দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 01/01/2021

 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 01/01/2021

1. অ্যাপয়েনমেন্ট কমিটি অফ দি কেবিনেট (ACC) ভারতীয় রিসার্চ সংস্থা ISRO চিফ কে সিভান কে আরো কতদিনের জন্য স্পেস কমিশনের চেয়ারম্যান পদে বহাল রাখলো ?

Ans : 1 বছর

➢ জানুয়ারি, 2022 পর্যন্ত তিনি স্পেস কমিশনের চেয়ারম্যান পদে বহাল থাকবেন 
➢ 1982 সালে তিনি ISRO তে যুক্ত হন, ISRO চিফ ছাড়াও তিনি ডিপার্টমেন্ট অফ স্পেসের সেক্রেটারি পদে কর্মরত রয়েছেন


2. ষষ্ঠ ডিজিটাল ইন্ডিয়া আওয়ার্ড 2020 কে প্রদান করলেন ?

Ans : রাম নাথ কোভিন্দ

➢ ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই আওয়ার্ড প্রদান করলেন 
➢ ডিপার্টমেন্ট অফ পোস্ট কে দেওয়া হলো 'Excellence in Digital Governance Ministry/Department (Central)'
➢ এছাড়া বিহার রাজ্য সরকারের Aapda Sampoorti পোর্টরাল ডিজিটাল ইন্ডিয়া আওয়ার্ড পেলো 


3. ফুড এবং এগ্রিকালচার অর্গানাইজেশন (FAO) কত গুলি চা উৎপাদন ক্ষেত্র কে গুরুত্বপূর্ণ গ্লোবাল এগ্রিকালচারাল হেরিটেজ সিস্টেম হিসেবে অন্তর্ভুক্ত করলো ?

Ans : 4 টি

➢ এর মধ্যে 2 টি চীন, একটি জাপান এবং একটি দক্ষিণ কোরিয়ায় অবস্থিত 
➢ FAO HQ - রোম , ইতালি 
➢ FAO ডিরেক্টর জেনারেল - Qu Dongyu


4. মেরিটাইম সার্চ এবং রেসকিউ অপারেশনের সহযোগিতার জন্য ভারতীয় কোস্ট গার্ড কত গুলি এশিয়ান দেশের সাথে চুক্তিস্বাক্ষর করলো ?

Ans : 7 টি 

➢ দেশ গুলি হলো জাপান, ফিলিপিন্স,থাইল্যান্ড,মায়ানমার,শ্রীলঙ্কা,ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম
➢ ICG HQ - নতুন দিল্লী
➢ ICG ডিরেক্টর জেনারেল - কৃষ্ণস্বামী নটরঞ্জন


5. ব্যাঙ্গালুরু তে অটল বিহারী ভাজপাই ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এন্ড রিসার্চ সেন্টার এর উদ্বোধন করলেন কে ? 

Ans : BS Yediyurappa

➢ কর্ণাটক মুখ্যমন্ত্রী BS Yediyurappa এটির উদ্বোধন করলেন 
➢ কর্ণাটক রাজ্যপাল - ভাজুভাই রুদাভাই ভালা


6. গ্লোবাল ইন্ডিয়ান ডায়াসস্পরা কে সংযুক্ত করতে কোন মন্ত্রক গ্লোবাল প্রবাসী রিস্তা পোর্টরাল এবং মোবাইল অ্যাপ লঞ্চ করলো ?

Ans : মিনিস্ট্রি অফ এক্সটার্নাল আফফায়ার্স (MEA) 

➢ MEA কেন্দ্রীয় মন্ত্রী - সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর
➢ MEA প্রতিমন্ত্রী - ভি মুরলিধরন


7. NKJ Biofuel Ltd এবং BSSUM জোটবদ্ধ হয়ে দেশের প্রথম ইথানল প্লান্ট কোথায় গড়ে তুলতে চলেছে ? 

Ans : ছত্তিশগড় 

➢ Bhoramdeo Sahakari Sakhar Utpadak Karkhana Maryadit (BSSUKM) 30 বছরের জন্য PPP মডেলের অধীনে চুক্তি স্বাক্ষর করলো 
➢ এই প্লান্টে আখ থেকে ইথানল তৈরি করা হবে, এই প্রজেক্টে 100 কোটি টাকা ইনভেস্ট করা হবে 


8. দিল্লির স্কুলগুলিকে সোলার প্রজেক্টের আওতায় আনতে দিল্লি সরকারের সাথে কোন ফার্ম চুক্তিবদ্ধ হলো ?

