দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 06/01/2021

 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 06/01/2021

1. কোন রাজ্যের প্রাক্তন মন্ত্রী Vilas Patil Undalkar সম্প্রতি প্রয়াত হলেন ? 

Ans : মহারাষ্ট্র 

❖ তিনি 7 বার কংগ্রেসের পক্ষ থেকে MLA হয়েছেন 
❖ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী - উদ্ধ্বব ঠাকরে
❖ রাজ্যপাল - ভগৎ সিং কোশ্যারি


2. খেলনা উৎপাদন কে প্রাধান্য দিতে কোন কেন্দ্রীয় মন্ত্রী Toycathon - 2021 লঞ্চ করলেন ? 

Ans : রমেশ পোখরিয়াল 

❖ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ( নিশাঙ্ক) এবং টেক্সটাইল মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি মিলিতভাবে এটি লঞ্চ করলেন 
❖ গ্লোবাল Toy Manufacturing Hub গড়ে তোলার জন্য এই পদক্ষেপ নেওয়া হলো 


3. কোন রাজ্যের ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার কে উন্নত করতে ওয়ার্ল্ড ব্যাংক এবং ভারত সরকারের মধ্যে $ 105 মিলিয়ন লোন চুক্তি হলো ? 

Ans : পশ্চিমবঙ্গ 

❖ ওয়ার্ল্ড ব্যাংক HQ - ওয়াশিংটন ডিসি 
❖ ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট - ডেভিড মালপাস 


4. কোন রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তর সম্প্রতি 'লঞ্চ প্যাড স্কিম' লঞ্চ করলো ? 

Ans : মধ্যপ্রদেশ

❖ রাজ্যের যুব সমাজকে আত্মনির্ভর করতে এই স্কিম লঞ্চ করা হলো 
❖ মধ্যপ্রদেশ রাজধানী - ভোপাল
❖ মুখ্যমন্ত্রী - শিবরাজ সিং চৌহান
❖ রাজ্যপাল - আনন্দীবেন প্যাটেল


5. কোন রাজ্য থেকে 40 তম Indian Scientific Expedition to Antarctica যাত্রা শুরু হলো ? 

Ans : গোয়া 

❖ গোয়ার মরমুগাও পোর্ট থেকে এটির যাত্রা শুরু হলো 
❖ MV Vasiliy Golovnin ভ্যাসেল কে ব্যবহার করা হবে এই এক্সপিডিশনে
❖ গোয়া রাজধানী - পানাজি
❖ মুখ্যমন্ত্রী - প্রমোদ সাওয়ান্ত
❖ রাজ্যপাল - সত্য পাল মালিক


6. ভারত সরকারের নব গঠিত সাউথ এশিয়া গ্রুপ ফর এনার্জি (SAGE) এর প্রধান পদে কাকে নিযুক্ত করা হলো ? 

Ans : রাম বিনয় শাহী

❖ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল আফফায়ার্স এর অধীনে এই গ্রুপ তৈরি করা হলো 
❖ এই গ্রুপের অন্য সদস্যরা হলেন অমর সিনহা, প্রীতি সরণ, চন্দন কুমার মন্ডল , রাকেশ নাথ,অনিল সর্দানা,দীপক অমিতাভ 


7. 450 কিমি দৈঘ্যের কোচি-ম্যাঙ্গালুরু ন্যাচারাল গ্যাস পাইপলাইন এর উদ্বোধন করলেন কে ? 

Ans : নরেন্দ্র মোদী

❖ 3000 কোটি দিয়ে তৈরি এই প্রজেক্টটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
❖ এটির নির্মাণ করেছে GAIL লিমিটেড 


8. ক্ষুদ্র,মাঝারি শিল্প (MSME) গুলোকে অতিসহজে ফাইন্যাসিং স্কিম দিতে Tata Power কোন সংস্থার সাথে চুক্তিবদ্ধ হলো ? 

Ans : SIDBI 

❖ Small Industries Development Bank of India (SIDBI) HQ - লাখনৌ, উত্তরপ্রদেশ
❖ SIDBI চেয়ারম্যান ও MD - দেবেন্দ্র কুমার সিং 
❖ TATA POWER HQ - মুম্বাই 


9. কোন রাজ্যে প্রতিবছর 6 ই জানুয়ারি 'সাংবাদিক দিবস' পালন করা হয় ? 

Ans : মহারাষ্ট্র

❖ প্রয়াত সাংবাদিক Balashastri Jambhekar এর জন্মবার্ষিকী স্মরণে এই দিনটি পালন করা হয় 
❖ তাকে মারাঠি সাংবাদিকতার জনক বলা হয় 


10. বিশ্বের মধ্যে প্রথম কোন দেশ 2023 এর মধ্যে কাঠের তৈরি স্পেস স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে ? 

Ans : জাপান

❖ জাপানের Sumitomo Forestry Company এবং Kyoto University মিলিত ভাবে এই পদক্ষেপ নেবে 
❖ জাপান রাজধানী - টোকিও 
❖ কারেন্সি - ইয়েন 




Daily One - Liner Current Affairs



❖ 1. মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী Vilas Patil Undalkar সম্প্রতি প্রয়াত হলেন

❖ 2. খেলনা উৎপাদন কে প্রাধান্য দিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ( নিশাঙ্ক) এবং টেক্সটাইল মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি মিলিতভাবে Toycathon - 2021 লঞ্চ করলেন

❖ 3. পশ্চিমবঙ্গের ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার কে উন্নত করতে ওয়ার্ল্ড ব্যাংক এবং ভারত সরকারের মধ্যে $ 105 মিলিয়ন লোন চুক্তি হলো

❖ 4. মধ্যপ্রদেশের মহিলা ও শিশু কল্যাণ দপ্তর রাজ্যের যুব সমাজ কে স্বনির্ভর করতে সম্প্রতি 'লঞ্চ প্যাড স্কিম' লঞ্চ করলো

❖ 5. গোয়ার মরমুগাও পোর্ট থেকে 40 তম Indian Scientific Expedition to Antarctica যাত্রা শুরু হলো

❖ 6. ভারত সরকারের নব গঠিত সাউথ এশিয়া গ্রুপ ফর এনার্জি (SAGE) এর প্রধান পদে রাম বিনয় শাহী কে নিযুক্ত করা হলো 

❖ 7. 450 কিমি দৈঘ্যের কোচি-ম্যাঙ্গালুরু ন্যাচারাল গ্যাস পাইপলাইন এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

❖ 8. ক্ষুদ্র,মাঝারি শিল্প (MSME) গুলোকে অতিসহজে ফাইন্যাসিং স্কিম দিতে Tata Power, SIDBI এর সাথে চুক্তিবদ্ধ হলো 

❖ 9. মহারাষ্ট্রে প্রতিবছর 6 ই জানুয়ারি 'সাংবাদিক দিবস' পালন করা হয় 

❖ 10. বিশ্বের মধ্যে প্রথম দেশ হিসাবে জাপান 2023 এর মধ্যে কাঠের তৈরি স্পেস স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে