদে কাকে নিযুক্ত করা হলো ?

Ans : গৌতম ঠাকার

❂ OLX Group প্রতিষ্ঠা - 2006
❂ OLX Group HQ - আমস্টারডাম, নেদারল্যান্ড


2. ভারতের প্রথম কোন কেন্দ্রশাসিত অঞ্চল Carbon Watch লঞ্চ করলো ?

Ans : চন্ডীগড়

❂ এই মোবাইল app টির সাহায্যে যেকোনো কারুর কার্বন ফুটপ্রিন্ট পরিমাপ করা যাবে 
❂ লিউটেন্যান্ট গভর্নর - ভি পি সিং বাদনর


3. Wold NGO Day কবে পালন করা হয় ?

Ans : 27 শে ফেব্রুয়ারি

❂ 2014 সালে প্রথম এই দিনটি পালিত হয় 
❂ প্রথমদিকে এই দিনটি 12 টি দেশ পালন করতো, পরে সম্মিলিত জাতীপুঞ্জ এই দিনটির স্বীকৃতি দেয়


4. সম্প্রতি কোন দেশের প্রথম প্রধানমন্ত্রী Michael Somare প্রয়াত হলেন ? 

Ans : পাপুয়া নিউ গিনি

❂ তাকে 'জাতির জনক' নামে অভিহিত করা হয় 
❂ পাপুয়া নিউ গিনি কারেন্সি - Kina
❂ রাজধানী - Port Moresby


5. পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কোন কবি সম্প্রতি প্রয়াত হলেন ? 

Ans : Vishnunarayanan Namboothiri

❂ মালয়ালম ভাষায় অনেক কবিতা তাঁর খুব জনপ্রিয় 
❂ 2014 সালে তিনি পদ্মশ্রী পান, এছাড়া ❂ কেরালা সাহিত্য একাডেমী পুরস্কারও পেয়েছেন 


6. ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিস (NSO) 2020-21 অর্থবর্ষে ভারতের জিডিপি কত নির্ধারণ করলো ?

Ans : -8%

❂ প্রথমে তারা ভারতের জিডিপি -7.7% নির্ধারণ করেছিল
❂ 2019-20 তে তাদের এই নির্ধারন ছিল 4.9%


7. সম্প্রতি কোন কোন ভারতীয় ক্রিকেটার সব ধরণের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলো ?

Ans : ইউসুফ পাঠান এবং বিনয় কুমার 

❂ ইউসুফ পাঠান দেশের হয়ে মোট 57 টি ODI এবং 22 টি T20 খেলেছেন 
❂ বিনয় কুমার 'Davangere Express' নামে পরিচিত, দেশের হয়ে তিনি মোট 31 টি ODI এবং 9 টি T20 খেলেছেন 


8. সম্প্রতি কোন মিউজিক স্ট্রিমিং প্লাটফর্মে NPCI, UPI AutoPay Live লঞ্চ করলো ?

Ans : Gaana

❂ NPCI MD & CEO - দিলীপ আসবে 
❂ NPCI HQ - মুম্বাই 
❂ NPCI প্রতিষ্ঠা - 2008


9. পৃথিবীর উচ্চতম রেল ব্রিজ বা চেনাব ব্রিজ কোন রাজ্যে তৈরি হতে চলেছে ?

Ans : জম্মু-কাশ্মীর 

❂ এই ব্রিজটি এই বছরের শেষে সম্পূর্ণ হবে
❂ ব্রিজটির দৈঘ্য 1.315 কিমি এবং উচ্চতা 359 মিটার 
❂ জম্মু-কাশ্মীরের Bakkal এবং Kauri কে যুক্ত করবে এই ব্রিজটি 
❂ এটি তৈরি করবে Konkan Railway Corporation Ltd


10. সম্প্রতি কোন দেশ প্রথম Sherpas মিটিং হোস্ট করলো ?

Ans : ভারত

❂ এই মিটিং টি 24 - 26 ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হলো 
❂ মিটিং টির সভাপতিত্ব করলেন সঞ্জয় ভট্টাচার্য
❂ এছাড়া 2021 BRICS এর সভাপতিত্ব করবে ভারত 










Daily One - Liner Current Affairs


❂ 1. OLX Autos এর গ্লোবাল CEO পদে গৌতম ঠাকার কে নিযুক্ত করা হলো 

❂ 2. ভারতের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল চন্ডীগড় Carbon Watch লঞ্চ করলো

❂ 3. Wold NGO Day পালন করা হয় 27 শে ফেব্রুয়ারি

❂ 4. সম্প্রতি পাপুয়া নিউ গিনীর প্রথম প্রধানমন্ত্রী Michael Somare প্রয়াত হলেন

❂ 5. পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত মালয়ালম কবি Vishnunarayanan Namboothiri সম্প্রতি প্রয়াত হলেন

❂ 6. ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিস (NSO) 2020-21 অর্থবর্ষে ভারতের জিডিপি -8% নির্ধারণ করলো

❂ 7. সম্প্রতি ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান এবং বিনয় কুমার সব ধরণের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলো 

❂ 8. সম্প্রতি মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম 'Gaana' তে NPCI, UPI AutoPay Live লঞ্চ করলো

❂ 9. পৃথিবীর উচ্চতম রেল ব্রিজ বা চেনাব ব্রিজ জম্মু-কাশ্মীরে তৈরি হতে চলেছে

❂ 10. সম্প্রতি ভারত 24 - 26 ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম Sherpas মিটিং হোস্ট করলো