Ans : Oakridge Energy ফার্ম

➢ এই চুক্তির প্রধান লক্ষ্য 2022 এর মধ্যে 1000 টি স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানে সোলার পাওয়ার প্লান্ট বসানো 
➢ দিল্লী মুখ্যমন্ত্রী -  অরবিন্দ কেজরিওয়াল
➢ লিউটেন্যান্ট গভর্নর - অনিল বাইজল


9. কোন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী KK Shailaja হারমোনি ফাউন্ডেশনের অনুষ্ঠিত 'মাদার টেরেসা মেমোরিয়াল আওয়ার্ড 2020' পেলেন ? 

Ans : কেরালা 

➢ এই আওয়ার্ড এর থিম - Celebrating Compassion in Times of Covid
➢ এছাড়া ভারতের আরো দুজন এই আওয়ার্ড পেলেন, একজন হলেন IPS Sanjay Pandey এবং অন্যজন হলেন Vikas Khanna


10. রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং CEO পদে কাকে নিযুক্ত করা হলো ? 

Ans : সুনীত শর্মা 

➢ এর আগে এই পদে ছিলেন ভি কে যাদব,যিনি রেলওয়ে বোর্ডের প্রথম CEO ছিলেন
➢ রেলওয়ে মন্ত্রী - পীযুষ গোয়েল





Daily One - Liner Current Affairs



➢ 1. অ্যাপয়েনমেন্ট কমিটি অফ দি কেবিনেট (ACC) ভারতীয় রিসার্চ সংস্থা ISRO চিফ কে সিভান কে আরো 1 বছরের জন্য স্পেস কমিশনের চেয়ারম্যান পদে বহাল রাখলো

➢ 2. ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ষষ্ঠ ডিজিটাল ইন্ডিয়া আওয়ার্ড 2020 প্রদান করলেন

➢ 3. ফুড এবং এগ্রিকালচারাল অর্গানাইজেশন (FAO) 4 টি চা উৎপাদন ক্ষেত্র কে গুরুত্বপূর্ণ গ্লোবাল এগ্রিকালচারাল হেরিটেজ সিস্টেম হিসেবে অন্তর্ভুক্ত করলো

➢ 4. মেরিটাইম সার্চ এবং রেসকিউ অপারেশনের সহযোগিতার জন্য ভারতীয় কোস্ট গার্ড 7 টি এশিয়ান দেশের সাথে চুক্তিস্বাক্ষর করলো

➢ 5. ব্যাঙ্গালুরু তে অটল বিহারী ভাজপাই ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এন্ড রিসার্চ সেন্টার এর উদ্বোধন করলেন কর্ণাটক মুখ্যমন্ত্রী BS Yediyurappa

➢ 6. গ্লোবাল ইন্ডিয়ান ডায়াসস্পরা কে সংযুক্ত করতে গ্লোবাল প্রবাসী রিস্তা পোর্টরাল এবং মোবাইল অ্যাপ লঞ্চ করলো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল আফফায়ার্স (MEA) 

➢ 7. NKJ Biofuel Ltd এবং BSSUM জোটবদ্ধ হয়ে দেশের প্রথম ইথানল প্লান্ট ছত্তিশগড়ে গড়ে তুলতে চলেছে

➢ 8. দিল্লির স্কুলগুলিকে সোলার প্রজেক্টের আওতায় আনতে দিল্লি সরকারের সাথে Oakridge Energy ফার্ম চুক্তিবদ্ধ হলো

➢ 9. কেরালার স্বাস্থ্যমন্ত্রী KK Shailaja হারমোনি ফাউন্ডেশনের অনুষ্ঠিত 'মাদার টেরেসা মেমোরিয়াল আওয়ার্ড 2020' পেলেন 

➢ 10. রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং CEO পদে সুনীত শর্মা কে নিযুক্ত করা হলো, এর আগে এই পদে ছিলেন ভি কে যাদব