দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 05/01/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 05/01/2021
1. ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভ 2021 এর উদ্বোধন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী ?
Ans : নরেন্দ্র মোদী
☛ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এটির উদ্বোধন করলেন
☛ এটির আয়োজন করেছর কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ - ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি (CSIR-NPL)
☛ এ বছরের থিম - Metrology for the Inclusive Growth of the Nation
2. সম্প্রতি কোন দেশে 'মালালা ইউসুফজাই স্কলারশিপ অ্যাক্ট' পাস করানো হলো ?
Ans : আমেরিকা যুক্তরাষ্ট্র
☛ US কংগ্রেস এটি পাশ করলো যাতে পাকিস্তানি মহিলারা উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ পেতে পারে
☛ 2014 সালে মালালা ইউসুফ, ভারতের কৈলাস সত্যার্থীর সাথে যুগ্ম ভাবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন
3. ব্যাঙ্গালুরুর পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম কে আপগ্রেড করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) কত টাকা লোন দিতে চলেছে ?
Ans : 730 কোটি টাকা
☛ ADB $ 100 মিলিয়ন ( 730 কোটি টাকা ) লোন দেবে ব্যাঙ্গালোর শহরের পাওয়ার সিস্টেম উন্নত করার জন্য
☛ ADB প্রেসিডেন্ট - Masatsugu Asakawa
☛ ADB HQ - ম্যানিলা, ফিলিপিন্স
4. কোন ভারতীয় আন্তর্জাতিক সংস্থা পৃথিবীর সবথেকে দামি দু-চাকার কোম্পানি তে পরিণত হলো ?
Ans : Bajaj Auto
☛ যার বর্তমান মার্কেট ভ্যালু 1 লাখ কোটি টাকা
☛ Bajaj Auto HQ - পুনে
☛ Bajaj Auto MD - রাজীব বাজাজ
5. জম্মু-কাশ্মীর এবং লাদাখের হাইকোর্টে কাকে মুখ্য বিচারপতি পদে নিয়োগ করা হলো ?
Ans : পঙ্কজ মিথাল
☛ এর আগে এই পদে ছিলেন গীতা মিত্তল
☛ 4 ই জানুয়ারি থেকে তিনি এই পদের দায়িত্ব নিকেন
☛ জম্মু-কাশ্মীর লিউটেন্যান্ট গভর্নর - মনোজ সিনহা
6. 12 টি দ্রুত প্যাট্রোল বোর্ট পেতে ভারতীয় সেনাবাহিনী কোন সংস্থার সাথে চুক্তিবদ্ধ হলো ?
Ans : গোয়া শিপইয়ার্ড লিমিটেড (GSL)
☛ 2021 এর মে মাসের মধ্যে এই বোর্ট গুলো ডেলিভারি দেওয়া হবে
☛ আর্মি প্রধান - জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে
7. অল ইন্ডিয়া চেস ফেডারেশনের প্রেসিডেন্ট পদে কাকে নির্বাচিত করা হলো ?
Ans : সঞ্জয় কাপুর
☛ অল ইন্ডিয়া চেস ফাউন্ডেশন HQ - জওহরলাল নেহরু স্টেডিয়াম, চেন্নাই
☛ সেক্রেটারী - ভারত সিং চৌহান
☛ AICF প্রতিষ্ঠা - 1951
8. সম্প্রতি কোন ব্যাংক সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও KYC ফ্যাসিলিটি লঞ্চ করলো ?
Ans : IDBI ব্যাংক
☛ IDBI ব্যাংক CEO - রাকেশ শর্মা
☛ IDBI HQ - মুম্বাই
9. অল ইন্ডিয়া জেম এন্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিল (GJC) কাকে চেয়ারম্যান পদে নিয়োগ করলো ?
Ans : Ashish Pethe
☛ এছাড়া ভাইস-চেয়ারম্যান পদে Saiyam Mehra কে নিয়োগ করা হলো
☛ অল ইন্ডিয়া জেম এন্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিল HQ - মুম্বাই
10. 51 তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়া (IFFI) এর আন্তর্জাতিক জুরির প্রধান কাকে করা হলো ?
Ans : Pablo Cesar
☛ আর্জেন্টিনার ফিল্মমেকার Pablo Cesar কে এই জুরির প্রধান করা হলো
☛ এছাড়া এই জুড়িতে আছেন শ্রীলঙ্কার Prasanna Vithanage, অস্ট্রিয়ার Abu Bakr Shawky, ভারতের Priyadrshan এবং বাংলাদেশের Rubaiyat Hossain
Daily One - Liner Current Affairs
☛ 1. ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভ 2021 এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এ বছরের থিম - Metrology for the Inclusive Growth of the Nation
☛ 2. সম্প্রতি আমেরিকা যুক্তরাষ্ট্রের US কংগ্রেস 'মালালা ইউসুফজাই স্কলারশিপ অ্যাক্ট' পাস করালো
☛ 3. ব্যাঙ্গালুরুর পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম কে আপগ্রেড করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) 730 কোটি টাকা লোন দিতে চলেছে
☛ 4. ভারতীয় আন্তর্জাতিক সংস্থা Bajaj Auto পৃথিবীর সবথেকে দামি দু-চাকার কোম্পানি তে পরিণত হলো
☛ 5. জম্মু-কাশ্মীর এবং লাদাখের হাইকোর্টে পঙ্কজ মিথাল কে মুখ্য বিচারপতি পদে নিয়োগ করা হলো
☛ 6. 12 টি দ্রুত প্যাট্রোল বোর্ট পেতে ভারতীয় সেনাবাহিনী গোয়া শিপইয়ার্ড লিমিটেড (GSL) সংস্থার সাথে চুক্তিবদ্ধ হলো
☛ 7. সম্প্রতি IDBI ব্যাংক সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও KYC ফ্যাসিলিটি লঞ্চ করলো
☛ 8. অল ইন্ডিয়া চেস ফেডারেশনের প্রেসিডেন্ট পদে সঞ্জয় কাপুর কে নির্বাচিত করা হলো
☛ 9. অল ইন্ডিয়া জেম এন্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিল (GJC) Ashish Pethe কে চেয়ারম্যান পদে নিয়োগ করলো
☛ 10. আর্জেন্টিনার ফিল্মমেকার Pablo Cesar কে 51 তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়া (IFFI) এর আন্তর্জাতিক জুরির প্রধানপদে নিযুক্ত করা হলো