দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 03/01/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 03/01/2021
1. উন্নত মানের বৃক্ষরোপনের জন্য কোন রাজ্য সরকার ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সাথে চুক্তিবদ্ধ হলো ?
Ans : জম্মু-কাশ্মীর
❏ NAFED (ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়ার) আগামী 5 বছরে 1700 কোটি টাকা বিনিয়োগ করবে
❏ NAFED চেয়ারম্যান - বিজেন্দার সিং
❏ প্রতিষ্ঠা - 1958, HQ - নতুন দিল্লী
2. 'ন্যাশনাল পুলিশ K-9 জার্নাল' এর প্রথম সংস্করণ কোন কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ করলেন ?
Ans : অমিত শাহ
❏ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই জার্নালের প্রথম সংস্করণ প্রকাশ করলেন
❏ বছরে 2 বার এই জার্নাল প্রকাশিত হবে, এপ্রিল এবং অক্টোবরে
3. ট্রাইবাল লাইভলিহুড ডেভেলপমেন্ট এর জন্য TRIFED কোন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হলো ?
Ans : দিন দয়াল অন্তর্দয় - ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন (DAY-NRLM)
❏ TRIFED - The Tribal Cooperative Marketing Development Federation of India
❏ TRIFED চেয়ারম্যান - রমেশ চাঁদ মীনা
4. ত্রিপুরা-বাংলাদেশ এর যোগসূত্র কোন ব্রিজ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ?
Ans : মৈত্রী ব্রিজ
❏ এই মৈত্রী ব্রিজের জন্য খরচ হয়েছে 128.69 কোটি টাকা, 2017 সালে এই ব্রিজের কাজ শুরু হয়
❏ ফেনী নদীর উপর তৈরি হওয়া এই ব্রিজটির দৈঘ্য 1.9 কিমি
5. ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজার্ভেশন অফ নেচার (IUCN) সাহায্য প্রাপ্ত এশিয়া প্রটেক্টেড এরিয়াস পার্টনারশিপ ফোরামের সহ-সভাপতিত্ব করবে কোন দেশ ?
Ans : ভারত
❏ এর আগে দক্ষিণ কোরিয়া এই দায়িত্বে ছিল
❏ IUCN কাউন্সিল-প্রেসিডেন্ট - Xinsheng Zhang
❏ IUCN HQ - গ্ল্যান্ড,সুইজারল্যান্ড
6. ইন্টারন্যাশনাল কার্ড পেমেন্ট সার্ভিস RuPay কোন ব্যাংকের সাথে জোটবদ্ধ হয়ে 'RuPay PoS' লঞ্চ করলো ?
Ans : RBL ব্যাংক
❏ RBL ব্যাংক MD & CEO - Vishwavir Ahuja
❏ RBL ব্যাংক HQ - মুম্বাই
7. উত্তরাখণ্ড হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কাকে নিযুক্ত করা হলো ?
Ans : রাঘবেন্দ্র সিং চৌহান
❏ এছাড়া ওড়িশা হাইকোর্টে মুখ্য বিচারক হলেন S. Muralidhar
❏ মাদ্রাস হাইকোর্টের মুখ্য বিচারক হলেন J S Banerjee
❏ ভারতের মুখ্য বিচারপতি - শরদ অরবিন্দ বোবদে
8. MSME মন্ত্রকের Khadi arm, Khadi & Village ইন্ডাস্ট্রিজ কমিশন (KVIC) সম্প্রতি কোন পোর্টরাল লঞ্চ করলো ?
Ans : www.ekhadiindia.com
❏ KVIC সম্প্রতি ই-কমার্স পোর্টরাল www.ekhadiindia.com লঞ্চ করলো
❏ KVIC চেয়ারম্যান - বিনয় কুমার সাক্সেনা
9. আউটার স্পেস শান্তিপূর্ণভাবে ব্যবহারের জন্য ভারত এবং কোন দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হলো ?
Ans : ভুটান
❏ ভুটান কারেন্সি - Ngultrum
❏ ভুটান রাজধানী - থিম্পু
10. কোন রাজ্যের ট্রান্সপোর্ট করপোরেশন সম্প্রতি AC ট্রামে WiFi ফ্যাসিলিটি লঞ্চ করলো ?
Ans : পশ্চিমবঙ্গ
❏ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট করপোরেশন সম্প্রতি এই সুবিধা লঞ্চ করলো
❏ রাজ্যের যুব সমাজকে ট্রামের প্রতি আকর্ষিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হলো
Daily One - Liner Current Affairs
❏ 1. উন্নত মানের বৃক্ষরোপনের জন্য জম্মু-কাশ্মীর রাজ্য সরকার ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (NAFED) সাথে চুক্তিবদ্ধ হলো
❏ 2. 'ন্যাশনাল পুলিশ K-9 জার্নাল' এর প্রথম সংস্করণ প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
❏ 3. ট্রাইবাল লাইভলিহুড ডেভেলপমেন্ট এর জন্য TRIFED দিন দয়াল অন্তর্দয় - ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন (DAY-NRLM) এর সঙ্গে চুক্তিবদ্ধ হলো
❏ 4. ত্রিপুরা-বাংলাদেশ এর যোগসূত্র ফেনী নদীর উপর তৈরি হওয়া মৈত্রী ব্রিজ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে
❏ 5. ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজার্ভেশন অফ নেচার (IUCN) সাহায্য প্রাপ্ত এশিয়া প্রটেক্টেড এরিয়াস পার্টনারশিপ ফোরামের সহ-সভাপতিত্ব করবে ভারত
❏ 6. ইন্টারন্যাশনাল কার্ড পেমেন্ট সার্ভিস RuPay RBL ব্যাংকের সাথে জোটবদ্ধ হয়ে 'RuPay PoS' লঞ্চ করলো
❏ 7. উত্তরাখণ্ড হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে রাঘবেন্দ্র সিং চৌহান কে নিযুক্ত করা হলো
❏ 8. MSME মন্ত্রকের Khadi arm, Khadi & Village ইন্ডাস্ট্রিজ কমিশন (KVIC) সম্প্রতি ই-কমার্স পোর্টরাল www.ekhadiindia.com লঞ্চ করলো
❏ 9. আউটার স্পেস শান্তিপূর্ণভাবে ব্যবহারের জন্য ভারত এবং ভুটানের মধ্যে চুক্তি স্বাক্ষর হলো
❏ 10. ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট করপোরেশন সম্প্রতি AC ট্রামে WiFi ফ্যাসিলিটি লঞ্চ করলো