৭৫,৭৬৮ শূন্যপদে SSC GD Constable নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | মাধ্যমিক পাশে আবেদন করুন
৭৫,৭৬৮ শূন্যপদে SSC GD Constable নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | মাধ্যমিক পাশে আবেদন করুন প্রিয় পাঠকেরা, রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। স্টাফ সিলেকশন কমিশনের তরফে SSC GD Constable Recruitment 2023 প্রকাশিত হয়েছে। যেখানে মোট 75,768 শূন্যপদে GD Constable নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা পুরুষ এবং মহিলা উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি নাম্বার ☛ Constable (GD) in Central Armed Police Forces (CAPFs), NIA, SSF and Rifleman(GD)in Assam Rifles Examination, 2023 পদের নাম ☛ GD Constable (জিডি কনস্টেবল)। মোট শূন্যপদ ☛ ৭৫,৭৬৮ টি। পুরুষ ☛ ৬৭,৩৬৪ টি। মহিলা ☛ ৮,১৭৯ টি। শূন্যপদের বিন্যাস ☛ UR : ২৯,২৯৫ টি। SC : ১৫,০৮৬ টি। ST : ৩,৯৬৮ টি। EWS : ৫,১৪২ টি। OBC : ১৩,৬৬৪ টি। শিক্ষাগত যোগ্যতা ☛ যেকোনো স্বীকৃত বোর্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা ☛ ২রা আগস্ট ২০০০ থেকে ১লা আগস্ট ২০০৫ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১লা আগস্ট ২০২৩ তারিখ...