দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 04/01/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 04/01/2021
1. ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) সম্প্রতি কোন করোনা ভ্যাকসিনের জরুরিভিত্তিক ব্যবহারে সম্মতি দিলো ?
Ans : Covishiel এবং Covaxi
➤ অক্সফোর্ড-AstraZeneca 'Covishield' এবং ভারত বায়োটেকের 'Covaxin' ভ্যাকসিন এই সম্মতি পেলো
➤ Covishield ভ্যাকসিন টি সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (SII) উৎপাদন করছে, যাদের সদর দপ্তর পুনে
➤ Covaxin ভ্যাকসিনটি ভারত বায়োটেক এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ মিলিত ভাবে তৈরি করেছে
2. ওয়ার্ল্ড ব্রেল দিবস কবে পালন করা হয় ?
Ans : 4 ই জানুয়ারি
➤ লুইস ব্রেল এর জন্ম বার্ষিকী উপলক্ষে প্রতিবছর 4 ই জানুয়ারি ব্রেইল দিবস পালন করা হয়ে থাকে
➤ মাত্র 6 টি বিন্দু দিয়ে এই ব্রেল পদ্ধতিতে লেখা হয়ে থাকে
3. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) দেশে ডিজিটাল পেমেন্ট বা ইলেকট্রনিক পেমেন্ট এর বিস্তারিত তথ্য পেতে কোন ইনডেক্স প্রকাশ করলো ?
Ans : ডিজিটাল পেমেন্টস ইনডেক্স (DPI)
➤ Payment Enablers,Payment Infrastructure (Demand),Payment Infrastructure (Supply),Payment Performance এবং Consumer Centricity এই 5 টি প্যারামিটারে এই সূচি প্রকাশ করা হলো
➤ মার্চ 2019 এ DPI ছিল 153.47,2020 তে তা বেড়ে দাঁড়িয়েছে 207.84
➤ RBI 25 তম গভর্নর - শক্তিকান্ত দাস
4. Bloomberg Billionaires সূচী 2021 অনুযায়ী মুকেশ আম্বানি কততম স্থান অধিকার করলো ?
Ans : 12 তম
➤ এই সূচী অনুযায়ী প্রথম স্থান পেলো Jeff Bezos,দ্বিতীয় স্থান পেলো Elon R Musk এবং Bill Gates তৃতীয় স্থান পেলো
➤ Hurun Global Rich List 2020 অনুযায়ী মুকেশ আম্বানি 8th স্থান পেলো
5. কোন রাজ্য সরকার তামিল একাডেমি স্থাপন করলো ?
Ans : দিল্লী রাজ্য সরকার
➤ দিল্লীর ডিপার্টমেন্ট অফ আর্ট,কালচার এবং ল্যাঙ্গুয়েজ তামিল ভাষার গুরুত্ব আরো বেশি করে প্রচার করতে এই একাডেমী স্থাপন করা হলো
➤ দিল্লীর আর্ট,কালচার মন্ত্রী - মনীশ শিশোদিয়া
6. 51 তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI) কোথায় অনুষ্ঠিত হতে চলেছে ?
Ans : গোয়া
➤ 16 ই জানুয়ারি থেকে 24 শে জানুয়ারি পর্যন্ত এটি অনুষ্ঠিত হবে
➤ অস্কার নমিনেশন প্রাপ্ত 'Another Round' সিনেমাটি এই ফেস্টিভেলের শুরুতে দেখানো হবে এবং শেষে দেখানো হবে 'Wife of a Spy'
7. প্রখ্যাত কোন পর্বতারোহি সম্প্রতি প্রয়াত হলেন ?
Ans : নরেন্দ্র 'বুল' কুমার
➤ তিনি প্রথম ভারতীয় যিনি নন্দা দেবী পর্বতশৃঙ্গ আরোহণ করেছিলেন 1965 সালে
➤ তাকে কীর্তি চক্র,পদ্মশ্রী,অর্জুন আওয়ার্ড এবং McGregor মেডেল সম্মানে সম্মানিত করা হয়
➤ এছাড়াও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বুটা সিং সম্প্রতি প্রয়াত হলেন
8. ভারতীয় কৃষির ইতিহাসে প্রথমবার অনুষ্ঠিত এগ্রি ইন্ডিয়া হ্যাকাথন এর উদ্বোধন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী ?
