দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 07/01/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 07/01/2021
1. ভারতীয় আর্মি স্টাফের ডেপুটি চিফ পদে কে দায়িত্ব নিলেন ?
Ans : লিউটেন্যান্ট জেনারেল শান্তনু দয়াল
★ এর আগে এই পদে ছিলেন Lt Gen SS Hasabnis
★ আর্মি স্টাফ প্রধান - জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে
2. সম্প্রতি কোন হকি বিশ্বকাপ বিজেতা খেলোয়াড় প্রয়াত হলেন ?
Ans : Michael Kindo
★ 1971,1973 এবং 1975 এর বিশ্বকাপে তিনি খেলেছেন,1972 এর অলিম্পিকেও তিনি অংশ নিয়েছিলেন
★ 1972 সালে তাকে অর্জুন আওয়ার্ড দেওয়া হয়
3. ভারত এবং ইজরায়েল যৌথ ভাবে কোন এয়ার ডিফেন্স সিস্টেম এর সফল পরীক্ষণ সম্পন্ন করলো ?
Ans : MRSAM
★ মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল (MRSAM) এর সফল পরীক্ষণ সম্পন্ন হলো
★ এটি তৈরি করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্সেস এবং ভারতের DRDO
★ DRDO প্রধান- জি সতীশ রেড্ডি
4. ভারতের প্রথম কোন আরবান কো-অপারেটিভ ব্যাংক স্মল ফাইন্যান্স ব্যাংক হিসাবে কাজ করার লাইসেন্স পেলো ?
Ans : Shivalik Mercantile Co-operative Bank (SMCB)
★ উত্তরপ্রদেশের এই ব্যাংক এপ্রিল , 2021 থেকে কাজ শুরু করবে
★ এই ব্যাংকের MD এবং CEO - Suveer Kumar Gupta
5. ওয়ার্ল্ড ব্যাংক 2020-21 অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি কত নির্ধারণ করলো ?
Ans : -9.6%
★ ওয়ার্ল্ড ব্যাংকের মতে 2021 অর্থবর্ষে এটি দাঁড়াবে 5.4%
★ এছাড়া গ্লোবাল ইকোনমি 2021 অর্থবর্ষে 4% দাঁড়াবে বলে তাদের ধারণা
★ ওয়ার্ল্ড ব্যাংক HQ - ওয়াশিংটন ডিসি
6. কোন রাজ্যের রোড প্রজেক্টের ব্যাপারে ভারতের সাথে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (NDB) $ 646 মিলিয়ন লোন চুক্তি সম্পন্ন হলো ?
Ans : অন্ধ্রপ্রদেশ
★ NDB HQ - সাংহাই, চীন
★ অন্ধ্রপ্রদেশ রাজধানী - অমরাবতী
★ মুখ্যমন্ত্রী - Y S Jagmohan Reddy
★ রাজ্যপাল - বিশ্ব ভূষণ হরিচন্দন
7. এশিয়া প্যাসিফিকের Google Cloud এর প্রধান পদে কাকে দায়িত্ব দেওয়া হলো ?
Ans : Karan Bajwa
★ Google Cloud Platform এবং Google Workspace এর প্রধান পদের দায়িত্ব তাকে দেওয়া হলো
★ এর আগে এই পদে ছিলেন Rick Harshman
8. ভারতে নতুন ব্রিটিশ হাই-কমিশনার পদে কাকে নিযুক্ত করা হলো ?
Ans : Alexander Ellis
★ এর আগে এই পদে ছিলেন Philip Barton
★ Alexander Ellis হাই-কমিশনার হওয়ার পাশাপাশি ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে কর্মরত রয়েছেন
9. খেলো ইন্ডিয়া আইস হকি ট্যুরনামেন্ট কোথায় শুরু হলো ?
Ans : Chiktan
★ কার্গিলের Chiktan এ 13 টি টিমের মধ্যে এই ট্যুরনামেন্ট শুরু হলো
★ 11 টি পুরুষ দল এবং 2 টি মহিলা দল এই ট্যুরনামেন্ট এ লড়বে
★ লাদাখ লিউটেন্যান্ট গভর্নর - Radha Krishna Mathur
10. অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কাকে নিযুক্ত করা হলো ?
Ans : অরূপ কুমার গোস্বামী
★ এর আগে এই পদে ছিলেন J.K. Maheswari,যিনি বর্তমানে সিকিম হাইকোর্টের মুখ্য বিচারপতির দায়িত্ব নিয়েছেন
★ অরূপ কুমার গোস্বামী এর আগে সিকিম হাইকোর্ট থেকে বদলি নিয়েছিলেন
Daily One - Liner Current Affairs
★ 1. ভারতীয় আর্মি স্টাফের ডেপুটি চিফ পদে লিউটেন্যান্ট জেনারেল শান্তনু দয়াল দায়িত্ব নিলেন
★ 2. সম্প্রতি হকি বিশ্বকাপ বিজেতা খেলোয়াড় Michael Kindo প্রয়াত হলেন
★ 3. ভারত এবং ইজরায়েল যৌথ ভাবে এয়ার ডিফেন্স সিস্টেম মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল (MRSAM) এর সফল পরীক্ষণ সম্পন্ন করলো
★ 4. ভারতের প্রথম আরবান কো-অপারেটিভ ব্যাংক Shivalik Mercantile Co-operative Bank (SMCB) স্মল ফাইন্যান্স ব্যাংক হিসাবে কাজ করার লাইসেন্স পেলো
★ 5. ওয়ার্ল্ড ব্যাংক 2020-21 অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি -9.6% নির্ধারণ করলো
★ 6. অন্ধ্রপ্রদেশের রোড প্রজেক্টের ব্যাপারে ভারতের সাথে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (NDB) $ 646 মিলিয়ন লোন চুক্তি সম্পন্ন হলো
★ 7. এশিয়া প্যাসিফিকের Google Cloud এর প্রধান পদে Karan Bajwa কে দায়িত্ব দেওয়া হলো
★ 8. ভারতে নতুন ব্রিটিশ হাই-কমিশনার পদে Alexander Ellis কে নিযুক্ত করা হলো
★ 9. কার্গিলের Chiktan এ খেলো ইন্ডিয়া আইস হকি ট্যুরনামেন্ট শুরু হলো
★ 10. অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে অরূপ কুমার গোস্বামী কে নিযুক্ত করা হলো