দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 02/01/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 02/01/2021

1. স্টিল অর্থরিটি অফ ইন্ডিয়া (SAIL) এর চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হলো ?

Ans : সোমা মন্ডল

■ এর আগে এই পদে ছিলেন অনিল কুমার চৌধুরী 
■ SAIL HQ - নতুন দিল্লী
■ SAIL প্রতিষ্ঠা - 1954


2. ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশন (IOSCO) এর সহকারী সদস্য হলো কোন সংস্থা ? 

Ans : ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টার অর্থরিটি (IFSCA)


■ IOSCO ওয়ার্ল্ড সিকিউরিটি মার্কেটের 95% নিয়ন্ত্রণ করে 
■ IOSCO HQ - মাদ্রিদ, স্পেন 


3. কটি রাজ্যের লাইট হাউস প্রজেক্টস (LHPs) এর ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শিল্যান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ?

Ans : 6 টি রাজ্য

■ মধ্যপ্রদেশের ইন্দোর, গুজরাটের রাজকোট, তামিলনাড়ুর চেন্নাই, ঝাড়খণ্ডের রাঁচি, ত্রিপুরার আগরতলা এবং উত্তর প্রদেশের লাখনৌ তে এই প্রজেক্টটি বাস্তবায়িত করা হবে 
■ এই প্রজেক্টটি গ্লোবাল হাউসিং টেকনোলজি চ্যালেঞ্জ (GHTC) ইন্ডিয়া এর অধীনে সফল করা হবে 


4. ভারতীয় সংস্কৃতি এবং মাইথোলজির উপর ইতালিয়ান লেখক Alfredo Covelli সম্প্রতি একটি বই প্রকাশ করলেন,যার নাম ?

Ans : Vahana Masterclass

■ এই বইটি গণেশ এবং তার অ্যাডভেঞ্চার এর উপর লেখা হয়েছে 
■ বইটি বিশেষ করে শিশু এবং কিশোরদের জন্যই লেখা 


5. ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডেপুটি ইলেকশন কমিশন পদে কাকে নিযুক্ত করলো ? 

Ans : উমেশ সিনহা 

■ ভারতের মুখ্য নির্বাচন কমিশনার - সুনীল অরোরা
■ চিফ ইলেকশন কমিশনার HQ - নতুন দিল্লী
■ ইলেকশন কমিশন গঠন - 25 জানুয়ারি, 1950


6. কোন ওড়িয়া বর্ষীয়ান মিউজিক ডিরেক্টর সম্প্রতি প্রয়াত হলেন ? 

Ans : শান্তনু মহাপাত্র 

■ তিনি প্রথম ওড়িয়া মিউজিক ডিরেক্টর যিনি লতা মুঙ্গেশকর, মান্না দে, মহম্মদ রফি এর সাথে কাজ করেছেন 
■ একশোর বেশি ওড়িয়া ফিল্মে তিনি মিউজিক ডিরেক্টর হিসাবে কাজ করেছেন 


7. কোন রাজ্যের পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি বাড়ানোর জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) $ 231 মিলিয়ন লোন দিতে চলেছে ? 

Ans : আসাম 

■ এই প্রজেক্টের অধীনে 120 মেগাওয়াট হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্লান্ট গড়ে তোলা হবে 
■ আসাম রাজধানী - দিসপুর
■ মুখ্যমন্ত্রী - সর্বোনন্দ সোনোওয়াল
■ রাজ্যপাল - জগদীশ মুখী


8. কোন রাজ্যের উদ্যান পালনে সাহায্য করার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) ভারতের সঙ্গে $ 10 মিলিয়ন লোন চুক্তি স্বাক্ষর করলো ? 

Ans : হিমাচল প্রদেশ 

■ ভারত সরকার এবং ADB এর মধ্যে $ 10 মিলিয়ন প্রজেক্ট রেডিনেস ফাইন্যান্সিং স্বাক্ষর হলো 
■ হিমাচল প্রদেশ রাজধানী - সিমলা
■ মুখ্যমন্ত্রী - জয় রাম ঠাকুর
■ রাজ্যপাল - বান্দারু দাত্তারেয়া


9. ভারতের 67 তম চেস গ্রান্ডমাস্টার কে হলেন ? 

Ans : Leon Mendonca

■ গোয়ার 14 বছর বয়সী Leon Mendonca 67 তম গ্রান্ডমাস্টার হলো 
■ এছাড়াও Leon Mendonca বিশ্বের 29 তম কনিষ্ঠ গ্রান্ড মাস্টার 
■ গ্রান্ড মাস্টার খেতাব দেয় আন্তর্জাতিক চেস ফাউন্ডেশন FIDE
■ FIDE HQ - লুসান, সুইজারল্যান্ড
■ FIDE প্রেসিডেন্ট - Arkady Dvorkovich


10. দেশীয় পদ্ধতিতে তৈরি Laser Dazzlers সরবরাহের জন্য ভারতীয় নৌবাহিনী কোন সংস্থার সাথে চুক্তিবদ্ধ হলো ?

Ans : ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL)

■ এমন 20 টি Laser Dazzlers সাপ্লাই দেবে BEL
■ এগুলি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ সংস্থা DRDO
■ BEL HQ - ব্যাঙ্গালোর, কর্ণাটক 
■ BEL চেয়ারম্যান & ম্যানেজিং ডিরেক্টর - M V Gowtama
■ ভারতীয় নৌবাহিনী চিফ - অ্যাডমিরাল করমবীর সিং 



Daily One - Liner Current Affairs



■ 1. স্টিল অর্থরিটি অফ ইন্ডিয়া (SAIL) এর চেয়ারম্যান পদে সোমা মন্ডল কে নিযুক্ত করা হলো

■ 2. ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশন (IOSCO) এর সহকারী সদস্য হলো ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টার অর্থরিটি (IFSCA)

■ 3. 6 টি রাজ্যের লাইট হাউস প্রজেক্টস (LHPs) এর ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শিল্যান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

■ 4. ভারতীয় সংস্কৃতি এবং মাইথোলজির উপর ইতালিয়ান লেখক Alfredo Covelli সম্প্রতি একটি বই প্রকাশ করলেন,যার নাম 'Vahana Masterclass'

■ 5. ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডেপুটি ইলেকশন কমিশন পদে উমেশ সিনহা কে নিযুক্ত করলো 

■ 6. ওড়িয়া বর্ষীয়ান মিউজিক ডিরেক্টর শান্তনু মহাপাত্র সম্প্রতি প্রয়াত হলেন

■ 7. আসাম রাজ্যের পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি বাড়ানোর জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) $ 231 মিলিয়ন লোন দিতে চলেছে

■ 8. হিমাচল প্রদেশের উদ্যান পালনে সাহায্য করার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) ভারতের সঙ্গে $ 10 মিলিয়ন লোন চুক্তি স্বাক্ষর করলো

■ 9. গোয়ার 14 বছর বয়সী Leon Mendonca ভারতের 67 তম চেস গ্রান্ডমাস্টার হলো 

■ 10. দেশীয় পদ্ধতিতে তৈরি Laser Dazzlers সরবরাহের জন্য ভারতীয় নৌবাহিনী ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) এর সাথে চুক্তিবদ্ধ হলো