Ans : নরেন্দ্র সিং তোমার
➤ 2 মাস ধরে এই ইভেন্টি চলবে
এটির আয়োজন করেছে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (ICAR) এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (ICAR)
➤ ICAR-IARI HQ - নতুন দিল্লী
9. মিনিস্ট্রি অফ পোর্টস এবং শিপিং কতগুলি বন্দর কে ডিজিটাল পোর্ট ইকোসিস্টেম এ রূপান্তর করতে 320 কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে ?
Ans : 5 টি
➤ এই 5 টি মেজর পোর্ট হলো মুম্বাই,চেন্নাই, দিনদয়াল,পারাদ্বীপ এবং কলকাতা
➤ মিনিস্ট্রি অফ পোর্টস প্রতিমন্ত্রী - Mansukh Mandaviya
➤ মিনিস্ট্রি অফ পোর্টস সেক্রেটারি - Dr. Sanjeev Ranjan
10. টেকনোলজি,ইনফরমেশন,ফোরকাস্টিং এবং অ্যাসেসমেন্ট কাউন্সিল (TIFAC) এর তৈরি আত্মনির্ভর ভারত অ্যাকশন এজেন্ডা (AAAN) কে প্রকাশ করলেন ?
Ans : ড: হর্ষবর্ধন
➤ ইউনিয়ন মিনিস্টার অফ সায়েন্স এন্ড টেকনোলজি ড: হর্ষবর্ধন এটি প্রকাশ করলেন
➤ TIFAC HQ -নতুন দিল্লী
➤ TIFAC চেয়ারপারসন - Dr. Vijay Kumar Saraswat
Daily One - Liner Current Affairs
➤ 1. ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) সম্প্রতি Covishield এবং Covaxin নামক করোনা ভ্যাকসিনের জরুরিভিত্তিক ব্যবহারে সম্মতি দিলো
➤ 2. প্রতিবছর 4 ই জানুয়ারি ব্রেইল দিবস পালন করা হয়ে থাকে
➤ 3. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) দেশে ডিজিটাল পেমেন্ট এর বিস্তারিত তথ্য পেতে ডিজিটাল পেমেন্টস ইনডেক্স (DPI) প্রকাশ করলো
➤ 4. Bloomberg Billionaires সূচী 2021 অনুযায়ী মুকেশ আম্বানি 12 তম স্থান অধিকার করলো
➤ 5. দিল্লীর ডিপার্টমেন্ট অফ আর্ট,কালচার এবং ল্যাঙ্গুয়েজ তামিল ভাষার গুরুত্ব আরো বেশি করে প্রচার করতে তামিল একাডেমী স্থাপন করলো
➤ 6. প্রথম ভারতীয় হিসেবে নন্দা দেবী পর্বতশৃঙ্গ আরোহণকারী প্রখ্যাত পর্বতারোহি নরেন্দ্র 'বুল' কুমার সম্প্রতি প্রয়াত হলেন
➤ 7. 51 তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI) 16 ই জানুয়ারি থেকে গোয়ায় অনুষ্ঠিত হতে চলেছে
➤ 8. ভারতীয় কৃষির ইতিহাসে প্রথমবার অনুষ্ঠিত এগ্রি ইন্ডিয়া হ্যাকাথন 2020 এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার
➤ 9. মিনিস্ট্রি অফ পোর্টস এবং শিপিং 5 টি গুরুত্বপূর্ণ বন্দর কে ডিজিটাল পোর্ট ইকোসিস্টেম এ রূপান্তর করতে 320 কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে
➤ 10. টেকনোলজি,ইনফরমেশন,ফোরকাস্টিং এবং অ্যাসেসমেন্ট কাউন্সিল (TIFAC) এর তৈরি আত্মনির্ভর ভারত অ্যাকশন এজেন্ডা (AAAN) প্রকাশ করলেন কেন্দ্রীয়মন্ত্রী হর্ষবর্ধন