৬,১৬০ শূন্যপদে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ | State Bank of India Graduate Apprentice Recruitment 2023
৬,১৬০ শূন্যপদে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ | State Bank of India Graduate Apprentice Recruitment 2023 হ্যালো বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)-র তরফে State Bank of India Graduate Apprentice Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে প্রশিক্ষণের মাধ্যমে 6160 শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই প্রশিক্ষণে আবেদনের সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। প্রশিক্ষণের নাম ☛ Graduate Apprentice (গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস)। মোট শূন্যপদ ☛ ৬,১৬০ টি। (পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৩২৮টি)। SC : ৯৮৯ টি। ST : ৫১৪ টি। OBC : ১৩৯৮ টি। EWS : ৬০৩ টি। UR : ২৬৬৫ টি। প্রশিক্ষণের সময়সীমা ☛ ১ বছর। শিক্ষাগত যোগ্যতা ☛ প্রার্থীদের ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা সমতুল্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে...